খুলনা ব্যুরো
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

‘ত্যাগের বিনিময়ে আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশ পেয়েছি’

খুলনায় জেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল। ছবি : সংগৃহীত
খুলনায় জেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল। ছবি : সংগৃহীত

খুলনায় জেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বাদ জোহর কালেক্টরেট জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, সবার চেষ্টার ফলেই জুলাই আন্দোলন সফল হয়েছিল। এই আন্দোলনে দেশে অনেক লোক আহত-নিহত হয়েছিল। তাদের ত্যাগের বিনিময়ে আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশ পেয়েছি। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের বাদ দিয়ে সুবিধাবাদীদের নিয়ে দোয়া মাহফিল করার অভিযোগ উঠেছে। এতে মাহফিল চলাকালীন প্রতিবাদ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা। ক্ষোভ প্রকাশ করা ওই যুবকের নাম সাকিব রেজা। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক।

দোয়া মাহফিলে উপস্থিত হয়ে খুলনা জেলা প্রশাসক সাইফুল ইসলামের উদ্দেশে সাকিব রেজা বলেন, ‌‘আমরা আন্দোলনে আহত হয়েছি। এখনো গায়ে গুলির দাগ রয়েছে। অনেকে এখনো চিকিৎসাধীন। আন্দোলনের স্টেকহোল্ডার কি এই দুই-তিনজন ছিল? আপনি কাদের নিয়ে দোয়া মাহফিল করছেন? চোর-বাটপার নিয়ে দোয়া মাহফিল করছেন। যাদের নিয়ে বসে আছেন, তাদের আমরা আহতরা ঠিকভাবে চিনিই না। আন্দোলনের মধ্যে সমন্বয়কদের বলেছেন?’

এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর শাখার সদস্যসচিব জহুরুল তানভীর বলেন, ‘আমি দোয়া মাহফিলে ছিলাম না। ঘটনাটি শুনেছি। বিষয়টি খুব পরিষ্কার যে, খুলনা জেলা প্রশাসক ও সুবিধাবাদী একটি মহল যোগসাজশে অনেক কিছুই করছেন। তা সবাই জানতে শুরু করেছেন।’

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলা শাখার আহ্বায়ক তাসনিম আহমেদ বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমরা তার সাধুবাদ জানাই। কিন্তু এই দোয়া মাহফিলে প্রকৃত জুলাইযোদ্ধারা কোথায়? আহতরা কোথায়? ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা কোথায়? যাদের নিয়ে দোয়া মাহফিল করা হয়েছে, তারা একাই কি খুলনাকে স্বৈরাচার মুক্ত করেছে?

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- খুলনা পুলিশের রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, মহানগর জামায়তে ইসলামীর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মো. আনিসুজ্জামান, শহীদ সাকিব রায়হানের বাবা শেখ আজিজুর রহমান, মহানগরের বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক আল-শাহরিয়ার, এনসিপির প্রতিনিধি আহমেদ হামীম রাহাত প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপদেষ্টা রিজওয়ানাকে এনসিপি নেতার হুঁশিয়ারি

একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : কফিল উদ্দিন 

চাকসু নির্বাচনে নতুন প্রত্যয়ে ছাত্রদল

বন্দর ব্যবসায়ী নেতারা / মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দর বন্ধের ষড়যন্ত্রের অংশ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ৬ হাজারের বেশি মতামত পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

জুলাইয়ের গাদ্দারদের সব রেকর্ড প্রকাশ করা হবে : মুনতাসির

যে ছয় ফিলিস্তিনি বন্দিকে ছাড়তে রাজি নয় ইসরায়েল

ময়মনসিংহে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ধানের শীষের বিজয় মানেই জনগণের মুক্তি : গয়েশ্বর চন্দ্র রায়

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

১০

বাবর আজমকে নিয়ে ধারাভাষ্যে রমিজ রাজার তির্যক মন্তব্য

১১

‘সঠিক ও মানসম্পন্ন সংবাদ উপস্থাপনে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে’

১২

আন্দরকিল্লা মসজিদ আইকনিক করতে ব্যয় ৩০০ কোটি

১৩

মেসির চেয়েও ধনী শুধু দুইজন ক্রীড়াবিদ!

১৪

প্রবাসীর ছেলেকে দাদা-দাদির কবরের পাশে ঠাঁই দিল না চাচারা

১৫

শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১৬

বিপিএলের জন্য নতুন রূপে প্রস্তুত হচ্ছে রাজশাহী স্টেডিয়াম

১৭

সাংবাদিককে আটক করে পুলিশের মারধর, গায়েব করার হুমকি

১৮

রেড ক্রিসেন্ট থেকে এনসিপি নেতাকে অব্যাহতি

১৯

নাসিরের অলরাউন্ড নৈপুণ্যে আবারও এনসিএল শিরোপা রংপুরের ঘরে

২০
X