নূর হোসেন মামুন, চট্টগ্রাম
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

নাবিক পরিবারে ঈদের আমেজ

জাহাজের ফোর্থ ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ ও তার মা। ছবি : মোহাম্মাদ সুমন
জাহাজের ফোর্থ ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ ও তার মা। ছবি : মোহাম্মাদ সুমন

যেন না ফেরার দেশ থেকে নিজের মাতৃভূমিতে ফিরেছেন আলোচনায় থাকা সেই এমভি আবদুল্লাহর ২৩ নাবিক। দেশে ফেরার খবরে নাবিক পরিবারে বইছে ঈদের আমেজ। গত ঈদ তারা ভালোভাবে কাটাতে পারেননি। এদিনের মধ্য দিয়ে নাবিক পরিবারের সদস্যদের মধ্যে দুশ্চিন্তার অবসান হলো। হয়তো বা আজকের এই দিনে তারা স্বজনদের কাছে ফিরবেন তা কল্পনাতেও ছিল না। এই মাহিন্দ্রক্ষণ দিনের অপেক্ষায় ছিলেন সবাই। বিভিন্ন জেলা, উপজেলা থেকে আসা নাবিকদের স্বজনদের মধ্যে কেউ কেউ ফুল নিয়ে এসেছেন, কেউ কেক নিয়ে এসেছেন।

চিফ অফিসার আতিকুল্লাহ খানের মা কান্নায় ভেঙে পড়েন। তিনি কখনো কল্পনাও করেননি সুস্থ অবস্থায় তাদের ফিরে পাবেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে চট্টগ্রাম বন্দরে অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়েছে। জাহান মনি থেকে নেমে স্বজনরা পরিবারের সদস্যকে খুব কাছাকাছি পেয়ে একে অপরকে জড়িয়ে ধরছেন। অনেকে প্রায় দুই মাস পর পরিবারের সদস্যকে কাছে পেয়ে কাঁদছেন।

নাবিকরা বলেন, পূর্বের কোনো দিন আর তারা মনে করতে চান না। আজকের দিন খুব আনন্দের। এই দিনে তারা পূর্বের দিনগুলো মনে করতে চান না। কবির গ্রুপের (কেএসআরএম) মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, জিম্মি দশা থেকে মুক্ত নাবিকরা এখন আরও সাহসী। কারণ তারা ভয়কে জয় করে দেশে ফিরেছেন।

জাহাজটির নাবিক মো. নুরুদ্দীনের স্ত্রী জান্নাতুল ফেরদৌসের সঙ্গে এসেছে তাদের আড়াই বছর বয়সী একমাত্র সন্তান সাদ বিন নুর। নাবিক সালেহ আহমেদের স্ত্রী তানিয়া আক্তার বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর আমার স্বামী ফিরেছেন। এজন্য তাকে বরণ করতে এসেছি। আজকের দিনটি আমার খুব ভালো লাগছে। ২৩ নাবিকের একজন স্টুয়ার্ড পদে কর্মরত মো. নুরু উদ্দিন। তিনি চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন দক্ষিণ শাহ মীরপুর এলাকার বাসিন্দা। তার জন্য নিজ হাতে কেক তৈরি করে এনেছেন স্ত্রী জান্নাতুল ফেরদৌস। একটির ওজন তিন পাউন্ড, অপরটি দেড় পাউন্ড। তিন পাউন্ডের কেকটিতে জাহাজের লোগো ব্যবহার করা হয়েছে। লেখা হয়েছে, ‘ওয়েলকাম ব্যাক’।

জান্নাতুল ফেরদৌস বলেন, আজ কেমন লাগছে তা বলে প্রকাশ করতে পারব না! তার পছন্দের সব খাবার রান্না করা হচ্ছে। তিনি কেক পছন্দ করেন। আমি তার জন্য সাড়ে চার পাউন্ডের দুটি চকলেট কেক তৈরি করেছি।

নাবিক আইনুল হকের মা লুৎফে আরা বেগম বলেন, ছেলে অবশেষে ঘরে ফিরতে পারছেন, এর চেয়ে বড় সুখবর আর নেই। আমরা সবাই খুশি। এই খুশির মাত্রা বলে বোঝানো যাবে না।

জাহাজের ফোর্থ ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ বলেন, দেশে ফিরতে পারার আনন্দ যে কতটুকু তা ভাষায় প্রকাশ করা যাবে না। জলদস্যুদের হাতে ভারী অস্ত্রের মুখে জিম্মি থাকার সময় ভাবতেও পারিনি কখনো আর দেশে ফিরতে পারব। তাই আজকের মুহূর্তটাকে স্বপ্নের মতো মনে হচ্ছে। এমভি আবদুল্লাহর চিফ অফিসার আতিকুল্লাহ খান বলেন, ভালোবাসি বাংলাদেশ, আমার বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্ল্যাটে ঢুকে সাংবাদিককে পুলিশ কনস্টেবলের হাতুড়ি পেটা

জানা গেল আর্জেন্টিনার ফুটবলারকে লাথি মারা সেই ফুটবলারের পরিচয়

হামজাকে দলে পেতে মরিয়া বিশ্বের অন্যতম সেরা ক্লাব

খালেদা জিয়ার সুস্থতাই দেশবাসীর কামনা: টুকু

ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে ৪ বাংলাদেশি নাবিক উদ্ধার

নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান মারা গেছেন

মাহফিলে বয়ানরত অবস্থায় বক্তার মৃত্যু

বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে পতাকাসহ ঝাঁপ দেবেন ৫৪ প্যারাট্রুপার

আগামী জাতীয় নির্বাচন / বৃহত্তর সুন্নী জোটের সাথে একীভূত হচ্ছে প্রগতিশীল ইসলামী জোট

সড়ক দুর্ঘটনায় স্লিপার বাস, নিহত ১

১০

রেল ইঞ্জিন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণের জন্য বিদেশ যাচ্ছেন রেলের ১২ কর্মী

১১

ঢাকা–১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুহিউদ্দীন রাব্বানীর শোডাউন

১২

তাপমাত্রা কমবে না বাড়বে, জানাল আবহাওয়া অফিস

১৩

৩ লাল কার্ডের ম্যাচে বাংলাদেশকে হারাতে ব্যর্থ আর্জেন্টিনার ক্লাব

১৪

৮ পরিকল্পনা ঘোষণা তারেক রহমানের

১৫

দলীয় প্রার্থীদের বিষয়ে নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের বার্তা

১৬

আলোকিত সমাজ গড়তে শিক্ষকদের জন্য উন্নত কর্মপরিবেশ সৃষ্টি করতে চাই: মাসুদ সাঈদী

১৭

মওলানা ভাসানী সেতু সড়কে ‘লাল নিশান’

১৮

চবি শিক্ষার্থীকে উদ্ধার ও নিরাপত্তা জোরদারের দাবিতে মানববন্ধন

১৯

শেবাচিমের লাখ লাখ টাকার ইলেকট্রিক সামগ্রী পানির দরে বিক্রি

২০
X