২০১৫ সালের পরমাণু চুক্তিতে ফিরতে যুক্তরাষ্ট্রকে অবশ্যই সদিচ্ছা দেখাতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলেন, পাঁচ বছর আগে এ পরামাণু চুক্তি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বের হয়ে যান। ফলে এটি আবার কার্যকর করতে দেশটিকেই সদিচ্ছা দেখাতে হবে।
মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্যকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জয়েন্ট কম্প্রেহেনসিভ প্লান অর অ্যাকশন থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে যাওয়ায় এ চুক্তি লঙ্ঘন করেছে। ফলে এটির জন্য এখন আমেরিকার উচিত তার সদিচ্ছা ও দৃঢ়তা প্রদর্শন করা।
ট্রাম্প ওই সময়ে চুক্তি থেকে বের হয়ে গিয়ে বলেন, এটি ছিল ইরানের প্রতি অত্যন্ত নরম। ফলে তখন তেহরানের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।
সংবাদমাধ্যম জানিয়েছে, গত বছর এ চুক্তি স্থবির হয়ে পড়ে। ওই সময়ে কূটনীতিকরা বলেছিলেন যে, ইইউ মধ্যস্থতাকারীরা তাদের ফেরাতে চূড়ান্ত প্রস্তাব করলে তা প্রত্যাখ্যান করে ইরান।
রাইসি বলেন, যুক্তরাষ্ট্রের দেওয়া এই নিষেধাজ্ঞা এখনো কাঙ্ক্ষিত ফল দেয়নি। ফলে যুক্তরাষ্ট্রের এখন ভুল পথ থেকে ফিরে সঠিক পথে আসার সময় এসেছে। দেশটি ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ড্রোন সহায়তা দেওয়ায় ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
তিনি বলেন, ইউরোপীয় দেশগুলোকে দুর্বল করতে ইউক্রেনে সহিংসতার আগুন জ্বালিয়েছে যুক্তরাষ্ট্র। দুর্ভাগ্যবশত এটি তাদের একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা। তবে ইরান শত্রুতা ও যুদ্ধ বন্ধে যে কোনো পদক্ষেপকে সমর্থন করে।
মন্তব্য করুন