কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০৪:১৪ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা ঘোষণার দাবি

নারী শ্রমিক কণ্ঠের উদ্যোগে শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
নারী শ্রমিক কণ্ঠের উদ্যোগে শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

সব শ্রমিকের জন্য জাতীয় ন্যূনতম মজুরি এবং গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা ঘোষণার দাবিতে নারী শ্রমিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম নারী শ্রমিক কণ্ঠের উদ্যোগে আজ শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

নারীশ্রমিক কণ্ঠের যুগ্ম সমন্বয়ক উম্মে হাসান ঝলমলের সভাপতিত্বে এবং কর্মজীবী নারীর সমন্বয়ক হাছিনা আক্তারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন নারীশ্রমিক কণ্ঠের যুগ্ম সমন্বয়ক লিমা ফেরদৌস (সভাপতি, গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ)। নারী শ্রমিক কণ্ঠের সদস্যদের মধ্যে বক্তব্য দেন সদস্য মুর্শিদা আখতার নাহার (সাধারণ সম্পাদক, জাতীয় গার্হস্থ্য নারীশ্রমিক ইউনিয়ন), শামীম আরা (সভাপতি, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশন), সাহিন আক্তার পারভীন (যুগ্ম সম্পাদক, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ, হেনা চৌধুরী (সাধারণ সম্পাদক, নারী কমিটি, জাতীয় শ্রমিক জোট), কামরুন নাহার (সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন) এবং জাকিয়া বেগম নীলিমা (সভাপতি, বাংলাদেশ বিউটি পার্লার শ্রমিক ইউনিয়ন) প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে নারী শ্রমিকেরা শ্রম দিয়ে চলেছে। দেশের অর্থনৈতিক টেকসই উন্নয়নে নারী শ্রমিকেরা অবদান রেখে চলেছে। অথচ তারা একটি উন্নত জীবনযাপন থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তারা তাল মিলিয়ে চলতে পারছে না। এমনকি তারা সামাজিক সুরক্ষার বিভিন্ন ভাতা থেকেও বঞ্চিত হচ্ছে।

নেতৃবৃন্দ আরও বলেন, তৈরি পোশাক কারখানা এই শ্রমিকদের শ্রম ও ঘামের ফসল। দুঃখের সাথে বলতে হয়, ২০১৮ সালে যে ন্যূনতম মজুরি ৮ হাজার ঘোষণা করেছিল, দীর্ঘ পাঁচ বছর হতে চলেছে সেই একই মজুরি দিয়ে গার্মেন্টস শ্রমিকদের চলতে হচ্ছে। তারা গার্মেন্টস শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা অবিলম্বে ঘোষণার দাবি জানান।

সভাপতির বক্তব্যে উম্মে হাসান ঝলমল বলেন, ন্যূনতম মজুরি একদিকে যেমন তৈরি পোশাক কারখানার শ্রমিকদের জন্য যৌক্তিক দাবি, তেমনি সব শ্রমিকদের জন্য একটি জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার দাবি আজকের এই মানববন্ধন থেকে করছি এবং সরকারের সংশ্লিষ্ট মহলকে এই বিষয়ে দৃষ্টি দিতে আহ্বান জানাচ্ছি। নারী শ্রমিকদের একটি মর্যাদাপূর্ণ জীবনের দাবিতে নারী শ্রমিক কণ্ঠের সংগ্রাম চলছে, চলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের জন্মদিনে ঘাটাইল বিএনপির অন্যরকম উদ্যোগ

স্কুল কর্তৃপক্ষের অবহেলায় স্বপ্নভঙ্গ ১০ শিক্ষার্থীর

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে করা মামলার আবেদন খারিজ

হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছে কি না বুঝবেন যেভাবে

দুলাভাই-শ্যালকের ঋণ শোধ করে দিল হাঁস

শাহরুখের সিনেমার নকল শাকিবের ‘সোলজার’?

নাশকতাকারীদের গুলি করার নির্দেশ নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য

বরগুনায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মুশফিক-লিটনের শতকে ৪৭৬ রানে থামল বাংলাদেশ

ওয়াইফাই পাসওয়ার্ড কি ভুলে গেছেন, দেখে নিন সমাধান

১০

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর বিচারকদের হত্যার হুমকি, গ্রেপ্তার ১

১১

সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা

১২

পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইবোনের

১৩

আমার খুব কান্না আসছে : মিথিলা

১৪

জমকালো আয়োজনে ‘যমুনা এসি বিজনেস সামিট ২০২৫’ অনুষ্ঠিত

১৫

পেটব্যথা? হতে পারে এই ৬ রোগ

১৬

রাজসাক্ষী আবজালুলের জেরা ঘিরে ট্রাইব্যুনালে হট্টগোল 

১৭

‘অভিশপ্ত নীলকুঠি’ এখন অবহেলায় জরাজীর্ণ

১৮

সৌদির অনুরোধে সুদান যুদ্ধ বন্ধে ট্রাম্পের উদ্যোগ

১৯

অ্যাশেজের প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণা

২০
X