কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. ইয়াসিন মিয়া (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৫ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের গাজিরটেক ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ইয়াসিন উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া নামা পাড়া এলাকার মৃত তোতা মিয়ার ছেলে। তিনি একটি কুরিয়ার সার্ভিসের পণ্য পরিবহনের কাজে নিয়োজিত ছিলেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার বিকেলে মোটরসাইকেল নিয়ে ইয়াসিন গাজিরটেক ব্রিজ অতিক্রম করছিল। এ সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে ভৈরবের দিকে আসা একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ইয়াসিন ছিটকে পরে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
ভৈরব হাইওয়ে থানা-পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে এবং কাভার্ডভ্যান জব্দ করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক সফর উদ্দিন বলেন, ভৈরব হাইওয়ে থানা-পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পলাতক রয়েছেন। এ দুর্ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন