

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন এসএম জাহাঙ্গীর হোসেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেন তিনি ।
এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আক্তার হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আলহাজ মো. জামির হোসেন, সদস্য মো. আলী আকবর, আব্দুল সালাম সরকার, মো. রফিকুর ইসলাম খান, বৃহত্তর উত্তরা থানার সাবেক সাধারণ সম্পাদক ও দক্ষিণখান থানার সাবেক সভাপতি মো. শাহাবুদ্দিন সাগর, খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক লায়ন হাজি এসএম ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক লায়ন মো. সোহরাব খান স্বপন, মো. মোবারক হোসেন দেওয়ান।
আরও উপস্থিত ছিলেন- দক্ষিণখান থানার আহ্বায়ক মো. হেলাল তালুকদার, পূর্ব থানার আহ্বায়ক মো. শাহ আলম, উত্তরা পশ্চিম থানা বিএনপি আহ্বায়ক মো. মেজবাহ উদ্দিন খোকন, যুগ্ম আহ্বায়ক মো. আলাউদ্দিন আহম্মেদ, ভাটারা থানা বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ ভূঁইয়া, বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক মো. মনির হোসেন ভূঁইয়া, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আলমাছ আলী, উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মুকুল সরকারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
মন্তব্য করুন