রংপুরের মিঠাপুকুরে ওয়াজ মাহফিল শুনতে গিয়ে স্থানীয় দুই পক্ষের মারামারি থামাতে গিয়ে মারা যান সাবেক ইউপি সদস্য হাকিম মিয়া (৭০) নামের এক বৃদ্ধ। উপজেলার হযরতপুর ইউনিয়নে সোমবার রাতে এ ঘটনাটি ঘটে। ঘটনা স্থলেই মারা যান সাবেক এই ইউপি সদস্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভগবতিপুর এলাকার আল আমিনের ছেলে নাইম ইসলাম (১৪) ওয়াজ মাহফলি শুনতে যান রসুলপুর গ্রামে। র্পূব শত্রুতার জের ধরে একই এলাকার ভ্যানচালক রঞ্জু মিয়ার ছেলে তাকে মারতে আসে। এ সময় তাদের মারামারি থামাতে এগিয়ে যান হাকিম ময়িা। মারামারি থামাতে গিয়ে এলোপাথারি কিল-ঘুষি হাকিম মিয়ার বুকে লাগে। মারামারির শেষে একই এলাকার অদূরে চারকদম বাজারে আসলে ব্রেন স্ট্রোকে মারা যান তিনি।
এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়না তদন্তরে জন্য মর্গে পাঠানো হবে। নিহতের পরিবার থেকে মামলা করলে যথাযথ আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন