বগুড়ার শেরপুরে এসএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল ‘গোল্ডেন এ প্লাস’ না পাওয়ার আত্মহত্যা করেছেন এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের আরডিএ মাদ্রাসা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী স্থানীয় আরডিএ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর সেসব বিষয়ে এ প্লাস পেলেও গণিতে এ প্লাস না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে। সে বিষয়টি তার মায়ের কাছে খুব কষ্ট প্রকাশ করে এবং এরপর নিজ ঘরে চলে যায়। কিছুক্ষণ পর মা দুপুরের খাবারের জন্য ডাকতে গেলে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সহপাঠীরা বলছে, সে খুবই মেধাবী ও ভদ্র ছিল। সামান্য এক ফলাফলের জন্য এভাবে হারিয়ে যাবে, তা কেউ কল্পনাও করেনি।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফলাফলের কারণে মানসিক চাপে পড়ে সে আত্মহত্যা করেছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন