তারুণ্যের শক্তিই দেশে পরিবর্তনের প্রধান চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মনোনয়নপ্রত্যাশী শরিফ উদ্দিন জুয়েল।
শুক্রবার (০৩ অক্টোবর) বিকেল ৪টায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে নুরজাহান রহমান ফাউন্ডেশনের আয়োজনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে শরিফ উদ্দিন জুয়েল বলেন, তারুণ্যের শক্তি দেশের উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের প্রধান চালিকাশক্তি। শ্রীলঙ্কা ও নেপালের মতো দেশগুলোতে আমরা দেখেছি কীভাবে তরুণদের প্রতিবাদ ফ্যাসিস্ট ও মাফিয়া সরকারকে পরাজিত করেছে। আমাদের দেশেও তারুণ্যের সাহসিকতা একনায়কতন্ত্রের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে।
তিনি বলেন, দৌলতপুরে গত ৫৪ বছরে যে পরিবর্তন আসেনি, আমি বিশ্বাস করি এই তরুণরাই তা এনে দেবে, দৌলতপুরের সমস্যা স্তরে স্তরে জমে আজ ‘মাউন্ট এভারেস্ট’-এর মতো বিশাল হয়ে উঠেছে। তবে যখন তারুণ্য জেগে ওঠে, তখন সব অসম্ভবকে সম্ভব করে ফেলা যায়। আমি এই তরুণদের সঙ্গে নিয়ে দৌলতপুরে আমূল পরিবর্তনে আনব ইনশাআল্লাহ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবাইল ইসলাম হিমেলের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক আলহাজ আলতাফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. সামাউল আলম, উপজেলা সমাজসেবা অফিসার মো. জহিরুল ইসলাম, তরুণ উদ্যোক্তা দেওয়ান সাইদুল ইসলাম পলাশসহ শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন