কবি নজরুল সরকারি কলেজ প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৬:২৪ এএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৯ এএম
অনলাইন সংস্করণ

বড়দিনের সাজে সেজেছে পুরান ঢাকার চার্চগুলো

বড়দিন উদযাপনে প্রস্তুত পুরান ঢাকার একটি চার্চ। ছবি : কালবেলা
বড়দিন উদযাপনে প্রস্তুত পুরান ঢাকার একটি চার্চ। ছবি : কালবেলা

আজ সোমবার পুরান ঢাকার গির্জাগুলোতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে যাচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা উৎকন্ঠা-উদ্বেগের মধ্যদিয়ে পুরান ঢাকার চার্চগুলো উদযাপন করতে যাচ্ছে বড়দিন।

বড়দিন উপলক্ষে পুরান ঢাকার চারটি গির্জা লক্ষ্মীবাজারের হলিক্রস গির্জা, ঢাকা ব্যাপ্টিষ্ট চার্চ, আরমানিটোলার আর্মেনিয়ান গির্জা, ক্রুশের গির্জা ও শাঁখারি বাজারের সেন্ট থমাস চার্চকে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সরেজমিনে দেখা যায়, গির্জায় বড়দিন উপলক্ষে প্রদর্শন করা হচ্ছে সদ্যজাত যিশু, গোশালা, যিশুর মা মেরি ও পূর্ণবয়স্ক যিশুর মূর্তি ও নানা রঙের আলোকসজ্জা করা হয়েছে।

সেন্ট থমাস্ চার্চের দায়িত্বে থাকা পিটার মন্ডল বলেন, একে অপরের পাশে দাঁড়িয়ে সহযোগিতা ভ্রাতৃত্বের বন্ধনে সবাইকে একত্রিত করার মাধ্যমে গরিব দুঃখী সবার পাশে দাঁড়াতে হবে। এমন মূল বিষয়কে সামনে রেখে আমরা দিনটি উদযাপন করতে যাচ্ছি। বড়দিনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে। তবে জিনিসপত্রের ঊর্ধ্বমূল্যের ফলে এবার আমাদের সবার উৎসবটি পালন করতে বেশ হিমশিম খেতে হচ্ছে।

কবি নজরুল সরকারি কলেজ পড়ুয়া শিক্ষার্থী খ্রিষ্টান ধর্মাবলম্বী শাওন বিশ্বাস রিপন বলেন, বছরের একটি উৎসবই আমরা এত জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করি।

সারা বিশ্বে ২৩১ কোটি মানুষ খ্রিস্ট ধর্মের অনুসারী। বাংলাদেশেও ৫ লাখেরওধিক খ্রিস্টান বাস করেন। এদেশে তাদের রয়েছে কয়েকশ বছরের ইতিহাস। ফলে সারা দেশের বিভিন্ন জায়গায় প্রতিবছর পালিত হয় বড়দিন।

ঢাকা ব্যাপ্টিষ্ট চার্চের সহকারী পরিচালক রীনা রায় বলেন, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কঠোর আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে আমাদের চার্চগুলো। আমরা প্রশাসনের সর্বাত্বক সহযোগিতায় সন্তুষ্ট।

সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে প্রার্থনার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।

খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে প্রতিবছর ২৫ ডিসেম্বর সারা বিশ্বে পালিত হয় খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এ দিনটিই যিশুর প্রকৃত জন্মদিন কিনা তা জানা যায় না গেলেও আদিযুগীয় খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে, এ তারিখের ঠিক নয় মাস পূর্বে মেরির গর্ভে প্রবেশ করেন যিশু। সম্ভবত, এই হিসাব অনুসারেই ২৫ ডিসেম্বর তারিখটিকে যিশুর জন্ম তারিখ ধরা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কতটুকু

প্রশাসনের গাফিলতিতে মধ্যরাতে মেয়েদের হল বন্ধ থাকে : জিএস পদপ্রার্থী জেরিন 

চুরির ভোটে জিতেই কি মোদি প্রধানমন্ত্রী? জোরালো হচ্ছে অভিযোগ

আর্জেন্টিনা খেলবে র‌্যাঙ্কিংয়ের ১৫৭তম দলের বিপক্ষে, জেনে নিন সময়সূচি

দুই বাচ্চার মা বলায় দেবের ওপর চটলেন শুভশ্রী

আশুলিয়ায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

সংবিধানের বই উঁচু করে অধ্যাপক কার্জন বললেন, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে

সাবমেরিন ক্যাবলে ত্রুটি, ৪ দিন ধরে অন্ধকারে ১৭ ইউনিয়ন

চাঁদাবাজির অভিযোগে ৬ জনের নামে মামলা বিএনপি নেতার

বিচার, সংস্কার, জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ চাই : রাশেদ প্রধান 

১০

৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস 

১১

শ্যামনগর যুবদলের নতুন আহ্বায়ক শেখ নাজমুল হক

১২

বাবাকে হত্যার তিন দিন আগেই কবর খোঁড়েন ছেলে

১৩

নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে : মির্জা ফখরুল

১৪

লোকালয়ে ঘুরছে বাঘ, বিজিবির সতর্কবার্তা

১৫

যে তিন নায়িকা নিয়ে কাজ করতে চান যিশু

১৬

নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনে দায়িত্ব পালন করতে হবে : সিইসি 

১৭

‘আদালতের প্রতি আস্থা নেই’ বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী

১৮

সপ্তাহের সেরা সরকারি চাকরির বিজ্ঞপ্তি, পদ ৪ শতাধিক

১৯

শুল্কারোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাজার, ভয়াবহ চাপে ভারত

২০
X