শিতাংশু ভৌমিক অংকুর
প্রকাশ : ১৫ মে ২০২৪, ১১:৩২ এএম
অনলাইন সংস্করণ

ট্রান্সজেন্ডার শিক্ষার্থীদের নেতৃস্থানীয় পর্যায় তুলে ধরছে ছাত্র ইউনিয়ন

শিশির বিন্দু ও জারা ইসলাম। ছবি : সংগৃহীত
শিশির বিন্দু ও জারা ইসলাম। ছবি : সংগৃহীত

ট্রান্সজেন্ডারসহ সব শিক্ষার্থীদের রাজনৈতিক অধিকার, শিক্ষা অধিকার এবং সামাজিক নিরাপত্তার বাস্তবায়ন চায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সে লক্ষ্যে ছাত্র রাজনীতির ইতিহাস গড়েছে সংগঠনটির নেতাকর্মীরা। পর পর দুজন ট্রান্সজেন্ডার শিক্ষার্থীকে তুলে ধরলেন জেলার শীর্ষ নেতৃত্বে।

বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃত্বে উঠে আসা ট্রান্সজেন্ডার নারী রাজবাড়ী জেলার সরকারি রাজেন্দ্র কলেজে অনার্স পড়ুয়া শিক্ষার্থী শিশির বিন্দু। তিনি রাজবাড়ী জেলা ছাত্র ইউনিয়নে সাবেক সহসভাপতি ছিলেন।

শিশির বিন্দু বর্তমান বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জাতীয় পরিষদের সদস্য। গত বছর ১১ জানুয়ারি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলার ১২তম সম্মেলনের মধ্যদিয়ে তিনি শীর্ষ নেতৃস্থানীয় পর্যায়ের দায়িত্বে নির্বাচিত হয়ে নতুন এক ইতিহাস গড়েন। এর পর বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪১তম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জাতীয় পরিষদের সদস্য হোন।

সম্প্রতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলার সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ট্রান্সজেন্ডার জারা ইসলাম। মৌলভীবাজার ছাত্র রাজনীতির ইতিহাসে প্রথম ও জাতীয় পর্যায়ে দ্বিতীয় ট্রান্সজেন্ডার ছাত্রনেতা তিনি। যারা শ্রীমঙ্গল সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

শুক্রবার (১০ মে) বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের ২৯তম কাউন্সিলের মাধ্যমে জেলা কমিটির গঠন হয়। এ সময় প্রধান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজার উপস্থিতিতে কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে প্রশান্ত কৈরীকে সভাপতি এবং প্রিন্স রায় পিয়াসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্যবিশিষ্ট মৌলভীবাজার জেলা সংসদের কমিটি গঠন করা হয়। কমিটিতে সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলার শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জারা ইসলাম।

১৯৫২ সালে প্রতিষ্ঠিত ছাত্র ইউনিয়ন সময়ের প্রগতিশীল ছাত্র রাজনৈতিক সংগঠন হিসেবে পরিচিত। সংগঠনটির বাংলাদেশের অভ্যন্তরে ঐক্য, শিক্ষা, শান্তি, প্রগতির পক্ষে কাজ করে যাচ্ছে জন্মলগ্ন থেকে। বায়ান্নর ভাষা আন্দোলন, বাষট্টির শিক্ষা আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান, ঊনসত্তরের নির্বাচন ও একাত্তরের মুক্তিযুদ্ধের শীর্ষ স্থানে অংশগ্রহণ করে নেতৃত্ব দেয় সংগঠনটি। সাম্প্রতিককালে নারীদের ওপর যৌন নিপীড়ন-নির্যাতন, নিরাপদ সড়ক আন্দোলন ও আদিবাসীদের অধিকার এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট ট্যাক্সবিরোধী আন্দোলনে ভূমিকা রাখে।

দেশের সব মানুষের শিক্ষাগ্রহণের সুস্থ ও সুন্দর পরিবেশ চেয়ে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলন করে যাচ্ছে সংগঠনটি। সংগঠনটির নেতাকর্মীদের বলা হয় প্রগতির ভ্যানগার্ড তারা ইতিহাসে সময়ের সবচেয়ে সূক্ষ্ম ও আধুনিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের শিক্ষার্থীদের নানা সমস্যায়। তা ছাড়া ছাত্র ইউনিয়ন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের একবছর আগে থেকেই তারা যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছিলেন। এর পর ’৭৫-এর কালো রাতে বঙ্গবন্ধু হত্যার পর প্রথম প্রতিবাদ মিছিল করেছিল ছাত্র ইউনিয়নের নেতারা। সাম্প্রতিক সময় ৪০তম জাতীয় সম্মেলনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ট্রান্সজেন্ডার ইস্যুতে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন।

এই বিষয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি দীপক শীল বলেন, ১৯৫২ সাল থেকে ছাত্র ইউনিয়ন বাঙালির ছাত্রদের প্রগতির পক্ষের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে। ছাত্র রাজনীতিতে আসা নতুন প্রগতিশীল-মেধাবী শিক্ষার্থীদের নিয়ে আমরা কাজ করছি। সাম্প্রতিক সময় ছাত্র ইউনিয়নের বিভিন্ন ইউনিটসহ সারা দেশে ট্রান্সজেন্ডার শিক্ষার্থীদের ছাত্র ইউনিয়নের পতাকা তলে আসার প্রবণতা বাড়ছে।

দীপক শীল বলেন, শিশির বিন্দু নিজেকে সমাজের অন্যান্য জায়গা থেকে বেশি নিরাপদ ও প্রশান্তির জায়গা মনে করেন ছাত্র ইউনিয়নকে। আমরা সারা দেশের শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে কাজ করছি। সেখানে শিক্ষার্থীর জাতিপরিচয়, ধর্মীয় পরিচয় বা লিঙ্গ পরিচয় মুখ্য নয়। সেখানে সব শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে আমরা লড়াই করছি।

তিনি আরও বলেন, আমরা আশা করি একদিন বাংলাদেশের সমাজে ট্রান্সডেন্টার মানুষদের সামাজিক ও রাজনৈতিক অধিকার বাস্তবায়ন হবে। আমরা বাংলাদেশের সব মানুষের সামাজিক -রাজনৈতিক ও শিক্ষার অধিকার বাস্তবায়ন চাই। তাই শুধু ট্রান্সজেন্ডার শিক্ষার্থী বা আদিবাসী শিক্ষার্থীরাই না, সুবিধাবঞ্চিত চা বাগান শ্রমিকের সন্তান, হরিজন সম্প্রদায়ের সন্তান, কৃষক ও গার্মেটন্স কর্মীদের সন্তানরা শিক্ষার দাবিতে ছাত্র ইউনিয়নের পতাকার নিচে আসছে প্রতিনিয়ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলাবদ্ধতা নিরসনে ওয়ার্ডভিত্তিক ইমারজেন্সি রেসপন্স টিম গঠন দক্ষিণ সিটির

ঢাকাসহ ৪ বিভাগে অতি ভারি বর্ষণের পূর্বাভাস

বিএনপির তারুণ্যের সমাবেশ নিয়ে ৯৫.৬৬ ভাগ ইতিবাচক মন্তব্য 

মায়ামির সঙ্গেই চুক্তি নবায়ন করতে যাচ্ছেন মেসি!

বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা শ্রমিকের মৃত্যু 

শৈশবের ক্লাবকে বিদায় করে ক্ষমা চাইলেন চেলসি স্ট্রাইকার

কেন্দ্রীয় নয়, নিজ নিজ শিক্ষা বোর্ডে প্রকাশ হবে এসএসসির ফল

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা বোর্ড, এইচএসসি নিয়ে সিদ্ধান্ত সন্ধ্যায়

চীন সফরে যাচ্ছে জামায়াতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল

উদ্বোধনের আগেই ভেসে গেল নবনির্মিত সড়ক

১০

মধ্যপ্রাচ্যে আরও ঘাঁটি বানাচ্ছে যুক্তরাষ্ট্র, বাড়াচ্ছে অস্ত্রের মজুত

১১

ব্যবসায়ীকে হত্যায় জড়িত ৭ ভাই-ভাতিজা গ্রেপ্তার

১২

সিরিজ হারের পরও আশাবাদী মিরাজ

১৩

১৫ কিমি দূরে ভেসে উঠল আসিফের মরদেহ

১৪

আ.লীগকে ফেলে দেওয়ার জন্য যা দরকার ছিল, সব করেছি : সিবগাতুল্লাহ

১৫

এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই : প্রেস সচিব 

১৬

ইইউর অভিযানে চীনের বিরুদ্ধে জার্মানির ভয়ংকর অভিযোগ

১৭

ভয়াবহ বন্যায় প্রস্তুত ১৫৩টি আশ্রয়কেন্দ্র, খোলা হয়েছে কন্ট্রোল রুম

১৮

অডিও যাচাই করল বিবিসি / আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র প্রয়োগের অনুমতি দিয়েছিলেন হাসিনা

১৯

ঠান্ডা পানি কি শরীরের জন্য ক্ষতিকর? কী বলছেন চিকিৎসকরা

২০
X