কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০৭:৪২ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৩, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
হিরো আলমের ওপর হামলা

বিচার বিভাগীয় কমিশন চায় ইসি

পুরোনো ছবি
পুরোনো ছবি

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনার জের কাটছেই না। শুরুতে বিষয়টিকে তেমন গুরুত্ব দেওয়া না হলেও জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ প্রভাবশালী বিভিন্ন দেশ ও সংস্থার চাপের মুখে এবার আরও হার্ডলাইনে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নিজেদের ইমেজ পুনরুদ্ধারে এ ঘটনার সুষ্ঠু তদন্তে এবার বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে চায় সাংবিধানিক এ সংস্থাটি। কমিশনের অনুমোদন পেলে যে কোনো সময়ই সরকারের কাছে এ প্রস্তাবনা পাঠানো হবে। ইতোমধ্যেই কমিশন গঠনের প্রস্তাব দিয়ে চিঠির খসড়াও তৈরি করা হয়েছে। ইসি সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে ইসিকে অবহিত করতে ডিএমপি কমিশনারকে নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকালও এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে। এর আগে সাতজনকে গ্রেপ্তার করে দুজনকে রিমান্ডে নেয় পুলিশ।

সোমবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালীন সময় বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে পরিদর্শনে গেলে হামলার শিকার হন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম। মারধরের পর হিরো আলমকে রামপুরার বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয়। ওইদিন সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে হিরো আলমের এজেন্টদেরও মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন এই প্রার্থী। তবে হিরো আলমের ওপর হামলার এ ঘটনাকে শুরুতে তেমন আমলে নেয়নি নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী। ওইদিন তারা এটিকে সামান্য বিষয় ও বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আখ্যায়িত করা হয়। ভোট কেন্দ্রের বাইরে হামলা হওয়ায় কিছুই করার নেই বলে প্রায় একইরকম বক্তব্য আসে ইসি ও পুলিশের পক্ষ থেকে। কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং গণমাধ্যমে হামলার চিত্র ফলাও করে ফুটে ওঠা এবং জাতিসংঘসহ বিদেশি প্রভাবশালী দেশগুলোর প্রতিক্রিয়ায় চরম বিব্রতকর অবস্থায় পড়ে নির্বাচন কমিশন। ফলে নড়েচড়ে বসেন ইসি ও সরকারের দায়িত্বশীলরা। টনক নড়ে পুলিশেরও। হিরো আলমের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনারকে ফোনও করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। শুধু তাই নয়, ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশনকে জানানোর জন্যও নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে হিরো আলমের সমালোচনা থেকে সরে এসে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও বিষয়টিকে ষড়যন্ত্রমূলক হিসেবে উল্লেখ করে নানা বক্তব্য দিচ্ছেন।

ইসি সূত্র জানায়, দেশ-বিদেশে অব্যাহত নানা চাপের পর নিজেদের ইমেজ পুনরুদ্ধারে আরও কঠোর অবস্থানে যাচ্ছে নির্বাচন কমিশন। এবার তারা ঘটনার সুষ্ঠু তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের দিকে যাচ্ছে। একজন বিচারকের নেতৃত্বে তিন সদস্যের এ কমিটি হতে পারে। কমিটি চেয়ে ইতোমধ্যেই মন্ত্রিপরিষদ সচিবের কাছে লেখা চিঠি প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের অনুমোদন পেলে সরকারের কাছে প্রস্তাবনা পাঠানো হবে। চিঠিতে হিরো আলমের ওপর হামলার হামলার কারণ, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও দায়-দায়িত্ব নির্ধারণসহ জড়িত ব্যক্তিদের শনাক্ত করে ব্যবস্থা ও সুপারিশের জন্য এ বিচার বিভাগীয় কমিটি গঠনের প্রয়োজনীয়তার কথা বলা হয় বলে জানা গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ কালবেলাকে বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের বিষয়ে আলোচনা চলছে। তবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। নির্বাচন কমিশন অনুরোধ করতে পারে। আর কমিটি গঠন করবে সরকার।

হিরো আলমের ওপর হামলার ঘটনায় মানিক গাজী ও আল আমিন নামে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে গত বুধবার রাতে রাজধানীর তেজগাঁও ও কারওয়ান বাজার এলাকায় বনানী থানা পুলিশ অভিযান চালিয়ে তাদরে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া মানিক ও আল আমিন হিরো আলমের ওপর মূল হামলাকারী। এ নিয়ে মোট ৯ জনকে গ্রেপ্তার করা হলো। মেহেদী হাসান হৃদয়, লিটন, শোয়েব ও মাসুদসহ আরও কয়েকজনকে চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বনানী থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, হিরো আলমের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া মানিক ও আল আমিন সরাসরি জড়িত। হামলার সময় হিরো আলমের কোমর ধরে রেখেছিল মানিক, আর তাকে মারধর করেছেন আল আমিন। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে এ দুজনকে শনাক্ত করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করে তিন দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। এর আগে হিরো আলমের ওপর হামলার ঘটনায় গত মঙ্গলবার সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে ছানোয়ার কাজী ও বিপ্লব হোসেনের তিন দিনের রিমান্ডে রয়েছে।

এদিকে আজ বিকেলে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে যান হিরো আলম। সেখানে তিনি ডিবিপ্রধানের সঙ্গে কথা বলেন। পরে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন হিরো আলম।

তিনি সাংবাদিকদের বলেন, ‘এই সরকারের আমলে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনবার নির্বাচন করে মার খেয়েছি। বগুড়ায় উপনির্বাচনে জিতেও ফল দেয়নি। আবার ঢাকায় উপনির্বাচন করতে এসে মার খেলাম। আমি চেষ্টা করেছি, সুষ্ঠু ভোট হোক, ভোটাররা ভোট দিতে আসুক। কিন্তু মার খেলাম। আওয়ামী লীগ সরকারের অধীনে আর নির্বাচনে যাব না।

তিনি দাবি করেন, ‘এই নির্বাচনে হামলায় আমি মারাও যেতে পারতাম। নির্বাচন নির্বাচন করে অনেক মায়ের কোল খালি হয়েছে। বউ স্বামী হারিয়েছে। যারা ক্ষমতাশালী দলের লোক তারা ঠিকই ক্ষমতা দেখায়- ক্ষমতা আদায় করে। নির্বাচন করতে এসে যেন কোনো মায়ের বুক খালি না হয়। যারা হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি আমি জানাচ্ছি।’ জড়িত হামলাকারীদের গ্রেপ্তার করায় ডিবির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

ডিভোর্স নিয়ে মন্তব্য করে বিতর্কে সালমান খান

বিছানার ওপর পড়ে ছিল সুমির অর্ধগলিত মরদেহ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা হুঁশিয়ারি ইসরায়েলের

যে বিষয়টি গোপন রাখতে চান শান্ত

প্রবাসী শ্রমিকদের সুখবর দিল বিমান বাংলাদেশ

বিশাল সুখবর পেলেন শিক্ষকরা 

রণবীরের নায়িকা হচ্ছেন কি কৃতি স্যানন?

জবির কেন্দ্রীয় গ্রন্থাগারে প্রবেশে কার্ড ইস্যু করতে হবে সাবেক শিক্ষার্থীদের

লাগাতার কর্মসূচির ঘোষণা নন-এমপিও শিক্ষকদের

১০

নিয়মিত নামাজ পড়ে পুরস্কার পেলেন ৫৪ শিশু-কিশোর

১১

ভাঙা প্রেম জোড়া লাগছে অর্জুন-মালাইকার

১২

দাবি পূরণে সরকারকে পুরোনো অভ্যাস ছাড়ার আহ্বান

১৩

পারমাণবিক অস্ত্র না বানানোর চুক্তি থেকে বের হয়ে যাচ্ছে ইরান

১৪

স্বামীসহ সাঈদা মুনার বিরুদ্ধে বিপুল অর্থ পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

১৫

জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৬

ডেঙ্গু নিয়ন্ত্রণে স্কুল-কলেজে ডিএনসিসির কার্যক্রম শুরু

১৭

আরও ৩৬ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

১৮

পরিবেশ উপদেষ্টা  / রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ব্যাপারে কারও দ্বিমত নেই

১৯

সাবেক এমপি নাছির চৌধুরী হাসপাতালে ভর্তি 

২০
X