ববি প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০৩:৪৭ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৪:০০ এএম
অনলাইন সংস্করণ

মিছিল নিয়ে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা

কোটা সংস্কারের দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা
কোটা সংস্কারের দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা

ঢাবিসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো কোটা বিরোধী আন্দোলনকারীদের বিক্ষোভে মধ্যরাতে উত্তপ্ত হয়ে উঠে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। রোববার (১৪ জুলাই) রাত ১১টার দিকে বিভিন্ন হলের শিক্ষার্থীরা মিছিল বের করেন। এ সময় তারা কোটা বিরোধী স্লোগান দেন।

প্রথমে বঙ্গবন্ধু হল ও শেরে বাংলা হলের আবাসিক শিক্ষার্থীরা স্লোগান শুরু করেন। এক পর্যায়ে তারা মিছিল নিয়ে হল থেকে বের হয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে চলে আসেন। সেখানে কিছুক্ষণ অবস্থান করে স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডে এসে মিছিলটি শেষ করেন।

এদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও শেখ হাসিনা হলের ছাত্রীরা হলের ভেতরে মিছিল বের করেন। মিছিলটি হলের ভেতরেই সীমাবদ্ধ রাখা হয়।

শেরে বাংলা হলের এক আবাসিক শিক্ষার্থী বলেন, আমরা দীর্ঘদিন আন্দোলন করে আসছি। আমাদের যৌক্তিক দাবি মেনে নিলে আমরা পড়ার টেবিলে ফিরে যাব।

এদিকে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে। কালবেলার প্রতিনিধিরা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা তাতীবাজার মোড় অবরোধ করেছেন। রোববার (১৪ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে মিছিল নিয়ে এসে তারা ওই সড়কে অবস্থান নেন।

এর আগে রাত পৌনে ১১টার দিকে ছাত্রীরা হল থেকে এবং আশেপাশে মেসে থাকা ছেরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হন।

রাত ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শামসুজ্জোহা চত্বরে একত্রিত হয়ে বিভিন্ন হল প্রদক্ষিণ করেন আন্দোলনকারীরা। পরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন তারা।

এ ছাড়া চবি, কুবি, বেরোবি, খুবিসহ আরও বেশ কয়েকটি ক্যাম্পাস মধ্যরাতে উত্তাল হয়ে উঠে।

এদিকে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি শেষে হলে ফিরেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। রোববার (১৪ জুলাই) রাত ২টার দিকে তারা হলে ফিরে যান। কিন্তু শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ছাত্রলীগের নেতাকর্মী ও বীর মুক্তিযোদ্ধার সন্তানরা। সেখানে উত্তেজনা বিরাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টার বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাল জামায়াত

প্রধান উপদেষ্টার ভাষণে সালাহউদ্দিন আহমদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া

নতুন রূপে প্রিয়াঙ্কা

বানর কি বনি ইসরায়েলের বানরে রূপান্তরিত হওয়া মানুষের বংশধর?

যে ৫ অভিযোগে শেখ হাসিনার বিচারের রায়

আ.লীগের লকডাউনে অস্ত্র হাতে শিশুদের অবস্থান

শেখ হাসিনার ফাঁসির দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

‘উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন’

গণভোটের ৪ প্রশ্নে যা আছে

পাকিস্তান ম্যাচে মাথা ফেটে হাসপাতালে বাংলাদেশের খেলোয়াড়

১০

গণহত্যাকারী-খুনিদের আর এ দেশে ফিরে আসা সম্ভব নয় : গোলাম পরওয়ার 

১১

সন্ধ্যায় বিএনপির জরুরি বৈঠক

১২

ঢাকা-আরিচা মহাসড়কে যুবদলের শোডাউন 

১৩

৩০১ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা, রেকর্ডে ভাসছে বাংলাদেশ

১৪

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

১৫

প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া নিয়ে যা জানাল এনসিপি

১৬

রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা

১৭

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক

১৮

‘উপদেষ্টা পরিষদে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুমোদন, শিগগিরই প্রজ্ঞাপন’

১৯

টানা ৩০ দিন ডালিম খেলে শরীরে অবিশ্বাস্য যে ১০ পরিবর্তন আসে

২০
X