কামাল পারভেজ অভি, সৌদি আরব
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবে বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষার সুযোগ নিয়ে প্রদর্শনী

সৌদি আরবে উচ্চ শিক্ষার প্রদর্শনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারীসহ অন্যরা। ছবি : কালবেলা
সৌদি আরবে উচ্চ শিক্ষার প্রদর্শনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারীসহ অন্যরা। ছবি : কালবেলা

সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার সুযোগ নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। সোমবার(১৮ সেপ্টেম্বর) দেশটির রাজধানী রিয়াদে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এই প্রদর্শনীতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিবিদরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সৌদি শিক্ষা মন্ত্রী ইউসুফ বিন আবদুল্লাহ আল বেনিয়ান জানান, সৌদি আরবে ৩০টি পাবলিক ও ১৪টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বিশ্বমানের উচ্চ শিক্ষা প্রদান করে আসছে। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে স্নাতক, মাস্টার্স, পিএইচডি ও ডিপ্লোমা কোর্স পরিচালনা করে থাকে। যেখানে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা বৃত্তিসহ অধ্যয়নের সুযোগ রয়েছে। উপস্থিত কূটনীতিকরা সৌদি আরবে উচ্চ শিক্ষার এ সুযোগ গ্রহণের জন্য তাদের স্ব-স্ব দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করার অনুরোধ জানান।

আগে সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিদেশি শিক্ষার্থীদের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আলাদাভাবে আবেদন করতে হত। বর্তমানে এই ভর্তি প্রক্রিয়া সহজীকরণ করার জন্য সকল সৌদি বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রক্রিয়া ‘Study in Saudi’ নামক একটি একক অনলাইন প্লাটফর্ম চালু করা হয়েছে। সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পছন্দ অনুযায়ী ২৫টি বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো তিনটি প্রতিষ্ঠান নির্বাচন করে আবেদন করতে পারবেন। আবেদনের পর মেধার ভিত্তিতে নির্দিষ্ট কোটা অনুযায়ী বিদেশি শিক্ষার্থীদের নির্বাচন করা হবে। এই প্রদর্শনী অনুষ্ঠানে সৌদি আরবের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।

উদ্বোধন অনুষ্ঠান শেষে সৌদি শিক্ষা মন্ত্রী কূটনীতিকদের নিয়ে প্রদর্শনী অনুষ্ঠানের স্টলগুলো ঘুরে দেখেন। এ সময় বিশ্ববিদ্যালয়সমূহের প্রতিনিধিরা তাদের শিক্ষা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। অনুষ্ঠানে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী উপস্থিত ছিলেন।

বর্তমানে সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছেন। এই অনুষ্ঠানে কিছু বাংলাদেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

রাষ্টদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সৌদি শিক্ষা ব্যবস্থা ও বিশ্ববিদ্যালয়ের মান সম্পর্কে জনতা চাইলে, তারা শিক্ষার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশ থেকে শিক্ষাবৃত্তি নিয়ে আরও শিক্ষার্থীদের ভর্তির সুযোগ আছে বলে জানান।

রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সৌদি আরবের কিং সৌদি বিশ্ববিদ্যালয়, হাইল বিশ্ববিদ্যালয়, আল জউফ বিশ্ববিদ্যালয়, নর্দার্ন (আরআর) বিশ্ববিদ্যালয়, কিং খালেদ বিশ্ববিদ্যালয় (আবহা), মক্কা উম আল কোরা বিশ্ববিদ্যালয়, মদিনা বিশ্ববিদ্যালয়, ইমাম বিশ্ববিদ্যালয়, আল কাসিম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টল ঘুরে দেখেন ও তাদের কর্তাব্যক্তিদের সঙ্গে আরও বাংলাদেশি শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেন।

প্রদর্শনীতে যোগ দেওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বাংলাদেশি শিক্ষার্থীদের প্রশংসা করেন। তারা বলেন, বাংলাদেশি শিক্ষার্থীরা অত্যন্ত শৃঙ্খলা পরায়ন ও পড়াশোনায় ভালো। তারা আশা প্রকাশ করেন আগামী দিনে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীরা সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার জন্য আসবে। তারা বাংলাদেশি শিক্ষার্থীদের সৌদি আরবে উচ্চ শিক্ষার জন্য আবেদনের পরামর্শ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কিমি যানজট, যাত্রীরা চরম দুর্ভোগে 

নাক ডাকার সমস্যায় ভুগছেন? জেনে নিন সমাধান

বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যু

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, যা বললেন নেহা

১২ শিক্ষকের সেই স্কুলে এবারও সবাই ফেল

দ্বিতীয় দিনের বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা শেষ

এসএসসিতে আমিরাতের ২ প্রতিষ্ঠানে পাসের হার ৭২ শতাংশ

এক দেশে ৩৫%, অন্যদের ২০% শুল্কের ইঙ্গিত ট্রাম্পের

এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন

গাজায় বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত, উত্তেজনা চরমে

১০

প্রথম প্রেম ভুলতে পারেননি আনুশকা

১১

রাবিপ্রবিতে প্রথমবার ছাত্রদলের কমিটি

১২

শেষ ওভারের নাটকীয়তায় রংপুরের জয়

১৩

প্রতিদিন ১৫ মিনিট হাঁটলেই ৭ পরিবর্তন আসবে আপনার

১৪

কক্সবাজারে এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

১৫

নদীতে সেতু ভেঙে পড়া নিয়ে প্রত্যক্ষদর্শীর রোমহর্ষক বর্ণনা

১৬

যমজ দুই ভাইয়ের আশ্চর্যজনক ফলাফল

১৭

ছবিতে প্রথমে কী দেখতে পাচ্ছেন, উত্তরই বলে দেবে আপনি আসলে কেমন

১৮

৮ শিক্ষকের স্কুলে ৯ পরীক্ষার্থী, অথচ সবাই ফেল

১৯

চলন্ত বাইক থেকে ফেলা হলো ছাত্রলীগ নেতাকে, এরপর যা ঘটল

২০
X