রাশিয়ার রাজধানী মস্কোয় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে এ হামলা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
গত রোববার (২৩ জুলাই) ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার এ ঘোষণার একদিন পর আজ সোমবার ভোরে এ হামলার ঘটনা ঘটল।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, স্থানীয় সময় ভোর ৪টার দিকে এ ড্রোন হামলার ঘটনা ঘটে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, মস্কোয় দুটি ড্রোনের মাধ্যমে সন্ত্রাসী হামলার চেষ্টা করেছিল কিয়েভ সরকার। তবে এ হামলা প্রতিহত করা হয়েছে। দুটি ইউক্রেনীয় ড্রোনই ভূপাতিত করা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আরও পড়ুন : ইউক্রেনের গুচ্ছবোমায় রুশ সাংবাদিক নিহত
রুশ বার্তা সংস্থা তাস জানায়, দুটি ইউক্রেনীয় ড্রোনের একটি কমসোমলস্কি প্রসপেক্ট এলাকায় ভূপাতিত করা হয়। কমসোমলস্কি প্রসপেক্টের কাছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অবস্থিত। অন্য ড্রোনটি লিখাচেভা স্ট্রিটের একটি ব্যবসায়িক ভবনে আঘাত হানে। এ হামলায় ভবনটির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে মস্কো অবস্থিত। এরপরও কয়েক দিন পরপর মস্কোয় ড্রোন হামলা চালিয়েছে আসছে ইউক্রেন। এমনকি গত মে মাসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কার্যালয় ক্রেমলিনে পর্যন্ত ড্রোন হামলার ঘটনা ঘটে।
গত ১৭ জুলাই কৃষ্ণ সাগর শস্যচুক্তি থেকে বেরিয়ে আসে রাশিয়া। এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর বন্দর নগরী ওডেসায় একের পর এত হামলা করে আসছে রাশিয়া।
২০২২ সালের জুলাইয়ে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মাঝে কৃষ্ণ সাগর শস্যচুক্তি হয়েছিল। এ চুক্তির আওতায় কৃষ্ণ সাগর দিয়ে বিনা বাধায় খাদ্যশস্য রপ্তানি করে আসছিল ইউক্রেন।
মন্তব্য করুন