একজন গ্র্যান্ডমাস্টার যে পরিমাণ পারিশ্রমিক নিয়ে ট্রেনিং করিয়ে থাকেন, অলিম্পিয়াডগামী নারী দলকে সেবা দিতে তার চেয়ে অনেক কম নিয়েছেন এনামুল হোসেন রাজীব।
এ কারণে যারপরনাই কৃতজ্ঞতা দাবা ফেডারেশন সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীমের কণ্ঠে। যদিও অলিম্পিয়াডে দল পাঠানোর আগে আরও ভালো ট্রেনিংয়ের দাবি পুরোনো।
হাঙ্গেরিতে ১১ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে এবারের অলিম্পিয়াড। ওপেন ও নারী— দুই বিভাগেই খেলছে বাংলাদেশ। খেলার কথা ছিল গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানেরও। দাবা বোর্ডে মগ্ন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়া এ দাবাড়ুর সন্তান তাহসিন তাজওয়ার জিয়া অবশ্য যাচ্ছেন অলিম্পিয়াডে।
নারী বিভাগে বাংলাদেশ কন্টিনজেন্টে থাকছেন দুই সহোদর— ওয়ালিজা আহমেদ এবং ওয়াদিফা আহমেদ।
অলিম্পিয়াড যাত্রার আগে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম বলছিলেন, ‘দেশের চলমান পরিস্থিতি এবং সার্বিক প্রেক্ষাপটে যে প্রস্তুতি নিয়েছি, তাতে আশা করছি সন্তোষজনক ফলাফল হবে।’
মন্তব্য করুন