ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচন শেষে রোববার ফল জানা গেছে। প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর দল রেনেসাঁ পার্টির নেতৃত্বাধীন এনসেম্বল জোট দ্বিতীয় স্থানে রয়েছে। আসন সংখ্যায় শীর্ষে আছে বামপন্থি দলগুলোর জোট ‘নিউ পপুলার ফ্রন্ট’। তারাও ফরাসি পার্লামেন্টের ম্যাজিক ফিগার ২৮৯ থেকে অনেক দূরে। এমন পরিস্থিতিতে মাখোঁর দলের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটাল পদত্যাগ করেছেন। ফলে সংকটে পড়েছে প্যারিস অলিম্পিকের আয়োজক কমিটি। কে করবেন উদ্বোধন, তা নিয়ে সংকটে পড়েছে তারা। প্যারিস অলিম্পিকের উদ্বোধন হবে ২৬ জুলাই।
এই সময়ের মধ্যে ফ্রান্সের রাজনৈতিক সংকট কেটে গেলে ভালো। না কাটলে আয়োজকরা বিপদে পড়বে। ভাবমূর্তিও ক্ষুণ্ন হবে। অলিম্পিকের নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে থাকা মন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেছেন, ‘অলিম্পিকের সব প্রস্তুতি শেষ। ইভেন্ট শুরুর অপেক্ষায় রয়েছি আমরা। সারা দুনিয়াকে স্বাগত জানাচ্ছি।’
ফ্রান্স বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগের অধ্যাপক পল দিয়েশি বলেছেন, ‘অলিম্পিকের মতো গেমসের আয়োজকদের মূল উদ্বেগ থাকে আইনশৃঙ্খলা ব্যবস্থা, অপরাধ, সন্ত্রাসবাদ, যান চলাচল ব্যবস্থার মতো বিষয়গুলো নিয়ে। এবার অলিম্পিক ঘিরে নতুন একটা উদ্বেগ তৈরি হয়েছে। যার সহজ সমাধান নেই। প্রায় সবকিছু নির্ভর করছে প্রেসিডেন্স মাখোঁর সিদ্ধান্তের ওপর। আয়োজকদের একটু ধৈর্য ধরতেই হবে।’
কিন্তু ধৈর্য ধরার মতো যথেষ্ট সময় তাদের হাতে নেই। দুই সপ্তাহ পরই যে গ্রেটেস্ট শো অন আর্থের উদ্বোধন।
মন্তব্য করুন