কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১৩ মে ২০২৫, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি চাল আত্মসাৎ, স্বেচ্ছাসেবক দল নেতার কারাদণ্ড

কুমিল্লার তিতাসে খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারের অভিযোগে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা
কুমিল্লার তিতাসে খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারের অভিযোগে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা

কুমিল্লার তিতাসে খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারের অভিযোগে এক ডিলারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে নগদ ৫০ হাজার টাকাও জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) দুপুর ১টায় তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার (১২ মে) রাতে ওএমএস-এর ৩৫ বস্তা চাল উপজেলার আসমানিয়া বাজার থেকে উদ্ধার করেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত জহিরুল ইসলাম উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচি (ওএমএস) ডিলার। তিনি কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কালিপুর গ্রামের মো. এমদাদ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে উপজেলার আসমানিয়া বাজারের ওএমএস ডিলার স্বেচ্ছাসেবক দল নেতা জহিরুল ইসলাম তার গোডাউন থেকে সরকারি চাল পিকআপভ্যানবোঝাই করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। এসময় তারা চালসহ গাড়িটি জব্দ করে উপজেলা প্রশাসনকে খবর দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন ঘটনাস্থলে পৌঁছে ৩৫ বস্তা সরকারি চাল জব্দ করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিলার জহিরুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি আমি শুনেছি। খোঁজখবর নিচ্ছি। তিনি যদি দোষী প্রমাণিত হন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন বলেন, জিজ্ঞাসাবাদে জহিরুল ইসলাম চাল বিতরণ না করে আত্মসাতের উদ্দেশে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। পরে এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালতে সাংবাদিকদের ওপর চড়াও আইনজীবীরা, দেখে নেওয়ার হুমকি

সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তারে বাধা দেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

বিএনপির নেতাকর্মীদের পিটিয়ে আহত করল আ.লীগ কর্মীরা

কুয়েটে আবারও বিক্ষোভ, এখনো ক্লাসে ফেরেনি শিক্ষকরা

জাপানে চাকরির সুখবর দিল বোয়েসেল

বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড 

বাংলাদেশে ‘পাকিস্তানপন্থি’ বলে কিছু নেই : হেফাজতে ইসলাম

ছাত্রশিবিরকে জড়িয়ে অব্যাহত মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ

শিক্ষার্থীদের ফ্রি কোরআন দিল জবি শিবির

ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের

১০

বাজেট বৃদ্ধি ও আবাসন ভাতার দাবিতে ইউজিসিতে আবেদন জবিশিসের

১১

তীব্র উত্তেজনায় আদালতে রোষানলে পড়েন মমতাজ 

১২

শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে বিএনপি নেতাকে বহিষ্কার

১৩

খুলনায় বছরে বাড়ছে ১ ডিগ্রি তাপমাত্রা, কী বলছেন বিশেষজ্ঞরা

১৪

রাজশাহীতে ডিপ্লোমা ও বিএসসি ইন নার্সিং শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১০

১৫

হাসিনার ভয়ে যারা গর্তে ছিল তারাই সংস্কারের তালিম দিচ্ছে : আমীর খসরু

১৬

পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করবে ওয়াসা, রাজউক ও ডিএনসিসি

১৭

আবারো ‘অপারেশন সিঁদুর’ চালাবে ভারত?

১৮

সঞ্চিতা রাখির ‘প্রাণের মানুষ’   

১৯

আ.লীগ নেতার হামলায় ছাত্রদলের ৫ কর্মী আহত

২০
X