চবি প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৪, ১১:২৭ পিএম
আপডেট : ০৫ মে ২০২৪, ০৩:৩৭ এএম
অনলাইন সংস্করণ

চবির হলে ছাত্রীর বিরুদ্ধে মাদকসেবনের অভিযোগ

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। ছবি : সংগৃহীত
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আবারও আবাসিক হলে মাদক সেবনের অভিযোগ উঠেছে। বাইরে থেকে নেশা করে এসে রুমে মাতলামি ও বারণ করায় রুমমেটকে তেড়ে আসারও অভিযোগ উঠেছে।

অভিযুক্ত জান্নাতুল ফেরদৌস ঐশী বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ৫১২ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী ও চারুকলা ইনস্টিটিউটের ২০২১-২২ সেশনের ছাত্রী।

শনিবার (৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল প্রভোস্ট অধ্যাপক ড. উদিতি দাশ বরাবর এমনই এক অভিযোগ করা হয়।

অভিযোগকারী জানান, ঐশী নিয়মিত হলে মদ খেয়ে এসে মাতলামি করত। বিড়ি সিগারেট খেয়ে রুমের পড়ালেখার পরিবেশ নষ্ট করত। এগুলো নিয়ে তাকে বাধা দিলে আমাদের বাবা-মা তুলে অকথ্য ভাষায় গালাগাল করত। বলত, আমি যতক্ষণ রুমে সিগারেট খাই না, এটা তোদের জন্য কম্প্রমাইজ করি।

নাম প্রকাশে অনিচ্ছুক চারুকলা ইনস্টিটিউটের এক শিক্ষার্থী বলেন, ঐশী ক্লাস নাইন থেকেই মদ-গাঁজা-সিগারেটের সঙ্গে আসক্ত। ওকে অনেকবার এগুলো ছাড়ার জন্য বলেছি। কিন্তু কে শুনে কার কথা। সে চারুকলাতেও খোলামেলাভাবে এসব মাদক নেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, ঐশীকে নিয়ে এর আগেও ঝামেলা হয়েছিল। সে মাদকাসক্ত, বাথরুমে গিয়ে সিগারেট খায়, সবার সঙ্গে বাজে আচরণ করে। তাকে নিয়ে আমরা এক প্রকার অতিষ্ঠ।

তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত জান্নাতুল ফেরদৌস ঐশী কালবেলাকে বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমি এসব মাদকদ্রব্য সেবন করিনা।

এ বিষয়ে হলের প্রভোস্ট ড. উদিতি দাশ বলেন, আজকে একটা মেয়ে আমাকে টেলিফোন করে জানিয়েছে যে, ৫১২ নম্বর রুমে নাকি ঐশী নামের একটা মেয়ে মাদক সেবন করে। এই মেয়ের বিরুদ্ধে আগেও এমন অভিযোগ এসেছে। তাকে আমরা তখন ডেকেছিলাম। সে ক্ষমা চেয়ে বলেছে, আর করবে না। তাই, সেবার ক্ষমা করে দিয়েছিলাম। কিন্তু তার নামে আবারও মাদকাসক্তির অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আমরা তদন্ত করছি। তার রুম পর্যবেক্ষণ করে তেমন কোনো প্রমাণ পাইনি।

তিনি আরও বলেন, আমার হলে মাদক সেবন একদম নিষিদ্ধ। এ ব্যাপারে আমরা জিরো টলারেন্সে আছি। যদি প্রমাণ হয় যে হলে কেউ বিড়ি সিগারেটও খায় তাহলে তাকে হল থেকে বহিষ্কার করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম বলেন, ওই ছাত্রীর (ঐশী) ব্যাপারে এ রকম একটা ঘটনার কথা শুনেছি। এ নিয়ে ওই হল প্রভোস্টের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি ওই হলের দায়িত্বশীলরা পর্যবেক্ষণ করছেন।

উল্লেখ্য, এর আগে গত ২৯ জানুয়ারি চারুকলা ইনস্টিটিউটের এক ছাত্রের (স্বাগত দাশ) সঙ্গে ছেলেদের মেসে এই ছাত্রীর (ঐশী) রাতে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই উপ-গ্রুপ চুজ ফ্রেন্ডস ইউথ কেয়ার 'সিএফসি' ও ভার্সিটি এক্সপ্রেস 'ভিএক্স' এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভবন কখনোই প্রধানমন্ত্রীর বাসভবন ছিল না : উপ প্রেস সচিব

ফ্রিডম ফ্লোটিলায় ইসরায়েলি বাধা / ইউরোপের বিভিন্ন দেশে সহিংস বিক্ষোভ

বিশ্বকাপে রেকর্ডের বৃষ্টি তুলে প্রোটিয়াদের উড়িয়ে দিল ইংল্যান্ড

১০০ আসন ছেড়ে দিতে পারে জামায়াত : গোলাম পরওয়ার

জুলাই সনদের আইনিভিত্তি দেওয়া না হলে সাংবিধানিক সংকট তৈরি হবে : ড. আযাদ

দেশের অগ্রগতির জন্য নারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ : খোকন

মুলাদীর সাবেক পৌর মেয়র রুবেল কারাগারে

গাজা অভিমুখে যাচ্ছে আরও ১১ জাহাজ

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ 

বিএনপির বিরুদ্ধে গুজব ছড়িয়ে লাভ হবে না : মাহবুবুর রহমান

১০

ইসলামকে ক্ষমতায় নিতে নারী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে : চরমোনাই পীর

১১

নির্বাচন নিয়ে ধর্ম ব্যবসায়ী একটি দল বিভ্রান্তি ছড়াচ্ছে : মির্জা আব্বাস 

১২

শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

১৩

তারুণ্যের শক্তিই দেশে পরিবর্তনের প্রধান চালিকাশক্তি : জুয়েল

১৪

জাতিসংঘ সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতা প্রত্যাহারে কৃতজ্ঞতা ফিলিস্তিনের

১৫

জুমার নামাজে যাওয়ার পথে প্রাণ গেল ইমামের

১৬

জনগণের প্রত্যাশা পূরণ করলে ভোট চাইতে হয় না : হাসনাত

১৭

জিয়াউর রহমান অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন : চসিক মেয়র

১৮

কর্মসংস্থান তৈরিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ

১৯

জুলাই সনদ বাস্তবায়নে আইনগত বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

২০
X