বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২
ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ০১:১৮ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজির সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে আটকে রাখেন স্বেচ্ছাসেবক দল নেতা

শাহবাগ থানার ২১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহ আলম। ছবি : কালবেলা
শাহবাগ থানার ২১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহ আলম। ছবি : কালবেলা

রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের একটি দোকানে চাঁদা চাওয়া হয়েছে এমন সিসি ক্যামেরার ফুটেজ পেয়ে সংবাদ সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করতে ঘটনাস্থলে গিয়ে ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হেনস্তার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য ও দ্য ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ই এম সৌরভ। এ ঘটনায় নেতৃত্ব দেন ২১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহ আলম।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে শাহবাগের আজিজ সুপার মার্কেটের চতুর্থ তলায় শাহবাগ থানার আওয়ামী লীগ নেতা সাদ্দাম হোসেনের ‘রোগী নিবাস’-এর কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় সৌরভকে দীর্ঘ সময় আটকে রাখা, মারধরের চেষ্টা ও ‘ভুয়া’ সাংবাদিক বলে পুলিশে দেওয়ার হুমকি দেন তারা।

ঘটনায় অন্য অভিযুক্ত নেতাকর্মীরা হলেন- যুবদল থেকে বহিষ্কৃত নেতা শহিদুল ইসলাম খোকন, শাহবাগ থানা ছাত্রদলের কর্মী শিমুল এবং স্বাধীন রেস্টুরেন্ট মালিক মো. নজরুল। এ সময় ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দলের ২০-৩০ জন উপস্থিত ছিলেন।

ঘটনাসূত্রে জানা যায়, শাহবাগের আজিজ কো-অপারেটিভ মেডিসিন মার্কেটের উত্তর পাশে ‘বিসমিল্লাহ স্টোরে’ চাঁদা না দেওয়া হলে দোকান বন্ধ করে দেওয়া হবে এমন তথ্য ও ভিডিও পেয়ে ঘটনাস্থলে যান সৌরভ। এ সময় অভিযুক্তরা তাকে ‘ভুয়া সাংবাদিক’ আখ্যা দিয়ে হেনস্তা করে ও আটকে রাখে। একপর্যায়ে তারা তাকে মারতে আসে এবং পুলিশে দেওয়ার হুমকি দেয়। এ সময় তিনি ঢাকা পোস্টের ঢাবি প্রতিবেদক খালিদ হাসানকে জানালে ঢাবি সাংবাদিক সমিতির সদস্যরা সেখানে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করেন। এ সময় অভিযুক্তরা দুঃখ প্রকাশ করে ক্ষমা চান।

এ প্রসঙ্গে ভুক্তভোগী সাংবাদিক ই এম সৌরভ বলেন, শাহবাগের আজিজ মার্কেটের ‘বিসমিল্লাহ স্টোরে’ চাঁদাবাজির একটি ভিডিও ফুটেজ পেয়ে আমি সেখানে গিয়ে স্বাধীন রেস্টুরেন্টের মালিক নজরুলের সঙ্গে কথা বলি। একসময় সে শাহবাগের ২১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ আলমকে কল দেন। তিনি এসে আমাকে কল রেকর্ডিং করতে নিষেধ করেন এবং আমার পরিচয় জানতে চান। পরে তারা আমাকে আজিজ মার্কেটের রোগী নিবাসের মালিক আওয়ামী লীগ নেতা সাদ্দামের কার্যালয়ে নিয়ে যান।

তিনি বলেন, এরপর শাহ আলম সেখানে থাকা অন্য ব্যক্তিদের বলতে থাকেন আমি নাকি ঘটনার সমঝোতার জন্য তার কাছ থেকে ১ লাখ টাকা চাঁদা দাবি করেছি। তিনি এ সময় আমাকে ভুয়া সাংবাদিক বলতে থাকেন এবং আমার ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। তার সঙ্গে থাকা ৪ জন ভিডিও করছিল যে আমি ভুয়া সাংবাদিক তাই তারা আমাকে ধরেছে। এ সময় তাদের মধ্য থেকে আমাকে একজন তেড়ে মারতে আসে।

সৌরভ বলেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ আলম বলছিল যে আমাকে পুলিশে দেবে। সেখানে আমাকে আধা ঘণ্টারও বেশি সময় আটকে রাখা হয়। এরপর সাংবাদিক সমিতির ভাইয়েরা গেলে বাগ্‌বিতণ্ডার পর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আমার কাছে মাফ চাওয়া হয়। স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ আলমও আমার কাছে মাফ চায়।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বলেন, ঘটনা জানতে পেরে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই এবং তারা আমাদের কাছে স্বীকার করেন যে তারা চাঁদাবাজের সঙ্গে সংশ্লিষ্ট। তারা আমাদের কাছে ক্ষমাপ্রার্থনাও করেন।

তিনি বলেন, আসলে এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। দেশের নতুন রাজনৈতিক পরিবর্তিত অবস্থাতেও এমন ধরনের ঘটনা আমাদের হতাশ করে। সকল রাজনৈতিক দলগুলোকেই এগুলো মাথায় রেখে চলা উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়পুকুরিয়ায় কয়লা স্তূপে ধস

চবিতে ভুয়া শিক্ষার্থী আটক

ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন সভাপতি হাবিব উল্লাহ ডন

জনগণের ভোটের আঘাতে সব ষড়যন্ত্র ধসে পড়বে : গয়েশ্বর

স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের নির্ভরতায় সশস্ত্র বাহিনী

সিরামিক এক্সপো ২০২৫ প্রারম্ভে - ডিবিএল সিরামিকস সৌজন্যে প্রীতি ফুটবল ম্যাচ

জেলে বসেই অনার্সে ফার্স্ট, ১২ বছর পর মাস্টার্সেও প্রথম স্থান—কে এই শিবির নেতা?

ভাতিজার লাথিতে প্রাণ গেল চাচার

বহিষ্কৃত ৭৪ নেতাকে ‍নিয়ে বিএনপির সিদ্ধান্ত

কর্মবিরতির ঘোষণা শিক্ষকদের / প্রাথমিকের বার্ষিক পরীক্ষা ঘিরে অনিশ্চয়তা

১০

মা ও দুই শিশুর মরদেহ পৃথক স্থানে দাফন, মামলা হয়নি এখনো

১১

গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে : সেলিমা রহমান

১২

বিশ্বকাপ ড্র ফরম্যাটে বড় পরিবর্তন আনল ফিফা

১৩

গোলাম রাব্বানীর ছাত্রত্ব ও এক পদ বাতিল করল ঢাবি

১৪

সাভারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১৫

দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না সার

১৬

দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে অটোর ধাক্কা, স্কুলশিক্ষক নিহত

১৭

প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা 

১৮

ইসলামেই আসবে সত্যিকারের মুক্তি : চরমোনাই পীর

১৯

হাসিনার লকারে শুধু পাটের ব্যাগ, যৌথ লকারে সোনার নৌকা-গয়না

২০
X