কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৪, ০৯:৪৭ পিএম
আপডেট : ১৫ মে ২০২৪, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

পশ্চিমারা অবাধ নির্বাচনের পক্ষেই আছে : মির্জা ফখরুল 

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

পশ্চিমা বিশ্ব বাংলাদেশ প্রসঙ্গে তাদের অবস্থান পরিবর্তন করেনি এমন দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা অবাধ নির্বাচনের পক্ষেই আছে।

বুধবার (১৫ মে) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপতের শরিক গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র ঢাকা সফর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে মির্জা ফখরুল বলেন, কূটনৈতিক সম্পর্ক অব্যাহত রাখার অংশ হিসেবে ডোনাল্ড লু’র এই সফর। পশ্চিমারা অবাধ নির্বাচনের পক্ষেই আছে, তারা বাংলাদেশের জনগণের বিপক্ষে নয়। নিজ দেশের স্বার্থেই তারা এ দেশের বর্তমান সরকারের সাথে কূটনৈতিক সম্পর্ক অব্যাহত রেখেছে, যা সামরিক সরকারের সময়ও তারা করেছে।

ফখরুল বলেন,

ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য সব রকমের অপকৌশল গ্রহণ করেছে। স্বাধীনতার চেতনাকে ভূলুণ্ঠিত করে নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। গোটা রাষ্ট্রকে তারা একদলীয় রাষ্ট্র ব্যবস্থায় নিয়োজিত করছে। দেশের মধ্যে একটা সন্ত্রাস সৃষ্টি করেছে। এ রকম পরিস্থিতিতে তারা উপজেলা নির্বাচন করছে, যা দেশের মানুষ বর্জন করেছে। দেশের মানুষ চায় অবাধ-নিরপেক্ষ-সুষ্ঠু নির্বাচন। নির্দলীয়-নিরপেক্ষ ভোটের মাধ্যমে তাদের মতামত দিতে চায়। দেশের মানুষের অধিকার ও মতামতের প্রতিফলনের জন্য ৬৩টি রাজনৈতিক দল রাজপথে আন্দোলনে আছি। এই সরকার রাষ্ট্রযন্ত্রকে বেআইনিভাবে ব্যবহার করে ক্ষমতা দখল করে আছে। তবে ইতিহাস বলে, জোর করে বেশিদিন ক্ষমতায় টিকে থাকা যায় না।

বিএনপি মহাসচিব বলেন, স্বৈরাচারী সরকারের নির্যাতনে মানুষের কষ্ট হয়। গুম-খুন, হত্যা-মামলা দিয়ে একটি ভয়ের-ত্রাসের আবহ সৃষ্টি করছে। তারা দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি করছে। সবাই বলে এই সরকার দেশকে একটি মাফিয়া রাষ্ট্রে পরিণত করছে। তারা নির্বাচনের নতুন নতুন কৌশল বের করে। ডামি, নিশিরাতের ভোট করে দেয়। কখনো ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করে দিয়ে ক্ষমতায় যায়। সেজন্য আমরা আবারও সব দলের সাথে বৈঠক করেছি।

বৈঠকে গণফোরামের (মন্টু) সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের; বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারি, কো-চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী, জাফর উল্লাহ চৌধুরী ছিলেন। এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুও উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ নেতা কাজী ফয়েজ গ্রেপ্তার

ঘরোয়া উপায়ে দূর করুন আঁচিল

দিল্লিতে শতাধিক ফ্লাইট বিলম্ব, দুর্ভোগ চরমে

‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি

জব্দকৃত জাটকা বিতরণের সময় লুট, অতঃপর...

জাহানারার অভিযোগের পরিপ্রেক্ষিতে যেসব ব্যবস্থা নিচ্ছে বিসিবি

বিচ্ছেদের পথে নীল-ঐশ্বরিয়া

শিশু বারবার ঘামছে? চিন্তার কারণ নয়, তবে সতর্ক থাকা জরুরি

জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ থাকবে না : নাহিদ ইসলাম

সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ৬

১০

বিমানবন্দরের সেই আনসার সদস্যকে স্থায়ী বহিষ্কার

১১

সন্ধ্যার মধ্যে ২ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

১২

অ্যাম্বুলেন্সের ধাক্কায় শিক্ষার্থী নিহত

১৩

লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে ছাই

১৪

বিতর্কিত মন্তব্যের জেরে দেশত্যাগ করলেন পাকিস্তানি ইনফ্লুয়েনসার 

১৫

ক্ষমা চাইলেন বিএনপি নেতা

১৬

পবিপ্রবির কম্বাইন্ড ডিগ্রি চালু স্থগিত, হাইকোর্টের নিষেধাজ্ঞা

১৭

জাটকায় সয়লাব মৎস্যবন্দর, অভিযান সড়কে

১৮

গরম না ঠান্ডা... কোন কফি শরীরের জন্য ভালো?

১৯

এখনও ভারতের কাছে সেই হার তাড়া করে ফিরছে হিলিকে

২০
X