টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

চুরি করার সময় চিনে ফেলায় সাংবাদিকের মাকে জবাই করে হত্যা

টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকের মাকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২। ছবি : কালবেলা
টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকের মাকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২। ছবি : কালবেলা

টাঙ্গাইলের ভূঞাপুরে এক সাংবাদিকের বৃদ্ধা মা সুলতানা সুরাইয়া হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল রাতে তাদের গ্রেপ্তার করা হয়। পিবিআই জানায়, গ্রেপ্তারকৃতরা চুরি করার জন্য ওই বৃদ্ধা বাড়িতে প্রবেশ করে। কিন্তু তারা সুলতানা সুরাইয়ার পূর্ব পরিচিত হওয়ায় তিনি তাদের চিনে ফেলেন। পরে সুলতানা চিৎকার করে আশপাশের লোক জড়ো করার চেষ্টা করেন। এ সময় গ্রেপ্তারকৃত দুজন সুলতানার গলায় গামছা ও সুতা পেঁচিয়ে ধারালো চাকু দিয়ে জবাই করে হত্যা করে। হত্যার পর তারা ১২ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের পিবিআই অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে পিবিআই পুলিশ সুপার সিরাজ আমীন এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলো- সিরাজগঞ্জের সয়দাবাদ পুনর্বাসন এলাকার শাহজাহানের ছেলে মো. লাবু (২৯) এবং টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পশ্চিম ভূঞাপুর এলাকার সিরাজ আকন্দের ছেলে আল আমিন আকন্দ (২২)।

পুলিশ সুপার সিরাজ আমীন বলেন, সুলতানা সুরাইয়া (৬৫) অবসর সময়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তার সন্তান ও আত্মীয়স্বজনের সাথে যোগাযোগ রাখতেন। সুলতানার স্বামী বীর মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত একজন পুলিশ সদস্য ছিলেন। তার এক ছেলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিউজ এডিটর। স্বামী মারা যাওয়ার পর সুলতানা মুক্তিযোদ্ধা ভাতা পেতেন।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত আল আমিন সুলতানার আত্মীয়। সে হিসেবে সুলতানা কোথায় টাকা রাখত তা আল আমিন জানত। আল আমিন মাঝে মধ্যে সুলতানার কাজ করে দিত। ঘটনার দিন তারা বাড়ির গ্রিল বেয়ে টিনের বেড়ার ভেতর দিয়ে প্রবেশ করে এবং লুকিয়ে থাকে। গত ১৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২টার দিকে সুলতানা প্রকৃতির ডাকে বাইরে যায়। এ সময় গ্রেপ্তারকৃতরা ঘরের ভেতরে প্রবেশ করে। পরে সুলতানা ঘরে প্রবেশ করলে তাদের চিনে ফেলে। পরে তারা সুলতানাকে হত্যা করে।

তিনি আরও বলেন, গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রতিবেশীরা ঘরের মেঝেতে সুলতানার গলাকাটা রক্তাক্ত লাশ দেখতে পায়। এ ঘটনায় নিহতের ছেলে পরদিন ১৫ সেপ্টেম্বর বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। গত ১৭ সেপ্টেম্বর পিবিআই এ মামলাটি তদন্তভার গ্রহণ করে। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এ হত্যা মামলায় জড়িত দুজনকে সিরাজগঞ্জ ও ভূঞাপুর উপজেলা থেকে গ্রেপ্তার করে। হত্যায় ব্যবহৃত চুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত নয় বলেও তারা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

বিজয় থালাপতি এখন বিপাকে

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

সাংবাদিকদের ওপর হামলায় আরও এক আসামি গ্রেপ্তার 

সুর নরম আইসিসির

অরিজিতের বড় ঘোষণা, হতবাক সংগীতপ্রেমীরা

অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর হাতে

পল্টনে শিশু নির্যাতনের বিষয়ে আদালতকে যা বললেন পবিত্র কুমার

১০

নুরুদ্দিন অপুর ধানের শীষকে সমর্থন জানালেন ৩ শতাধিক আ.লীগের নেতাকর্মী

১১

সিজিএস আয়োজিত নীতি সংলাপ / বৈদেশিক নীতির বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যে পৌঁছানোর তাগিদ

১২

দুপক্ষের তুমুল সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৩

আর্জেন্টাইন ভক্তদের দুঃসংবাদ দিলেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার

১৪

বিশ্বকাপ ইস্যুতে এবার মুখ খুললেন সাকলায়েন মুশতাক

১৫

‎ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : সালাহউদ্দিন আহমদ

১৬

পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প, সরিয়ে নিচ্ছেন গ্রেগরি বোভিনোকে

১৭

অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা

১৮

এটা যেনতেন নির্বাচন নয়, দেশের ভাবমূর্তি ফিরিয়ে আনার নির্বাচন : ইসি সানাউল্লাহ

১৯

ঢাকা-৭ আসনকে আধুনিক হিসেবে গড়ে তোলা হবে : হামিদ

২০
X