কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের ভিসা বাতিল, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

মার্কিন ভিসা বাতিল। ছবি : সংগৃহীত
মার্কিন ভিসা বাতিল। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে শতাধিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অন্তত এক হাজার বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। এ ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা এজন্য মামলা করেছেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, সরকার তাদের যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই হঠাৎ তাদের আইনি অবস্থান বাতিল করেছে। বার্তাসংস্থা এপি জানিয়েছে, হার্ভার্ড, স্ট্যানফোর্ড থেকে শুরু করে মেরিল্যান্ড ও ওহাইও স্টেট বিশ্ববিদ্যালয়ের মতো নামকরা প্রতিষ্ঠানসহ ১২৮টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রক্রিয়ার শিকার হয়েছেন।

বিশেষায়িত শিক্ষাবিষয়ক প্রকাশনা ইনসাইড হায়ার এডুকেশন জানিয়েছে, গতকাল বুধবার (১৬ এপ্রিল) পর্যন্ত ১৩০০-এর বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী ও সদ্য গ্র্যাজুয়েটদের ভিসা বাতিল করা হয়েছে।

শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির বিরুদ্ধে দায়েরকৃত মামলায় দাবি করেছেন, তাদের ভিসা বাতিলের পেছনে উপযুক্ত কারণ ছিল না। এটি একটি নীতিগতভাবে সংগঠিত গণবাতিলের অংশ।

শিক্ষার্থীরা বলেছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল কেবলমাত্র অতীতের ছোটখাটো বিষয়, যেমন ট্রাফিক আইন লঙ্ঘন। আবার অনেকেই জানেন না কেন তাদের ভিসা বাতিল করা হয়েছে।

নিউ হ্যাম্পশায়ার, জর্জিয়া ও ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে দায়ের করা মামলাগুলোতে শিক্ষার্থীরা দাবি করেছেন, ট্রাফিক আইন লঙ্ঘনের মতো ছোটখাটো অভিযোগ অথবা অজানা কারণেও তাদের ভিসা বাতিল করা হয়েছে। মিশিগানের আইনজীবীরা একটি মামলায় উল্লেখ করেছেন, এই সমন্বিত পদক্ষেপ প্রমাণ করে যে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট একটি অলিখিত নীতির মাধ্যমে শিক্ষার্থীদের বৈধ মর্যাদা গণহারে বাতিল করছে।

হার্ভার্ড, স্ট্যানফোর্ড, ওহিও স্টেট ইউনিভার্সিটিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ফেডারেল সরকারের কাছে এমন পদক্ষেপের ব্যাখ্যা চেয়েছে। কিছু প্রতিষ্ঠান শিক্ষার্থীদের পাসপোর্ট ও অভিবাসন নথি সাথে রাখার পরামর্শ দিয়েছে।

ম্যাসাচুসেটস বস্টন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মার্সেলো সুয়ারেজ-ওরোজকো বলেন, দুজন শিক্ষার্থী ও পাঁচজন সাবেক শিক্ষার্থীর বৈধ অবস্থানের অনুমতি বাতিল করা হয়েছে। এই অনিশ্চয়তা মোকাবিলায় আমাদের সচেতন হতে হবে।

মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের মিশেল মিটেলস্টাট বলেছেন, ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী নীতি শিক্ষার্থীদের ওপরও প্রভাব ফেলছে। আমেরিকান কাউন্সিল অন এডুকেশনের সারা স্প্রেইটজার সতর্ক করেছেন, আইসিইর অভিযান ও দ্রুত নির্বাসনের হুমকি শিক্ষার্থীদের মধ্যে ভয় সৃষ্টি করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন হলে বোঝা যাবে কোন দল কতটা শক্তিশালী : দুদু  

আমাদের সিনেমা আন্তর্জাতিক অঙ্গনে অবস্থান তৈরি করছে: মেহজাবীন

দেশে অর্থনীতির করুণ অবস্থা চলছে : রিজভী 

নামাজ শেষে বাড়ি ফেরার সময় ছুরিকাঘাতে বৃদ্ধ খুন

আসামিদের টাকা ‘লুটের’ অভিযোগ পুলিশ সদস্যদের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনার মধ্যেই মালয়েশিয়ায় রুবিও-ওয়াং ই বৈঠক

সেপ্টেম্বর-অক্টোবরে দেশে দুর্ভিক্ষ হয় কি না, এটা এখন মানুষের মনে মনে : রিজভী

তারেক রহমান এ দেশের প্রধানমন্ত্রী হবেন : ড. ফরহাদ

নেইমার ম্যাজিক! নতুন হেয়ারস্টাইলে ফিরেই গোল আর অ্যাসিস্ট

সমুদ্রের মাঝে প্রশান্তি খুঁজে পাই: ববি

১০

এক সপ্তাহের ব্যবধানে ৪০ টাকার কাঁচামরিচ ২৪০

১১

ফরিদা পারভীনের খোঁজ নিলেন খালেদা জিয়া

১২

দুর্নীতির অভিযোগে বিচার হবে সাবেক এই প্রেসিডেন্টের

১৩

মুল্ডারের সেই ইনিংস নিয়ে লারার চমকপ্রদ প্রতিক্রিয়া

১৪

দুবাইকে ম্যাচ জিতিয়ে যা বললেন সাকিব

১৫

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছুঁইছুঁই

১৬

ভারতে বাবার গুলিতে টেনিস তারকা নিহত

১৭

এখনই বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জলবায়ু পরিবর্তন

১৮

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২ কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি

১৯

সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

২০
X