খুলনা ব্যুরো
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

‘ত্যাগের বিনিময়ে আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশ পেয়েছি’

খুলনায় জেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল। ছবি : সংগৃহীত
খুলনায় জেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল। ছবি : সংগৃহীত

খুলনায় জেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বাদ জোহর কালেক্টরেট জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, সবার চেষ্টার ফলেই জুলাই আন্দোলন সফল হয়েছিল। এই আন্দোলনে দেশে অনেক লোক আহত-নিহত হয়েছিল। তাদের ত্যাগের বিনিময়ে আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশ পেয়েছি। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের বাদ দিয়ে সুবিধাবাদীদের নিয়ে দোয়া মাহফিল করার অভিযোগ উঠেছে। এতে মাহফিল চলাকালীন প্রতিবাদ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা। ক্ষোভ প্রকাশ করা ওই যুবকের নাম সাকিব রেজা। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক।

দোয়া মাহফিলে উপস্থিত হয়ে খুলনা জেলা প্রশাসক সাইফুল ইসলামের উদ্দেশে সাকিব রেজা বলেন, ‌‘আমরা আন্দোলনে আহত হয়েছি। এখনো গায়ে গুলির দাগ রয়েছে। অনেকে এখনো চিকিৎসাধীন। আন্দোলনের স্টেকহোল্ডার কি এই দুই-তিনজন ছিল? আপনি কাদের নিয়ে দোয়া মাহফিল করছেন? চোর-বাটপার নিয়ে দোয়া মাহফিল করছেন। যাদের নিয়ে বসে আছেন, তাদের আমরা আহতরা ঠিকভাবে চিনিই না। আন্দোলনের মধ্যে সমন্বয়কদের বলেছেন?’

এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর শাখার সদস্যসচিব জহুরুল তানভীর বলেন, ‘আমি দোয়া মাহফিলে ছিলাম না। ঘটনাটি শুনেছি। বিষয়টি খুব পরিষ্কার যে, খুলনা জেলা প্রশাসক ও সুবিধাবাদী একটি মহল যোগসাজশে অনেক কিছুই করছেন। তা সবাই জানতে শুরু করেছেন।’

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলা শাখার আহ্বায়ক তাসনিম আহমেদ বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমরা তার সাধুবাদ জানাই। কিন্তু এই দোয়া মাহফিলে প্রকৃত জুলাইযোদ্ধারা কোথায়? আহতরা কোথায়? ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা কোথায়? যাদের নিয়ে দোয়া মাহফিল করা হয়েছে, তারা একাই কি খুলনাকে স্বৈরাচার মুক্ত করেছে?

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- খুলনা পুলিশের রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, মহানগর জামায়তে ইসলামীর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মো. আনিসুজ্জামান, শহীদ সাকিব রায়হানের বাবা শেখ আজিজুর রহমান, মহানগরের বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক আল-শাহরিয়ার, এনসিপির প্রতিনিধি আহমেদ হামীম রাহাত প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবির ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার

জামায়াত কার্যালয়ে জোটের জরুরি বৈঠক, নেই ইসলামী আন্দোলনের নেতারা

জাল দলিল সরবরাহকারী চক্রের সদস্যকে ধরিয়ে দিলেন সাব-রেজিস্ট্রার

বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে বিএনপির ৪ ইউনিটের কমিটি স্থগিত

সাময়িক বন্ধের পর আকাশসীমা আবার খুলে দিল ইরান

১১ দলীয় সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা

১২ ফেব্রুয়ারিই পাবনার দুটি আসনে নির্বাচন

তুমি শুধু পরিবারের না, বাংলাদেশের গর্ব : তারেক রহমান

চরম জনবল সংকটে আশাশুনি হাসপাতাল

১০

ইরানে নতুন হামলা হলে যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র ব্যবহার করতে পারে

১১

অনিশ্চয়তায় বিপিএলের সূচনা, সময়মতো শুরু হচ্ছে না দিনের প্রথম ম্যাচ

১২

ফের অবরোধ ঢাকার তিন স্থান

১৩

পাকিস্তান–বংশোদ্ভূতদের পর এবার ভিসা সংকটে ইংল্যান্ডের দুই ক্রিকেটার

১৪

সম্পত্তির দৌড়ে দিশার চেয়ে কতটা পিছিয়ে প্রেমিক তালবিন্দর!

১৫

বিটিসিএলের তিন কর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

১৬

দুই দফা অ্যাম্বুলেন্স আটক, রোগীর মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

১৭

মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

১৮

পটুয়াখালীতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

১৯

ইসলামী আন্দোলন নিয়ে জামায়াত আমিরের বার্তা

২০
X