বিসিবি নির্বাচন ঘিরে ইতিমধ্যেই তপ্ত হয়ে উঠেছে ক্রিকেটাঙ্গন। একদিকে প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালসহ বিএনপিপন্থী ক্রীড়া সংগঠকদের মনোনয়ন প্রত্যাহার, অন্যদিকে সরকার হস্তক্ষেপ করছে—এমন অভিযোগ। ঠিক এই প্রেক্ষাপটেই ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ছুড়ে দিলেন আরও বিস্ফোরক অভিযোগ—তামিমরাই নাকি নির্বাচনে ‘ফিক্সিংয়ের চেষ্টা’ করেছিলেন, যদিও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন।
মঙ্গলবার দেশের একটি বেসরকারী টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ বলেন, ‘ফিক্সিংটা তামিম ভাইরা করার চেষ্টা করেছেন, করে ব্যর্থ হয়েছেন। সভাপতি-সেক্রেটারিকে ওনাদের পক্ষ থেকে কল দিয়ে বলা হয়েছে কাউন্সিলর দিতে হবে, ডিসিদের ধমকানো হয়েছে—এমন অনেক কিছু হয়েছে। কিন্তু নির্বাচন ফিক্স করতে গিয়ে তারাই ব্যর্থ হয়েছেন।’
শুধু তাই নয়, একটি ফোনকলের বিষয়টিও টেনে আনেন আসিফ। তার ভাষায়, ‘কেউ একজন ফোন করে বিরাট কোহলিকে অভিযোগ দিয়েছে, আর কোহলি সেটা গৌতম গম্ভীরসহ অন্যদের সঙ্গেও শেয়ার করেছেন। দেশের স্বার্থে এমন অভিযোগ বাইরে ছড়ানো একেবারেই লজ্জাজনক।’
অনেকে অভিযোগ তুলেছেন, আসিফ নাকি সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের পথেই হাঁটছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পাপন ভাইয়ের সময় কাউন্সিলর হতো আওয়ামী লীগের নেতা বা তাদের সন্তানরা, যাদের সঙ্গে ক্রীড়া সংস্থার কোনো সম্পর্ক নেই। আমরা কিন্তু ক্রীড়া সংগঠকদেরকেই সামনে আনছি।’
রাজ্জাক রাজের প্রসঙ্গ টেনে তিনি আরও যোগ করেন, ‘রাজ্জাক রাজ ভাই আমার ব্যক্তিগত কেউ নন। ওনার সঙ্গে আমার শেষ দেখা হয়েছিল এক বছর আগে, বোর্ডে কাজ করার সময়।’
বিসিবির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যেমন পাল্টাপাল্টি অভিযোগ বাড়ছে, তেমনি ক্রিকেটপ্রেমীদের চোখও এখন এই ভোটযুদ্ধের দিকেই। নির্বাচনের আগে শেষ মুহূর্তের এই নাটক আরও কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।
মন্তব্য করুন