শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ মে ২০২৫, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ভিটেমাটি রক্ষা ও বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন স্থানীয় বাসিন্দা, বিদ্যালয়, মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। ছবি : কালবেলা
মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন স্থানীয় বাসিন্দা, বিদ্যালয়, মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। ছবি : কালবেলা

শরীয়তপুরের ভেদরগঞ্জের কাঁচিকাটায় পদ্মা নদীতে বালুমহাল ইজারা দেওয়ার প্রক্রিয়া চলায় অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের আশঙ্কা করছেন স্থানীয়রা। তাদের দাবি, এতে নদীগর্ভে বিলীন হবে এ অঞ্চলের বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিস্তীর্ণ ফসলের মাঠ। দ্রুত বালুমহাল ইজারা প্রক্রিয়া বন্ধ করার পাশাপাশি ভাঙন প্রতিরোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন তারা। তবে জেলা প্রশাসন বলছে, বিষয়টি নিয়ে সমীক্ষা চলছে। আর সমীক্ষা শেষে ফলাফল অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শনিবার (৩ মে) বেলা ১১টার দিকে বালু উত্তোলন বন্ধের মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা। এতে অংশ নেন স্থানীয় বাসিন্দা, বিদ্যালয়, মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। তারা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নটি পদ্মা নদী বেষ্টিত। দীর্ঘ কয়েক যুগ ধরে এ এলাকায় বসবাস করছে অন্তত ৫০ হাজার বাসিন্দা। বেশ কয়েকবার নদীভাঙনের শিকার হয়ে এ অঞ্চলের অনেক পরিবার তাদের সহায়-সম্বল হারিয়েছে। সম্প্রতি ওই এলাকায় উত্তর-পূর্ব পাশে পদ্মা নদীর চরের ২২ দশমিক ৬৩ একর ভূমি বালুমহাল ঘোষণা করার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।

পরে তারা জায়গায়টির বিষয়ে সমীক্ষা চালাতে পানি উন্নয়ন বোর্ডসহ কয়েকটি দপ্তরে চিঠি পাঠায়। উপজেলা প্রশাসন বলছে, যে জায়গাটিতে বালু মহাল দেওয়ার সিদ্ধান্ত চলমান রয়েছে সেই জায়গায় পর্যাপ্ত পরিমাণ বালু রয়েছে। সেখানে সরকারি প্রক্রিয়ার মাধ্যমে বালু অপসারণ করা হলে কাঁচিকাটা যে এলাকা নদী গভীর হয়ে ভাঙন হচ্ছে, সেই জায়গাটিতে আর ভাঙন হবে না।

পানি উন্নয়ন বোর্ড বলছে, জেলা প্রশাসনের প্রস্তাবিত বালুমহালের জায়গাটি পরিদর্শন করে, যদি বালু অপসারণ করা হলে স্থানীয়রা ভাঙন থেকে রক্ষা পায় তাহলে সেভাবেই প্রতিবেদন দাখিল করা হবে। এদিকে জায়গাটিতে বালুমহাল ইজারা দেওয়া হলে বালু উত্তোলনের ফলে নদীভাঙন প্রকট আকার ধারণ করবে বলে জানান স্থানীয় লোকজন।

মো. জামাল হোসেন নামের স্থানীয় বাসিন্দা বলেন, বাপ-দাদার আমল থেকে নদী ভাঙনের শিকার হয়েছি। আমি নিজেও দুবার ভাঙনের কবলে পড়ে বাড়িঘর হারিয়েছে। এখন আবার ভাঙন দেখা দিয়েছে। এ জায়গায় যদি আবার বালুমহালের মাধ্যমে বালু তোলা হয় তাহলে আমাদের বাড়িঘর, স্কুল-কলেজ, মাদ্রাসা, ফসলি জমি সবকিছু নদীতে চলে যাবে। আমাদের দাবি, কোনোভাবেই এখানে বালুমহাল ইজারা দেওয়া যাবে না। আমাদের স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করে দেওয়া জন্য সরকারের প্রতি আবেদন করছি।

রাহেলা বেগম নামের এক নারী বলেন, আমরা নদী ভাঙনের কবলে পড়ে নিঃস্ব হয়ে গিয়েছি। এখন যদি আবার নদী থেকে বালু কাটে তাহলে আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। আমরা চাই নদীতে বালুকাটা যেন না হয়। সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমাদের ভিটামাটি রক্ষায় এগিয়ে আসুন।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য মন্ডল বলেন, কাঁচি কাঁটায় পর্যাপ্ত বালু রয়েছে বলে মনে হয়েছে। পানি উন্নয়ন বোর্ডসহ সকল বিভাগ এটি মনে করেছে। এখন বালু থাকলে যে প্রক্রিয়ায় সরকার অপসারণ করে সেই লক্ষ্যে কাজ করবে। ওই অঞ্চলের যে অংশে বসতবাড়ি রয়েছে সেই জায়গাটিতে নদী বর্তমানে গভীর হয়ে ভাঙন দেখা দিচ্ছে। সে লক্ষ্যে যে জায়গাটিতে ডুবোচর রয়েছে খনন হলে তাদের জন্য আরও ভালো।

শরীয়তপুর পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ তারেক হাসান বলেন, জেলা প্রশাসন থেকে একটি জায়গা নির্ধারণ করা হয়েছে বালুমহালের জন্য। আমরা জায়গাটি পরিদর্শন করব। দেখা যায় অনেক ক্ষেত্রে নদীর কিছু জায়গায় বালুস্তুপ হয়ে গতির নদীপথ পরিবর্তন হয়ে অনেক অঞ্চল ভাঙনের শিকার হয়। যদি ওই স্থানে বালু তোলা হলে স্থানীয়দের ক্ষতি না-হয়, তাহলে আমরা সেভাবে বিষয়টির প্রতিবেদন জমা দেব।

বালুমহাল ইজারার বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, বালুমহাল ইজারার ব্যাপারে প্রাথমিকভাবে কাজ চলমান রয়েছে। এখন পর্যন্ত ফাইনাল হয়নি। বিভিন্ন দপ্তর থেকে রিপোর্ট নেওয়া হচ্ছে। ফাইনাল রিপোর্ট পজিটিভ আসলে সেভাবেই কাজ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ক্ষুধায় কাঁদছে মানুষ, মৃত্যু ৫৭

০৪ মে : টিভিতে আজকের খেলা

০৪ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দক্ষিণ লেবাননে একাধিক ইসরায়েলি ড্রোন হামলা

বখাটেদের ভয়ে দুই ছাত্রীর মাদ্রাসায় যাওয়া বন্ধ

পঞ্চগড়ে মাদকসহ মা-ছেলে গ্রেপ্তার

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

০৪ মে : আজকের নামাজের সময়সূচি

পেকুয়ায় ধারের টাকা ফেরত চাওয়ায় ছুরিকাঘাতে কিশোর নিহত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা বহিষ্কার

১০

রাজনৈতিক তৎপরতা ছাড়া শ্রমিকের ভাগ্যোন্নয়ন সম্ভব নয় : ফজলুল হক

১১

জনগণের ম্যান্ডেট ছাড়া রাখাইনে করিডোর নয়: বিএসপি

১২

স্বাস্থ্য পরামর্শ / বর্ষাকালীন অসুখ থেকে বাঁচতে বয়স্কদের এখনই সচেতন হতে হবে

১৩

মুক্তির পথে তারাগঞ্জের হাজারো মানুষ

১৪

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে বিজেআইএমের সিম্পোজিয়াম

১৫

‘ইঞ্জিনিয়ার তুহিন রাজনৈতিক প্রতিহিংসার শিকার’

১৬

পুরানা পল্টনের আগুন নিয়ন্ত্রণে

১৭

খালেদা জিয়ার দেশে ফেরা পেছাল

১৮

মানারাতে আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ারবিষয়ক কর্মশালা 

১৯

ঝুঁকি নিয়েই চলছে চার বিদ্যালয়ের পাঠদান

২০
X