পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সালাহউদ্দিন আহমেদের স্বদেশ প্রত্যাবর্তনে পেকুয়ায় আনন্দ মিছিল

বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। ছবি : কালবেলা
বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। ছবি : কালবেলা

দীর্ঘ ৯ বছর পর ভারত থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। রোববার (১১ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ খবর পেয়ে নিজ জন্মস্থান কক্সবাজারের পেকুয়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি পেকুয়া সদর ইউপি চত্বর থেকে বের হয়ে চৌমুহনী ওয়াসিম চত্বরে এসে শেষ হয়।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সাংগঠনিক সম্পাদক জেট এম মোসলেম উদ্দিন, ডা. বেলাল হায়দার, প্রচার সম্পাদক মুজিবুল হক চৌধুরী, রেজাউল করিম মিন্টু, উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, সাধারণ সম্পাদক আসিফ খালেদ, শ্রমিক দল সভাপতি হারুন, সহ-সভাপতি ওসমান গণি, সাধারণ সম্পাদক জামাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহছান উল্লাহ, যুগ্ম আহ্বায়ক খোকন, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এরশাদসহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা।

চৌমুহনী চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে পেকুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেট এম মোসলেম উদ্দিন বলেন, কক্সবাজারের অবিসংবাদিত নেতা সালাউদ্দিন আহমেদ দেশে ফিরে এসেছেন। আল্লাহর কাছে শোকরিয়া। নেতার সঙ্গে মাটি ও মানুষের নিবিড় সম্পর্ক রয়েছে। আমাদের ভালোবাসায় সালাউদ্দিন আহমেদ আবদ্ধ। কক্সবাজারবাসী আনন্দিত, আমরা আনন্দিত।

পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট বলেন, জাতীয়তাবাদী দলের প্রাণ আমাদের নেতা সালাউদ্দিন আহমেদ। কক্সবাজারবাসীর সোনালি সন্তান গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে খুনি হাসিনা সরকারের গুম আর খুনের রাজনীতিতে পড়ে গিয়েছিল।

আজীবনের জন্য গুম করার চেষ্টা করেছিল। কিন্তু জনগণের দোয়া ও আল্লাহর ইচ্ছায় ভারতে রেখে আসে সরকারের এজেন্সি। দীর্ঘ ৯ বছর ৪ মাস ভারতে নির্বাসনে থেকে আইনি লড়াই শেষে দেশে আসার জন্য অনেক দিন ধরে অনাপত্তিপত্র পেয়েও খুনি হাসিনা সরকারের কারণে আসার সুযোগ হয়নি।

অবশেষে অবৈধ সরকারের পতন হলো ছাত্র-জনতার আন্দোলনের মুখে। আমরা অনেক দিন ধরে দলের সঠিক নির্দেশনা থেকে বঞ্চিত হয়েছি। কক্সবাজার জেলাবাসী অভিভাবক শূন্য ছিল। আজ আমরা অভিভাবককে ফিরে পেয়েছি। তিনি দেশে আসছেন খবরে দলীয় নেতাকর্মী ও কক্সবাজারের প্রতিটি ঘরে ঘরে আনন্দের জোয়ার সৃষ্টি হয়েছে। কক্সবাজারের অসম্পূর্ণ উন্নয়ন তিনি সম্পন্ন করবেন এবং পরিপূর্ণ কক্সবাজারের রূপ দিবেন।

আ.লীগ নেতাদের হুঁশিয়ার করে বলেন, সালাহ উদ্দিন আহমেদ দেশের মাটিতে পা রাখলেন মানে বুঝতে হবে কোনো অনিয়ম-দুর্নীতি, চাঁদাবাজি -খলবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড আর পেকুয়ার বুকে করা যাবে না। খুনি হাসিনা সরকার এ দেশকে একনায়কতন্ত্রে পরিণত করে রেখেছিল।

হাসিনা এক নায়কতন্ত্রে দেশ চালিয়েছেন এখন মুক্ত স্বাধীন বাংলাদেশ। স্বৈরশাসক খুনি হাসিনার পতন এ বাংলার জনগণ দেখিয়ে দিয়েছে। আমরা পেকুয়া উপজেলা বিএনপি স্মরণকালের বিশাল শোডাউনের মাধ্যমে প্রিয় নেতাকে বরণ করার জন্য প্রস্তুত।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরার বাসা থেকে নিখোঁজ হন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। ৬২ দিন পর ওই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। ভারতের পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, উদভ্রান্তের মতো ঘোরাঘুরির সময় লোকজনের ফোন পেয়ে তাকে আটক করা হয়।

পরবর্তীতে বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী সালাহউদ্দিনের বিপক্ষে মামলা করে মেঘালয় পুলিশ। ২০১৮ সালে সালাহউদ্দিন মামলা থেকে খালাস পান। তবে ভারত সরকার রায়ের বিরুদ্ধে আপিল করে। গত ২৮ ফেব্রুয়ারি আপিলেও খালাস পান তিনি। তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন ভারতের আদালত।

২০২৩ সালের ৮ জুন তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মুখপাত্র রফিকুল আলম এক ব্রিফিংয়ে জানান, বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের দেশে ফিরতে কোনো বাধা নেই । তিনি শিগগিরই দেশে ফিরে আসবেন। এমন খবরে নিজ এলাকা ও বিএনপি পরিবারে আনন্দ-উচ্ছ্বাস শুরু হয়। শেষ পর্যন্ত তিনি আ.লীগ সরকারের রোষানলে পড়ে ওই বছর আর দেশে ফিরে আসেননি।

চলতি বছরের শুরুতে দেশে ফেরার জন্য অনেক চেষ্টা করেও তিনি ব্যর্থ হন। সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লে বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ নিজ দেশে ফিরে আসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে কোন কোন অস্ত্র ব্যবহার করেছে ভারত

সীমান্তে পাকিস্তান-ভারত গোলাগুলি চলছে

মহাসড়কে ঝুমকার মতো ঝুলছে সোনালু ফুল

পলাতক, পদত্যাগ, বরখাস্ত ও অনুপস্থিত শিক্ষকদের তথ্য তলব

পাকিস্তানে হামলাকে ‘অপারেশন সিঁদুর’ বলছে কেন ভারত?

পাকিস্তানের পাশে দাঁড়াল শক্তিশালী এক মুসলিম দেশ

পাকিস্তানে হামলার পর ভারতীয় রুপির পতন

পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা, স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

পাকিস্তান সেনাদের হামলায় তিন ভারতীয় নিহত

পাকিস্তানের গুরুত্বপূর্ণ বিমানবন্দরে এয়ার ইমার্জেন্সি জারি

১০

১৯৭১ সালের পর প্রথমবার এমন হামলা চালিয়েছে ভারত

১১

এক রাতে ৩ রাফায়েল খোয়াল ভারত

১২

ভারতের সঙ্গে ‘যুদ্ধ ঘোষণা’ শেহবাজ শরিফের

১৩

বায়ুদূষণে বিশ্বচ্যাম্পিয়ন ঢাকা

১৪

০৭ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভয়াবহ ক্ষতির মুখে ভারত

১৬

পাকিস্তানের পাল্টা হামলা, ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ

১৭

পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টাকে ফোন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

১৮

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

১৯

০৭ মে : আজকের নামাজের সময়সূচি

২০
X