কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৯:১২ এএম
আপডেট : ০৩ জুন ২০২৫, ০৯:১৪ এএম
অনলাইন সংস্করণ

কিডনিতে পাথর থাকার ৫ লক্ষণ, যা বলছে চিকিৎসকরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমাদের দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কিডনি। কিডনির রোগ হলে তা ধরা পড়ে অনেক দেরিতে। বেশিরভাগ সময়ই কিডনি সমস্যার উপসর্গগুলো এতটাই মৃদু হয় যে, অসুখ বাড়াবাড়ি না হলে বুঝে ওঠা যায় না।

কিডনিতে পাথর একটি সাধারণ সমস্যা। যেখানে খনিজ এবং লবণ কঠিন জমাট বেঁধে পাথর বা স্টোরে রূপ নেয়। পাথর ছোট হলে অনেক সময় স্বাভাবিকভাবেই বের হয়ে যায়। তবে বড় বা জটিল হলে শরীরে নানা জটিলতা সৃষ্টি হয়। এক্ষেত্রে দ্রুত চিকিৎসা না নিলে মূত্রনালির সংক্রমণ ও কিডনি ক্ষতির ঝুঁকি বেড়ে যায়।

চিকিৎসকদের মতে, কিডনিতে পাথর হওয়ার সাধারণ কিছু লক্ষণ রয়েছে। এসব লক্ষণ অবহেলা করা উচিত না। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে ওঠে আসে এসব তথ্য।

কিডনিতে পাথরের যেসব সাধারণ লক্ষণ উপেক্ষা করা যাবে না-

১. তীব্র বা ধারালো ব্যথা

কিডনিতে পাথরের অন্যতম একটি লক্ষণ হলো তীব্র ব্যথা হওয়া। সাধারণত পিঠের নিচে বা শরীরের একপাশে শুরু হয়ে তা তলপেট বা কুঁচকিতে ছড়িয়ে পড়ে। এই ব্যথা ঢেউয়ের মতো আসে-যায়। বিশ্রামে কমে না এ ব্যথা। ডা. শ্যাম বর্মার মতে, এটা পেশির ব্যথা নয়—ইউরেটারে পাথর নড়াচড়ার ফলে সৃষ্ট খিঁচুনি।

২. প্রস্রাবে জ্বালাপোড়া বা রক্ত

পাথর মূত্রনালিতে নামতে শুরু করলে প্রস্রাবে জ্বালাপোড়া বা ব্যথা হতে পারে। এদিকে প্রস্রাবের সঙ্গে দেখা যেতে পারে—লাল, গোলাপি বা বাদামি রঙের রক্ত। এ লক্ষণ অনেক সময় খালি চোখে না দেখা গেলেও পরীক্ষায় ধরা পড়ে। পাথরের ঘর্ষণে মূত্রনালিতে ক্ষত থেকেই এই রক্ত আসে।

৩. প্রস্রাবের রঙ পরিবর্তন

কিডনি পাথরের কারণে প্রস্রাব ঘোলা বা দুর্গন্ধযুক্ত হতে পারে। পাথর মূত্রপ্রবাহে বাধা সৃষ্টি করে, ফলে সংক্রমণ হয়। সংক্রমণই প্রস্রাবের ঘোলাভাব ও গন্ধের অন্যতম কারণ। এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ, অবহেলা করা ঠিক নয়।

৪. ঘন ঘন প্রস্রাবের অনুভূতি

কিডনিতে পাথর হওয়া আরেকটি লক্ষণ হলো বারবার প্রস্রাবের বেগ আসা। অথবা অল্প অল্প করে প্রসাব হওয়া। দেখতে ইউরিনারি ইনফেকশনের মতো লাগলেও, সংক্রমণ না থাকলে কারণ হতে পারে পাথরই।

৫. বমি বমি ভাব

প্রতিবেদনে ডা. আশ্বথী হরিদাস জানান, কিডনি স্টোনের তীব্র ব্যথায় শরীর স্ট্রেস রেসপন্স দেখায়। এতে বমি বা বমি বমি ভাব হতে পারে। কিডনি ও হজমতন্ত্রের স্নায়ু সংযুক্ত থাকায় পাথরের চাপ হজমের ওপর প্রভাব ফেলে।

চিকিৎসা ও প্রতিরোধ

কিডনির পাথরের লক্ষণ পাথরের অবস্থান ও আকারের ওপর নির্ভর করে। ছোট পাথর অনেক সময় চুপিচুপি বেরিয়ে যায়, কোনো লক্ষণই দেখা যায় না। তবে দীর্ঘস্থায়ী ব্যথা, প্রস্রাবে রক্ত বা পরিবর্তন দেখা গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

প্রস্রাব পরীক্ষা বা সিটি স্ক্যানে প্রথমেই ধরা পড়লে, পানি পান, ওষুধ, লিথোট্রিপসি বা ছোট সার্জারিতেই সমস্যার সমাধান সম্ভব। কিন্তু প্রাথমিক লক্ষণ উপেক্ষা করলে তা ভয়াবহ জটিলতায় রূপ নিতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকাশ্যে গৃহবধূর কানের দুল ছিনতাই, ফুটেজ ভাইরাল

আইইউবিএটির প্রাক্তন প্রো-ভিসি ড. হামিদা আখতার মারা গেছেন

ইয়েমেনের জুকার দ্বীপে ‘রহস্যময় বিমান ঘাঁটি’, পেছনে কারা?

ঢাবির সমাজকল্যাণ ইনস্টিটিউটে পানির ফিল্টার দিলেন ছাত্রদল নেতা তারিক

চট্টগ্রাম বন্দরে বিদেশি নাগরিকের ওপর হামলা, দুই ছিনতাইকারী আটক

ইউআইটিএস আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন

প্রতিবেদন দাখিল নিয়ে সর্বশেষ তথ্য জানাল বেতন কমিশন

দিনদুপুরে গৃহবধূকে গলা কেটে হত্যা

ওয়াটারএইড বাংলাদেশ ও এনআইএলজির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

যমুনায় বিএনপির ৩ নেতা

১০

৮৪ আসনে প্রার্থিতা ঘোষণা করল এলডিপি

১১

ডেঙ্গুতে মৃত্যু ২৫০ ছাড়াল

১২

দুই ভাইকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

১৩

স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই : মাসুদ সাঈদী

১৪

প্রতারণার অভিযোগে মুখ খুললেন তানজিন তিশা

১৫

ইলিশ শিকারে শিশুদের ব্যবহার করা হচ্ছে : ঢাকা বিভাগীয় কমিশনার

১৬

ইডিসিএলের এমডি সামাদ মৃধার বিরুদ্ধে মামলা

১৭

আলোচনাসভায় বক্তারা / মেয়েদের শিক্ষার উন্নয়নে পরিবার ও সমাজকে একসাথে কাজ করতে হবে

১৮

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে পোস্ট, কী জানিয়েছিলেন আসরানি?

১৯

কুকুর হারিয়ে শহরজুড়ে মাইকিং

২০
X