টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

চুরি করার সময় চিনে ফেলায় সাংবাদিকের মাকে জবাই করে হত্যা

টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকের মাকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২। ছবি : কালবেলা
টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকের মাকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২। ছবি : কালবেলা

টাঙ্গাইলের ভূঞাপুরে এক সাংবাদিকের বৃদ্ধা মা সুলতানা সুরাইয়া হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল রাতে তাদের গ্রেপ্তার করা হয়। পিবিআই জানায়, গ্রেপ্তারকৃতরা চুরি করার জন্য ওই বৃদ্ধা বাড়িতে প্রবেশ করে। কিন্তু তারা সুলতানা সুরাইয়ার পূর্ব পরিচিত হওয়ায় তিনি তাদের চিনে ফেলেন। পরে সুলতানা চিৎকার করে আশপাশের লোক জড়ো করার চেষ্টা করেন। এ সময় গ্রেপ্তারকৃত দুজন সুলতানার গলায় গামছা ও সুতা পেঁচিয়ে ধারালো চাকু দিয়ে জবাই করে হত্যা করে। হত্যার পর তারা ১২ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের পিবিআই অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে পিবিআই পুলিশ সুপার সিরাজ আমীন এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলো- সিরাজগঞ্জের সয়দাবাদ পুনর্বাসন এলাকার শাহজাহানের ছেলে মো. লাবু (২৯) এবং টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পশ্চিম ভূঞাপুর এলাকার সিরাজ আকন্দের ছেলে আল আমিন আকন্দ (২২)।

পুলিশ সুপার সিরাজ আমীন বলেন, সুলতানা সুরাইয়া (৬৫) অবসর সময়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তার সন্তান ও আত্মীয়স্বজনের সাথে যোগাযোগ রাখতেন। সুলতানার স্বামী বীর মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত একজন পুলিশ সদস্য ছিলেন। তার এক ছেলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিউজ এডিটর। স্বামী মারা যাওয়ার পর সুলতানা মুক্তিযোদ্ধা ভাতা পেতেন।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত আল আমিন সুলতানার আত্মীয়। সে হিসেবে সুলতানা কোথায় টাকা রাখত তা আল আমিন জানত। আল আমিন মাঝে মধ্যে সুলতানার কাজ করে দিত। ঘটনার দিন তারা বাড়ির গ্রিল বেয়ে টিনের বেড়ার ভেতর দিয়ে প্রবেশ করে এবং লুকিয়ে থাকে। গত ১৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২টার দিকে সুলতানা প্রকৃতির ডাকে বাইরে যায়। এ সময় গ্রেপ্তারকৃতরা ঘরের ভেতরে প্রবেশ করে। পরে সুলতানা ঘরে প্রবেশ করলে তাদের চিনে ফেলে। পরে তারা সুলতানাকে হত্যা করে।

তিনি আরও বলেন, গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রতিবেশীরা ঘরের মেঝেতে সুলতানার গলাকাটা রক্তাক্ত লাশ দেখতে পায়। এ ঘটনায় নিহতের ছেলে পরদিন ১৫ সেপ্টেম্বর বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। গত ১৭ সেপ্টেম্বর পিবিআই এ মামলাটি তদন্তভার গ্রহণ করে। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এ হত্যা মামলায় জড়িত দুজনকে সিরাজগঞ্জ ও ভূঞাপুর উপজেলা থেকে গ্রেপ্তার করে। হত্যায় ব্যবহৃত চুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত নয় বলেও তারা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ‘বিশেষ অস্ত্র’ মোতায়েন উত্তর কোরিয়ার

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র নস্যাৎ করেছে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা

কনমেবল ইভল্যুশন লিগ / অতিরিক্ত সময়ে নাটকীয় গোল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে ব্রাজিল

শিগগির দল হিসেবে আ.লীগের বিচারের বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে

তিন নদীতে বাড়তে পারে পানি, চার জেলায় বন্যার পূর্বাভাস

দুদকের মামলায় খালাস পেলেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র

ধানক্ষেতের আইলে মরদেহ, পাশে পড়ে ছিল কলার ব্যাগ

অর্থ পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধ কর্মশালার সনদ প্রদান

‘ভারত আমার মাতৃভূমি’, হঠাৎ কেন এই কথা বললেন পাক ক্রিকেটার

হঠাৎ ঝড়ে লন্ডভন্ড সব

১০

একটানা অনেক দিন চিয়া সিড খেলে শরীরে ৫ সমস্যা দেখা দিতে পারে

১১

কোরআন অবমাননার অভিযোগে গ্রেপ্তার শিক্ষার্থী আদালতে

১২

দার্জিলিংয়ে নিহত ১৪, সব পর্যটন স্পট বন্ধ

১৩

বাবা-মা ও স্ত্রীকে ‘প্রতিবন্ধী’ বানিয়ে ভাতা তুলছেন ইউপি সদস্য

১৪

ভারতের তিন রাজ্যে কাশির সিরাপ নিষিদ্ধ

১৫

মারা গেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সন্ধ্যা

১৬

ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে বিরল সম্মাননা দিল স্প্যানিশ ক্লাব

১৭

সুপারি চুরি নিয়ে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

১৮

শিগগির সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে ঐকমত্য কমিশন

১৯

জেমসের সঙ্গে এক মঞ্চে পাকিস্তানের আলী আজমত

২০
X