রাবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগকে নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ

আ.লীগকে নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ। ছবি : কালবেলা
আ.লীগকে নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ। ছবি : কালবেলা

গণভোটের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এর আগে বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা চত্বর থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে একটি সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ রাজনীতি না করে, রাজনীতির নামে গণহত্যা করেছে। তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। আ.লীগ শুধু যে গণহত্যা চালিয়েছে তা নয়, তারা এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে প্রতিবেশী রাষ্ট্রের কাছে বর্গা দিয়েছিল। আমরা আমাদের ভাগ্যকে আর কারো হাতে তুলে নিজেদের বর্গা দিতে চাই না। অনতিবিলম্বে আ. লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে অথবা গণভোটের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে।

সমাবেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, ইতিহাস আমাদের একটা সুযোগ দিয়েছে। আ.লীগ ক্ষমতায় থেকে দিল্লির স্বার্থ বাস্তবায়ন করে গেছে। যখনই কেউ প্রতিবাদ করতে গিয়েছে, তাকে আয়নাঘরে রাখা হয়েছে অথবা গুম করা হয়েছে। আমার ভাইদের তুলে নিয়ে জঙ্গি তকমা দিয়েছে। এরপরে জুলাইয়ে অধিকার নিয়ে কথা বলতে গেলে দেশব্যাপী গণহত্যা চালিয়েছে। আওয়ামী লীগ শুধু গণহত্যা করেনি, এমন কোনো অপরাধ নেই যা তারা উৎসাহ নিয়ে করেনি। এই আওয়ামীলীগকে নিষিদ্ধ না করা হলে আমাদের শহীদদের সাথে বেইমানি করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক ফাহিম রেজা বলেন, আওয়ামী লীগ কোনো রাজনীতি করে নাই, রাজনীতির নামে রাজনীতিকে নস্যাৎ করার চেষ্টা করেছে। একাত্তরে শেখ মুজিব মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে ক্ষমতায় বসে গণতন্ত্রের নামে বাকশাল গঠন করে গণতন্ত্রকে ধুলিস্যাৎ করেছে। এরপরে ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে নির্বাচন ব্যবস্থা নষ্ট করে দিয়েছে। একটা রাজনৈতিক দল হিসেবে যে আচরণ থাকা উচিত, তাদের মধ্যে ১৫ বছরেও তা দেখতে পায়নি। এত বড় বড় সুযোগ পেয়েও যে আওয়ামী লীগ রাজনীতির নামে গণহত্যা করেছে, সেই আওয়ামী লীগের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই।

গণভোটের মাধ্যমে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি জানিয়ে তিনি আরও বলেন, পৃথিবীতে যেই রাজনৈতিক দল একবার কোনো দেশে গণহত্যা চালিয়েছে সেই রাজনৈতিক দল সেদেশে আর রাজনীতি করতে পারেনি। আওয়ামী লীগ শুধু গণহত্যা চালিয়েছে তা নয়, তারা এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে প্রতিবেশী রাষ্ট্রের কাছে বর্গা দিয়েছিল। আমরা আমাদের ভাগ্যকে কারো হাতে তুলে দিয়ে আবার বর্গা দেওয়ার সুযোগ দিতে চায় না। আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে অথবা গণভোটের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে।

সমাবেশে সঞ্চালনা করেন গণঅভ্যুত্থান মঞ্চের সংগঠক ইমরান হাসান। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব, সালাউদ্দিন আম্মার প্রমুখ। কর্মসূচিতে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসইসির ২২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত  

আদানি গ্রুপের কর ফাঁকির অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুদক 

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বিজেআইএমের সিম্পোজিয়াম

যৌন নিপীড়নের অভিযোগে কুবির দুই শিক্ষককে পদাবনতি

হিন্দু-মুসলিম আমরা এক বৃন্তে দুটি ফুল : মির্জা ফখরুল

বিবাহিতদের এএসপি পদে নিয়োগ না করার প্রস্তাব

এনবিআর চেয়ারম্যানের কক্ষ ঘেরাও কাস্টমস-ট্যাক্সের কয়েকশ কর্মকর্তার

উত্তরায় অপহরণের ঘটনায় প্রাইভেটকারসহ গ্রেপ্তার ২

ছেলেকে হত্যা করে থানায় বাবার আত্মসমর্পণ

পাকিস্তানের পারমাণু অস্ত্র কোথায় মজুত আছে?

১০

অভিনেতা সিদ্দিকের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

১১

টেস্টে ফেল করেও পরীক্ষার টেবিলে বসবে সেই ৫০ শিক্ষার্থী!

১২

১৭ বছর পর বাংলাদেশের ম্যাচ দিয়ে ফয়সালাবাদে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

১৩

কুমিল্লায় দুই মামলায় আসামিপক্ষে আইনজীবীদের না দাঁড়ানোর নির্দেশ

১৪

বিদ্যুৎ সংকটের অবসান, পুরোদমে চলছে ডিইপিজেডে উৎপাদন

১৫

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ

১৬

বন‍্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা 

১৭

২০২৪ সালের বন্যা স্বাভাবিক ছিল না : প্রধান উপদেষ্টা 

১৮

তদন্ত সংস্থার সমন্বয়ক হলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আনসার উদ্দিন 

১৯

হলুদ ছেড়ে লাল জার্সির খবরে প্রশ্নের মুখে ব্রাজিল!

২০
X