বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ১১:১১ এএম
অনলাইন সংস্করণ

কমলা হ্যারিসের সমাবেশস্থল জনশূন্য, পড়ে আছে চেয়ার

কর্মী-সমর্থক শূন্য কমলা হ্যারিসের সবামেশস্থল ।  ছবি : সংগৃহীত
কর্মী-সমর্থক শূন্য কমলা হ্যারিসের সবামেশস্থল । ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সব ভোট গণনা শেষ হওয়ার আগেই প্রাথমিক ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানিয়ে দেয় ফক্স নিউজ। এরপরই ট্রাম্পের প্রচারশিবির ফ্লোরিডার ওয়েস্ট পাস বিচের কনভেনশন সেন্টার বিজয় ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে। ঠিক সেই মুহূর্তে প্রধান প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের নির্বাচন পরবর্তী সমাবেশস্থল ছেড়ে যান তার সমর্থকরা। এ সময় অনেককে কাঁদতে দেখা যায়।

বিবিসিসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ভোটগ্রহণের রাতে ওয়াশিংটনের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে ডেমোক্র্যাট পার্টির কর্মী-সমর্থকরা জড়ো হতে থাকেন। সেখানে ভোট-পরবর্তী এক সমাবেশে ভাষণ দেওয়ার কথা ছিল কমলা হ্যারিসের। কিন্তু চারপাশ থেকে পরাজয়ের খবরে তিনি ও তার দলের নেতাকর্মীরা জনসম্মুখের আড়ালে চলে যান। এ সময় তার প্রচারশিবিরের সহসভাপতি সেড্রিক রিচমন্ড বলেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নির্বাচনী রাতে কোনো কর্মসূচি পালন করবেন না। যারা সমাবেশের আশায় দলের কার্যালয়ের সামনে সমবেত হয়েছেন তাদের আশা বাদ দিতে হবে। কারণ, আজ জনতার উদ্দেশে কমলা হ্যারিস কোনো কথা বলবেন না।

তিনি বলেন, 'আমাদের এখনও ভোট গণনা করা বাকি আছে। আমাদের এখনও এমন রাজ্য রয়েছে যেগুলোর ফল এখনও নিশ্চিত নয়। আমরা রাতেও লড়াই চালিয়ে যাব। যাতে প্রতিটি ভোট গণনা হয়। প্রতিটি কণ্ঠস্বর যাতে নিশ্চিত করা হয়। সুতরাং আপনি (সমর্থক) আজ রাতে ভাইস প্রেসিডেন্টের কাছ থেকে ভাষণ শুনতে পাবেন না। তবে আগামীকাল তিনি ভাষণ দেবেন।’

সেড্রিকের এ ঘোষণার পর আশাহত হয়ে নীরবে সমাবেশস্থল ত্যাগ করেন কমলা হ্যারিসের সমর্থকরা। শুধু হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ই নয়; দেশের নানা প্রান্তে জড়ো হওয়া কমলা হ্যারিসের সমর্থকরা সরে যান। এ সময় অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবেশস্থলের বেশকিছু ছবি সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে। তাতে দেখা যায়, ভোট গণনার প্রাথমিক পর্যায়ে সমাবেশস্থল লোকে লোকারণ্য। কোনো রাজ্য থেকে কমলার জয়ের খবর এলেও উল্লাসে ফেটে পড়ছেন তারা। কিন্তু ট্রাম্প যখন ২৭৭ ইলেকটোরাল কলেজ ভোট নিশ্চিত করলেন তখনই পরিবেশ বদলে যায়। সমর্থকরা অনেকটা নীরবে সমাবেশ স্থল ত্যাগ করেন। সেখানে শুধু চেয়ার পড়ে থাকতে দেখা যায়।

পরে স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি বলেন, ‘আমাদের অবশ্যই এই নির্বাচনের ফলাফল মেনে নেওয়া উচিত। এর আগে আজ আমি ট্রাম্পের সঙ্গে কথা বলেছি। জয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছি।’ একই সঙ্গে নিজেদের চিন্তাভাবনা এগিয়ে নিতে ‘লড়াই চালিয়ে যাওয়ার’ আহ্বান জানিয়েছেন সমর্থকদের প্রতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্টোবরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছে ৬৯ কোটি ডলার

৭ বছর পর শহীদ জিয়ার মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ

কালবেলার সংবাদের পর স্বপ্নের রঙিন ঘরে শাহারবানু

আখিরাতের কল্যাণ নিশ্চিতে কাজ করছে জামায়াত : মুজিবুর রহমান

রাজধানীতে তারেক রহমানের সাক্ষাৎকারের রেকর্ডেড ভিডিও প্রদর্শন

জবাব দিতে পিএসসিকে আলটিমেটাম

অসদাচরণের অভিযোগে বদলি চিকিৎসক দম্পতি

সড়কের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

শহীদ জিয়ার মাজারে দোয়া করলেন খালেদা জিয়া

১০

নোয়াখালী বিভাগ চাইলেন ‘কাবিলা’

১১

বেথ মুনির রেকর্ডে অস্ট্রেলিয়ার দুর্দান্ত জয়

১২

‘বিষাক্ত মদ’ পানে সংরক্ষিত ইউপি সদস্যের স্বামীর মৃত্যু

১৩

বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু, বৃষ্টি নিয়ে নতুন তথ্য

১৪

ঢাকা উত্তর সিটিতে জন্মনিবন্ধন ছাড়াই টাইফয়েড টিকা মিলবে

১৫

শহীদ জিয়ার মাজার জিয়ারতে খালেদা জিয়া

১৬

জাতীয় পর্যায়ে রানার্স আপ নারী ফুটবল দলকে গণসংবর্ধনা

১৭

দুই বছর আগের মামলায় নতুন করে ‘আসামি’ সাংবাদিক

১৮

বদলির আদেশের ৩ সপ্তাহ পরও অফিস করছেন রাসিক সচিব

১৯

অধ্যাপক ড. তোফায়েল আহমেদ মারা গেছেন

২০
X