শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীতে অসহায় দরিদ্র শতাধিক হিন্দু পরিবারকে উপহারসামগ্রী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তুরাগ থানার রানাভোলা ইউনিয়ন পরিষদ মাঠে হিন্দু পরিবারের সঙ্গে মতবিনিময় শেষে তারেক রহমানের পক্ষ থেকে তাদের হাতে উপহারসামগ্রী হিসেবে শাড়ি ও লুঙ্গি তুলে দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান।
এ সময় মোস্তফা জামান বলেন, সারা দেশে হিন্দু সম্প্রদায়ের পাশে রয়েছে বিএনপি। শারদীয় দুর্গাপূজা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। তবে অনেক হিন্দু ভাই-বোন আছেন যারা অসহায়-দরিদ্র, একজন মানুষ হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি বলেন, তুরাগের অনেক হিন্দু পরিবার আছে, যারা কারো কাছে সাহায্য চাইতে পারে না। এই উৎসব ঘিরে তারেক রহমানের নির্দেশনা রয়েছে তাদের পাশে দাঁড়ানোর। আমরা সে নির্দেশনা পালন করছি। শতাধিক হিন্দু পরিবারের মাঝে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে তারেক রহমানের উপহার তুলে দিতে পেরেছি।
মোস্তফা জামান আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের এই উৎসব ঘিরে একটি মহল দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চেষ্টা করবে। দলের নেতাকর্মীরা সবাই সজাগ থাকবেন। দরকার হলে পাড়া-মহল্লায়, মন্দির-মণ্ডপে পাহারাদার হিসেবে পাহারা দিবেন। যাতে করে হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারে।
তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক চান মিয়া বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন