পবিত্র হজ উপলক্ষে মক্কা-মদিনায় জড়ো হতে শুরু করেছেন বিশ্বের লাখ লাখ মুসল্লি। বিশাল এই মুসলিম উম্মাহর জন্য দুঃসংবাদ দিল সৌদি সরকার। দেশটির পক্ষ থেকে জানানো হয়, তীব্র তাপপ্রবাহের সঙ্গে হতে পারে ধূলিঝড়। তাই আগাম সবাইকে সতর্ক অবস্থায় থাকার আহ্বান জানানো হয়েছে।
দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ বলছে, মক্কায় তাপমাত্রা সর্বোচ্চ গড় ৪৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং মদিনায় ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর শঙ্কা রয়েছে। তাই হজ পালন করতে যাওয়া ব্যক্তিদের দিনের বেলা অপেক্ষাকৃত গরম এবং শুষ্ক অবস্থার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
এদিকে তীব্র তাপ ছাড়াও বাতাসের অবস্থারও পূর্বাভাস দেওয়া হয়েছে। বলা হয়েছে, মক্কায় বাতাসের গড় গতিবেগ উত্তর-উত্তর-পশ্চিম দিকে ঘণ্টায় ৪ থেকে ১০ কিলোমিটারের মধ্যে পরিবর্তিত হতে পারে। এ সময় দেখা দিতে পারে তীব্র ধূলিঝড়। একইভাবে, মদিনায় গড় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২ কিলোমিটার ধূলিঝড় বয়ে আনতে পারে।
অন্যদিকে হজযাত্রীদের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে সচেতন হওয়া এবং সেই অনুযায়ী পরিকল্পনা করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছে সৌদি সরকার। এ নিয়ে বিভিন্ন এলাকায় সতর্ক বার্তাও পাঠানো হচ্ছে। সচেতন করা হচ্ছে পরিস্থিতি সম্পর্কে। কারণ দেশটিতে পাড়ি দেওয়া অনেক মুসল্লিই জানেন না ধূলিঝড় কতটা ভয়াবহ বা ধূলিঝড় শুরু হলে কি করা উচিত।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, পরিস্থিতি পর্যবেক্ষণ করে পথে বের হতে হবে। এ ছাড়া প্রতি মুহূর্তে হজ যাত্রীদের আপডেট তথ্য জানানো হবে বলেও উল্লেখ করা হয়।
মরুময় দেশটিতে আকস্মিক ধূলিঝড়ের ঘটনা নতুন কিছু নয়। প্রায়ই ধূলিঝড়ের কবলে পড়ে রাজধানী রিয়াদসহ বিভিন্ন শহরের বাসিন্দারা। এ সময় কয়েক হাত দূরের দৃশ্যও ঝাপসা হয়ে যায়। খোলা যায় না চোখও।
মন্তব্য করুন