রংপুর ব্যুরো
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০৯:১২ এএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১০:০৫ এএম
অনলাইন সংস্করণ
আবু সাঈদ হত্যা মামলা

৮ কিশোরের জামিন

মুক্তি পেয়ে অভিভাবকদের জড়িয়ে ধরেন কিশোররা। ছবি : কালবেলা
মুক্তি পেয়ে অভিভাবকদের জড়িয়ে ধরেন কিশোররা। ছবি : কালবেলা

কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষের ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার ছয় আসামিসহ ৮ কিশোর জামিনে মুক্তি পেয়েছেন।

শুক্রবার (২ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটের দিকে তারা রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তারা। জেলগেটেই পরিবারের সদস্যরা তাদের গ্রহণ করেন।

বিষয়টি নিশ্চিত করেন কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত বনিক।

তিনি বলেন, মুক্তির আদেশ রাত সাড়ে ৯টার দিকে কারাগারে আসলে তাদের মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে রাত আটটার দিকে জামিন শুনানি করেন লিগ্যাল এইড আইনজীবী শামীম আল মামুন। শুনানি শেষে জামিন মঞ্জুর করেন রংপুর মেট্রোপলিটন চিফ ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এফ এম আহসানুল হক রানা।

আইনজীবী শামীম আল মামুন বলেন, সরকারি উদ্যোগে এই শুনানি করা হয়। বিশেষ আদালত শুক্রবার রাত আটটার দিকে শুনানি শেষে শিক্ষার্থী বিবেচনায় এই জামিন মঞ্জুর করেন।

রংপুর সিমএমএম আদালতের জিআরও এসআই হাফিজ বলেন, শিক্ষার্থীদের অভিভাবকদের এক আবেদনের প্রেক্ষিতে রাতে শুনানি অনুষ্ঠিত হয়। আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, জামিন হওয়া আট শিক্ষার্থীর মধ্যে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, মুহিন, আল মারজান, পাভেল মিয়া, আমির হামজা ওরফে আমির, মো. সৌরভ মিয়াকে তাজহাট থানা ভাঙচুর ও আবু সাঈদ হত্যা মামলার আসামি করা হয়।

বাকিরা হলেন, তৌফিক ওমর ধ্রুব, নিয়াজ আহমেদ রকি। তারা দুজন নাশকতা মামলার আসামি।

এর মধ্যে আমির হামজা ও তৌফিক ওমর ধ্রুব এইচএসসি পরীক্ষার্থী এবং পাভেল মিয়া এসএসসি পাস।

দিলরুবা খানম নামে এক অভিভাবক বলেন, আমার ছেলে পাভেল। সে দর্শনা স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করে সিটি কলেজে ভর্তি হওয়ার জন্য বের হয় ২৬ তারিখে বের হয়। কিন্তু মডার্ন মোড় থেকে তাকে ধরছে। আমি জানি সে নিরপরাধ। আমি তার সব মামলা থেকে অব্যাহতি চাই।

সহকারী পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত আদালত) শুব্রত ব্যানার্জি বলেন, আমরা বিভিন্নভাবে জানতে পারি তারা শিশু-কিশোর। পরে তাদের পক্ষে আদালতে আবেদন করা হলে শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর হয়। কোনো শিশু-কিশোর আটক বা গ্রেপ্তার থাকলে তাদের জামিনের বিষয়ে বিবেচনা করা হবে।

আসামিপক্ষের আইনজীবী জোবায়দুল ইসলাম বুলেট বলেন, ওরা জামিনে মুক্তি পেলেও মামলা থেকে অব্যাহতি পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। আমরা চাই, তাদের এই মামলা থেকে অব্যহতি দেওয়া হোক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্ধানার বিয়ে বাতিলের ঘোষণায় ‘ক্ষুব্ধ’ হয়ে যা বললেন পলাশ

এনায়েত সংশ্লিষ্টতায় গ্রেপ্তার শওকত মাহমুদ

জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা

সেনাবাহিনীর সৈনিক পদে যোগদানের বয়সসীমা বাড়ল

ক্ষমা চাইলেন সেই চিকিৎসক

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি / অধ্যাদেশের দাবিতে হাইকোর্টের সামনের রাস্তায় ব্লকেড

জাপানের যুদ্ধবিমানের ওপর ‘বিপজ্জনক কৌশল’ চীনের, তীব্র প্রতিক্রিয়া

বায়তুল মোকাররমে ইবাদতবান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে : ধর্ম উপদেষ্টা

ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

ব্যারিস্টার ফুয়াদকে হেনস্থার অভিযোগ

১০

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জুবাইদা রহমান

১১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ

১২

দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই বীর মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থান

১৩

চোখের সামনে ছেলের মুখটাই ভেসে উঠছিল : দীপিকা

১৪

যেসব লক্ষণে বুঝবেন ‘বেস্ট ফ্রেন্ড’ আসলে আপনার বন্ধু নয়

১৫

কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জবি ছাত্রদল সমর্থিত প্যানেলের

১৬

পাত্তা পেল না ইংল্যান্ড, অ্যাশেজে ২-০তে এগিয়ে অস্ট্রেলিয়া

১৭

জাতীয় সংসদ নির্বাচনের দিন সাধারণ ছুটি

১৮

সারের দাবিতে মহাসড়ক অবরোধ

১৯

লাউ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা

২০
X