চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে করোনায় নারীর মৃত্যু

করোনার প্রতীকী ছবি।
করোনার প্রতীকী ছবি।

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ফজিলাতুন্নেছা নামে এক নারী মারা গেছেন। শুক্রবার (২০ জুন) দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে মঙ্গলবার (১৭ জুন) করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। করোনার নতুন সংক্রমণ শুরু পর এ নিয়ে চট্টগ্রাম নগরীতে দুজনের মৃত্যু হলো।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরের এপিক হেলথ কেয়ারে দুজন, শেভরনে তিনজন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একজনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে চলতি মাসে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৬২ জনে, মৃত্যু হয়েছে দুজনের।

চিকিৎসকদের মতে, প্রতিদিন দুয়েকজন করে শনাক্ত হলেও বাস্তব চিত্র ভিন্ন। সরকারিভাবে পরীক্ষা শুরু করা না গেলে আসল চিত্র বের হয়ে আসবে না। তাই অতিদ্রুত সরকারিভাবে করোনা পরীক্ষা চালু করা আবশ্যক।

এ দিকে বুধবার (১৮ জুন) স্বাস্থ্য প্রশাসনসহ সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠকের পর চট্টগ্রামের জেনারেল হাসপাতাল ও সিটি করপোরেশনের মেমন-২ হাসপাতালকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল বলে ঘোষণা দেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তবে দুই হাসপাতালের একটিও করোনা চিকিৎসার জন্য পুরোপুরি প্রস্তুত নয়।

২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শয্যা আছে ১৮টি। এর মধ্যে কেবল একটি আইসিইউ শয্যার ভেন্টিলেটর সচল রয়েছে। বর্তমানে আটটি শয্যায় রোগী ভর্তি করা। যেটি ভেন্টিলেটর সচল রয়েছে সেটিও মাঝেমধ্যে বিকল হয়ে পড়ে। অন্যগুলোর সঙ্গে কেবল অক্সিজেন সংযোগ থাকলেও জীবন রক্ষাকারী পূর্ণাঙ্গ সেবা দেওয়ার মতো ব্যবস্থা নেই। এ হাসপাতালে জনবল সংকট চরমে। বর্তমানে এই হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসকের সংখ্যা থাকার কথা ১৭৭ জন (২০২৪ সালের কাঠামো অনুযায়ী)। কিন্তু কর্মরত আছেন মাত্র ৪২ জন। এর মধ্যে চিকিৎসা কর্মকর্তার পদ ২০টি। এ ২০ চিকিৎসকের মধ্যে সাতজন সহকারী রেজিস্ট্রার, ছয়জন জরুরি বিভাগে, পাঁচজন বহির্বিভাগে এবং একজন করে প্যাথলজি, ইউনানি, ডেন্টাল ও কারা বিভাগের দায়িত্বে রয়েছেন।

২০২০ সালে করোনা ইউনিটের জন্য যে ২২ জন চিকিৎসক সংযুক্তি পেয়েছিলেন, তাদের সবাইকে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি একসঙ্গে বদলি করা হয়। এরপর আর কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

অপর ডেডিকেটেড হাসপাতালেরও একই অবস্থা। মেনন-২ হাসপাতালে কোনো আইসিইউ শয্যা নেই। এখানে করোনার প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য ২০টি শয্যা প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি বয়স্ক, গর্ভবতী মহিলাদের টিকা পাওয়া সাপেক্ষে করোনার টিকা দেওয়া হবে।

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আকরাম হোসেন বলেন, আইসিইউ শয্যাগুলো মেরামতের জন্য অধিদপ্তর থেকে লোক আসবেন। পাশাপাশি আইসিইউ চালাতে নতুন করে জনবল প্রয়োজন। কারণ, আগের অনেকে এখন নেই। আর জনবল ও যন্ত্রপাতির বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইমাম হোসেন কালবেলাকে বলেন, সিটি করপোরেশনের মেনন-২ হাসপাতালে করোনার প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। এখানে ২০টি শয্যা প্রস্তুত করা হচ্ছে। কয়েকদিনের মধ্যে শয্যাগুলো প্রস্তুত হবে। পাশাপাশি এখানে আমরা কিট পেলে হাসপাতালে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করব। আমরা টিকার জন্য চাহিদা দিচ্ছি। করোনার টিকা পেলে বয়স্ক ও গর্ভবতীদের এখানে টিকা দেওয়া হবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আব্দুর রব বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্টের ক্ষেত্রে পরীক্ষা কিট আগেরটির চেয়ে আলাদা হবে। আলাদা না হলে করোনা ধরা পড়বে না। যারা বেসরকারি ল্যাবে পরীক্ষা করছে, তাদের মধ্যে কিছু ধরা পড়ছে।

চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম বলেন, সবশেষ মারা যাওয়া নারী বাকলিয়ার বাসিন্দা। কোভিড-১৯ পজিটিভ আসার পর গত মঙ্গলবার তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে শুক্রবার দুপুরে তিনি মারা যান। তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন।

তিনি আরও বলেন, করোনা মোকাবিলায় নতুন করে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সরকারি কিটের বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৭৪ বিচারককে বদলির প্রজ্ঞাপন জারি

জামায়াতের মনোনয়ন পেয়ে ড. ফয়জুল হকের প্রতিক্রিয়া

নামাজে রাকাত সংখ্যা ভুলে গেলে কী করবেন? জেনে নিন

ডিবি হারুন ও সাবেক আইজি বেনজীর পরিবারের আয়কর নথি জব্দের নির্দেশ

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহতের ১০ টুকরো লাশ উদ্ধার

মার্সেডিজ-বেঞ্জের ইভি চার্জিং অবকাঠামো এখন চট্টগ্রামেও

তৌসিফের যে দিকটার প্রেমে পড়েছেন নীলা

চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

লিটনের ‘বিস্ফোরক’ মন্তব্যের জবাব দিলেন প্রধান নির্বাচক

ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’ কোথায় আঘাত হানবে

১০

জানাজায় ৪র্থ তাকবির বলার পর হাত কখন ছাড়বেন?

১১

নির্বাচনের আগে রাস্তা সংস্কার না হলে ভোটকেন্দ্রে না যাওয়ার ঘোষণা

১২

কাজের সময় বিদ্যুৎ লাইন চালু, তারে ঝুলছিল মরদেহ

১৩

‘আমার সাথে খেলতে আইসো না’, কাকে হুঙ্কার দিলেন মমতা

১৪

নির্বাচকদের নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য লিটনের

১৫

শত্রুর বুকে কম্পন ধরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান

১৬

বিচারব্যবস্থায় ডিজিটাল রূপান্তর / সরকার ও ড্যাফোডিলের সহযোগিতায় কোর্ট অটোমেশন সিস্টেম

১৭

আরও ১৩ এসপির দপ্তর বদল

১৮

শীতকালে পেটে গ্যাস হওয়া থেকে বাঁচতে যেসব সবজি এড়িয়ে চলবেন

১৯

‘বিএনপি ক্ষমতায় গেলে জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতির বাস্তবায়ন করা হবে’

২০
X