খুলনা ব্যুরো
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

‘ত্যাগের বিনিময়ে আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশ পেয়েছি’

খুলনায় জেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল। ছবি : সংগৃহীত
খুলনায় জেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল। ছবি : সংগৃহীত

খুলনায় জেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বাদ জোহর কালেক্টরেট জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, সবার চেষ্টার ফলেই জুলাই আন্দোলন সফল হয়েছিল। এই আন্দোলনে দেশে অনেক লোক আহত-নিহত হয়েছিল। তাদের ত্যাগের বিনিময়ে আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশ পেয়েছি। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের বাদ দিয়ে সুবিধাবাদীদের নিয়ে দোয়া মাহফিল করার অভিযোগ উঠেছে। এতে মাহফিল চলাকালীন প্রতিবাদ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা। ক্ষোভ প্রকাশ করা ওই যুবকের নাম সাকিব রেজা। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক।

দোয়া মাহফিলে উপস্থিত হয়ে খুলনা জেলা প্রশাসক সাইফুল ইসলামের উদ্দেশে সাকিব রেজা বলেন, ‌‘আমরা আন্দোলনে আহত হয়েছি। এখনো গায়ে গুলির দাগ রয়েছে। অনেকে এখনো চিকিৎসাধীন। আন্দোলনের স্টেকহোল্ডার কি এই দুই-তিনজন ছিল? আপনি কাদের নিয়ে দোয়া মাহফিল করছেন? চোর-বাটপার নিয়ে দোয়া মাহফিল করছেন। যাদের নিয়ে বসে আছেন, তাদের আমরা আহতরা ঠিকভাবে চিনিই না। আন্দোলনের মধ্যে সমন্বয়কদের বলেছেন?’

এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর শাখার সদস্যসচিব জহুরুল তানভীর বলেন, ‘আমি দোয়া মাহফিলে ছিলাম না। ঘটনাটি শুনেছি। বিষয়টি খুব পরিষ্কার যে, খুলনা জেলা প্রশাসক ও সুবিধাবাদী একটি মহল যোগসাজশে অনেক কিছুই করছেন। তা সবাই জানতে শুরু করেছেন।’

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলা শাখার আহ্বায়ক তাসনিম আহমেদ বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমরা তার সাধুবাদ জানাই। কিন্তু এই দোয়া মাহফিলে প্রকৃত জুলাইযোদ্ধারা কোথায়? আহতরা কোথায়? ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা কোথায়? যাদের নিয়ে দোয়া মাহফিল করা হয়েছে, তারা একাই কি খুলনাকে স্বৈরাচার মুক্ত করেছে?

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- খুলনা পুলিশের রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, মহানগর জামায়তে ইসলামীর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মো. আনিসুজ্জামান, শহীদ সাকিব রায়হানের বাবা শেখ আজিজুর রহমান, মহানগরের বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক আল-শাহরিয়ার, এনসিপির প্রতিনিধি আহমেদ হামীম রাহাত প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, থাকছে না বয়সসীমা

আর্জেন্টিনার প্রেসিডেন্টকে ইটপাটকেল নিক্ষেপ উত্তেজিত জনতার

আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আজ

কেন নিজের ‘বিকিনি’ ছবির পোস্টার ছিঁড়ে ফেলেন শর্মিলা?

বৈষম্যবিরোধী আন্দোলনের ৪ প্রতিনিধি যোগ দিলেন ছাত্রদলে

ধীরে ধীরে খেলে কি সত্যি ওজন কমে?

চীন সফরে কিম-পুতিনসহ ২৬ রাষ্ট্রপ্রধান

বিকেলে ব্যাংকে ঢুকে লুকিয়ে ছিল সহিদুল, রাতে ডাকাতির চেষ্টা

সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয়? মেনে চলুন এই ৬ টিপস

মেসি ঝলকে ফাইনালে মায়ামি

১০

চাঁদা না দেওয়ায় গণঅধিকার নেতার হাতে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত

১১

মাদকসেবন করে মাতলামি করায় যুবকের কারাদণ্ড

১২

আমাদের কেউ আলাদা করতে পারবে না: সুনীতা আহুজা 

১৩

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে পরবর্তী আপিল শুনানি ৪ নভেম্বর 

১৪

শহিদের সঙ্গে প্রেম-বিচ্ছেদের কারণ জানালেন কারিনা

১৫

গাজায় তীব্র রূপ ধারণ করেছে দুর্ভিক্ষ, অনাহারে মৃত্যু ৩১৩ জনের

১৬

রাজধানীতে লরির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল সিএনজি, নিহত ১

১৭

টিয়া পাখি নিয়ে ভিডিও করে বিপাকে শিক্ষিকা 

১৮

গ্রিন কার্ডের আবেদনে আসছে বড় পরিবর্তন

১৯

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

২০
X