রাবি প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

রাবি অধ্যাপকের অপসারণের দাবিতে বিভাগে শিক্ষার্থীদের তালা

বিভাগে তালা লাগিয়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। ছবি : কালবেলা
বিভাগে তালা লাগিয়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনকে অপসারণের দাবিতে বিভাগে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার (২ অক্টোবর) সকাল ১০টায় বিভাগে তালা ঝুলিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন তারা। সেখানে বেলা সাড়ে ১১টার দিকে উপাচার্যের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বোরকাকে পতিতাবৃত্তির সঙ্গে তুলনা ও খোলামেলা পোশাকের দোহাই দিয়ে অশোভন মন্তব্য করতেন। বিভাগের উন্নয়ন তহবিলের অর্থ আত্মসাৎ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে ফেসবুকে পোস্ট এবং এর বিরুদ্ধে কাজ করার জন্য শিক্ষার্থীদের নগদ অর্থের প্রলোভন দেখিয়েছেন তিনি। এ ছাড়া তার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, ফল বিপর্যয় ও পাঠদানে ফাঁকি দেওয়া ও সেশনজট সৃষ্টির অভিযোগ করেন শিক্ষার্থীরা।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী নওশিন ইসলাম বলেন, বিভাগের সেশনজট ও অর্থ কেলেঙ্কারির জন্য অধ্যাপক মামুন স্যার দায়ী। বিভিন্ন সময় তিনি নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে হেনস্তা করতেন। বোরকা পরাকে তিনি পতিতাবৃত্তির সঙ্গেও তুলনা করেছেন। এমন একজন শিক্ষককে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের কোনো শিক্ষার্থীই চায় না। আমরা তার অপসারণ চেয়ে উপাচার্য বরাবর একটা আবেদনপত্র দিয়েছি। তাকে আমাদের বিভাগ থেকে অপসারণ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

পোশাক নিয়ে কটূক্তির অভিযোগ এনে নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, আমাদের প্রথম বর্ষের ক্লাসেই তিনি একদিন আমাকে বলেন, তুমি তো কালো বোরকা পরেছ, এটায় তো আলো-বাতাস ঢুকবে না। তোমার সন্তান তো প্রতিবন্ধী হবে। তিনি ক্লাসের সবার সামনে একথা বলেন। যার ফলে বেশকিছুদিন আমি মানসিকভাবে অস্বস্তিতে ছিলাম।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি মো. শরিফুল ইসলাম বলেন, ৩০ সেপ্টেম্বর বিভাগের শিক্ষার্থীরা আমাকে একটি লিখিত অভিযোগ দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে সেদিন আমরা একটা জরুরি একাডেমিক কমিটির সভা ডাকি। পরে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করি যে বিভাগের স্বার্থে, শৃঙ্খলা রক্ষার্থে যেটা করলে শিক্ষার্থীদের মঙ্গল হয় সেটা যেন করা হয়। এখনো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকে তাকিয়ে আছি। আমরা এর একটা সুষ্ঠু সমাধান চাই।

এ বিষয়ে জানতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনকে মুঠোফোনে একাধিকবার কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের অপসারণ চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগ করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা। একদিনের মধ্যে তাকে অপসারণ না করা হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ পুলিশ সদস্য আটক 

ইবি ছাত্রের রহস্যজন্যক মৃত্যুর তদন্তের দাবিতে ছাত্রশিবিরের টর্চ মিছিল

বাঙলা কলেজ শিক্ষার্থী শহীদ সাগরের মৃত্যুবার্ষিকী আজ

কেশবপুরে ৩১ দফার প্রচারণায় বিএনপির কেন্দ্রীয় নেতা অমলেন্দু দাস অপু

মাদ্রাসা টিকে আছে বলেই আমাদের ওপর বিভিন্ন ঝড় ঝাপটা আসে : ধর্ম উপদেষ্টা 

ইউনিভার্সিটি ইনোভেশন হাব স্বপ্ন গড়ার সূতিকাগার

রাজবাড়ী জেলা ছাত্র কল্যাণ পরিষদ বাঙলা কলেজ শাখার কমিটি গঠন

গণঅভ্যুত্থান মেহনতি মানুষের কষ্ট লাঘব করেনি : সাইফুল হক 

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদকের ফেসবুক পোস্ট

মাদকাসক্ত যুবককে পিটিয়ে হত্যা করল মা ও ভাই

১০

এবার পুলিশের সামনেই চাপাতি দেখিয়ে ছিনতাইয়ের ভিডিও ভাইরাল 

১১

বৃষ্টির দেখা নেই, আমন চাষে বিপাকে কৃষক

১২

প্রাথমিকে বৃত্তি পরীক্ষায় কারা সুযোগ পাবে, বাছাই হবে যেভাবে

১৩

হাসপাতালের লিফটের নিচে পড়ে ছিল রোগীর অর্ধগলিত লাশ

১৪

পরিবারের সবাই ইয়াবা বিক্রেতা, অতঃপর…

১৫

নির্বাচন পেছাতে ‘সংস্কার-বিচারের’ নামে এখনো ষড়যন্ত্র চলছে : আমিনুল হক

১৬

ডাকাতের রশির ফাঁদে যুবকের মৃত্যু, আহত ২

১৭

সরকার উসকানি দিয়ে এনসিপিকে গোপালগঞ্জ পাঠিয়েছে : ড. রেদোয়ান

১৮

জুলাই আন্দোলনে শহীদ তিন পরিবারে কান্না থামেনি আজও

১৯

মুজিববাদের কবর দিতে গোপালগঞ্জ যাওয়ার দরকার নেই : এ্যানি

২০
X