কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৫৫ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে যুদ্ধবিরতি ঘোষণা করলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব ইস্টার সানডে উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন।

স্থানীয় সময় শনিবার (১৯ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে সোমবার (২১ এপ্রিল) মধ্যরাত পর্যন্ত এ যুদ্ধবিরতি কার্যকর হবে।

রুশ প্রেসিডেন্টের দপ্তর, ক্রেমলিন থেকে জানানো হয়েছে, এই সময়ে ইউক্রেনের বিরুদ্ধে সব ধরনের সামরিক হামলা বন্ধ রাখবে রাশিয়ার সেনারা। তারা আশা করছে, ইউক্রেনও এ যুদ্ধবিরতিতে সম্মতি জানাবে এবং ইস্টারের সময় আক্রমণ থেকে বিরত থাকবে।

পুতিন আনুষ্ঠানিকভাবে বলেছেন, মানবিক কারণে, আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার এবং সোমবার পর্যন্ত রাশিয়া যুদ্ধবিরতি ঘোষণা করছে। আমি নির্দেশ দিয়েছি, এই সময়টায় সমস্ত সামরিক কার্যক্রম বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, আমরা আশা করি ইউক্রেনীয়রা আমাদের এ ঘোষণায় সম্মতি জানাবে। তবে যদি যুদ্ধবিরতির কোনো ধরনের লঙ্ঘন বা উসকানি হয়, আমাদের সেনারা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত থাকবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পুতিন নিশ্চিত করেছেন, তিনি তার সেনাদের নির্দেশ দিয়েছেন যাতে তারা কোনো ধরনের আক্রমণ না করে।

তবে, তিনি সতর্ক করেছেন, যদি ইউক্রেন কোনো ধরনের উসকানি দেয় বা যুদ্ধবিরতি ভঙ্গ করে, তবে রাশিয়ার সেনারা পাল্টা প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত থাকবে।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলার নির্দেশ দিয়েছিলেন পুতিন। ওই দিন ইউক্রেনে ঢুকে পড়েছিল রাশিয়ার হাজার হাজার সেনা। শুরুতে রুশ বাহিনী তিন দিনের মধ্যে কিয়েভ দখল করার লক্ষ্য নিয়ে অভিযান শুরু করেছিল, তবে তা ব্যর্থ হয়।

এরপর রুশ সেনারা ইউক্রেনের লুহানেস্ক এবং দোনেৎস্ক অঞ্চলে মনোনিবেশ করে এবং তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে এই দুটি অঞ্চলের প্রায় পুরোটা দখল করে ফেলেছে।

এই যুদ্ধবিরতির ঘোষণার মাধ্যমে রাশিয়া আন্তর্জাতিক মহলে মানবিক সহায়তার একটি প্রচেষ্টা হিসেবে নিজেকে তুলে ধরতে চায়। যদিও ইউক্রেন এই যুদ্ধবিরতি বিষয়ে এখনো সরাসরি কোনো মন্তব্য করেনি, তবে তারা এই পরিস্থিতিকে খুবই সন্দেহজনক হিসেবে দেখছে।

এটি একটি কৌশলগত পদক্ষেপ হতে পারে, যেখানে পুতিন ইউক্রেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রাশিয়ার মানবিক অবস্থানকে তুলে ধরার চেষ্টা করছেন, তবে একই সময়ে যুদ্ধের পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাদের প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ নেতা মির্জা আজমের খালাতো ভাই গ্রেপ্তার

নির্মমভাবে ৩৩ বছর বয়সেই প্রাণ হারালেন বার্সেলোনার ফুটবলার

চবি ভর্তি পরীক্ষায় আবেদন ২ লাখ ৩০ হাজার ছাড়াল

ন্যাড়া হলে কি চুল ঘন হয়, জানুন গবেষণা কী বলছে

প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মামলা কুমার শানুর; চাইলেন ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ

বিশ্বকাপে বাংলাদেশের খেলা দেখতে কত লাগবে জানা গেল

ছিনতাই চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

মাটি খুঁড়তেই বেরিয়ে এলো হীরা, অর্ধকোটির মালিক দুই বন্ধু

বিছানায় নাশতা, উহ, ওটা বোরিং: মেহজাবীন

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মোসাদ প্রধানের হুঁশিয়ারি

১০

‘ভাই’ সম্বোধন করায় সাংবাদিকের ওপর খেপলেন ম্যাজিস্ট্রেট

১১

জুলাই হত্যাযজ্ঞ / কাদের-সাদ্দামসহ ৭ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

১২

হোস্টেলে মিলল এনসিপি নেত্রীর মরদেহ

১৩

আইপিএল: কলকাতার সম্ভাব্য সেরা একাদশ প্রকাশ, আছেন যারা

১৪

উচ্চ পর্যায়ের নির্দেশেই সরকারি বাসায় থাকছেন আসিফ-মাহফুজ

১৫

চট্টগ্রামে বহুতল ভবনে ভয়াবহ আগুন

১৬

ভারতীয় ভিসা সেন্টার পুনরায় চালু

১৭

ভেনেজুয়েলার তেল যুক্তরাষ্ট্রের সম্পদ, দাবি ট্রাম্পের শীর্ষ সহকারীর

১৮

সন্ত্রাসী লালুসহ গ্রেপ্তার ৪

১৯

জকসু নির্বাচনে প্রচারণার ৩ দিনেও ব্যালট নম্বর প্রকাশ হয়নি, ক্ষোভ প্রার্থীদের

২০
X