মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২১ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৮ এএম
অনলাইন সংস্করণ

মিঠাপুকুরে বন্যার্তদের জন্য তোলা টাকা আত্মসাৎ

মিঠাপুকুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান সমিতি। ছবি : কালবেলা
মিঠাপুকুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান সমিতি। ছবি : কালবেলা

রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের জামায়াত সমর্থিত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব (পার-২ শাখা) আবু রায়হান দোলনের বিরুদ্ধে এ অভিযোগ উঠে।

শনিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিঠাপুকুর প্রেস ক্লাবে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান সমিতি।

স্থানীয়রা জানান, আল মা আরিজ নামে একটি ভুঁইফোড় সংগঠনের ব্যানারে বন্যার্তদের সহযোগিতার নামে ২ লাখ টাকা উত্তোলন করেন। পুরো টাকাটা আত্মসাৎ করার চেষ্টা করলে উপজেলার ভাংনী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন প্রধান উপদেষ্টা কিংবা আস সুন্নাহ ফাউন্ডেশনে দান করতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই এলাকার সাবেক ছাত্রলীগ নেতা দোলনের ইন্ধনে মোতাকাব্বের হোসেন, রিয়াল মিয়া, নাঈম মিয়া, মোরছালিন মিয়া, এনামুল হক হলুদ, তাজমুল হোসেন, রুকু মিয়া, কোরবান আলী, মানিক মিয়া, হাছিব মিয়া, সজিব মিয়া, লাকাদ মিয়া, সাকিব মিয়া, হামিম মিয়া, গোলাম রব্বানি, সিয়াম মিয়া, মোত্তাকিন মিয়া, রেদোয়ান মিয়া, রোম্মান মিয়া, শহীদ মিয়া, রাতুল মিয়া, শয়ন মিয়া, রাফিন, হাফিজার রহমানসহ অজ্ঞাত আরও ২০-২৫ জন লাঠি, লোহার রড ও দা নিয়ে চেয়ারম্যানের বসতবাড়িতে অবস্থিত হোমিওপ্যাথিক ফার্মেসিতে হামলা করে।

এ সময় সেখানকার দরজা, টেলিভিশন, চেয়ার, টেবিল ভাঙচুর করে আনুমানিক ৩৯০০০ টাকার ক্ষয়ক্ষতি করে ও ক্যাশ টেবিলের ড্রয়ার থেকে ৮৬,০০০ টাকা নিয়ে যায়। দেশীয় অস্ত্র উঁচিয়ে চেয়ারম্যানকে প্রকাশ্যে হত্যা করার হুমকি প্রদান করে। এ বিষয়ে চেয়ারম্যানের পক্ষে তার ভাতিজা মোনতাসীর ওয়াহেদী বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত মিঠাপুকুর উপজেলা আমির জয়নাল আবেদীন বলেন, এক বছর হয়নি আমাদের জামায়াত সমর্থিত পায়রাবন্দ ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সে হত্যার রহস্য আজও উদঘাটন হয়নি। আবারও আমাদের উপজেলার আরেক ইউপি চেয়ারম্যানকে হত্যার উদ্দেশ্যে বসতবাড়িতে হামলা চালানো হয়েছে। আমরা বড় কোনো দুর্ঘটনার আগেই এ অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ সময় আরও বক্তব্য দেন মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম, বালুয়া মাসিমপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান, ইমাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম ডানো।

এ বিষয়ে মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্য : দুঃখ প্রকাশ সেই জামায়াত নেতার

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

ইয়ামালের অসাধারণ গোলে আবারও লা লিগার শীর্ষে বার্সা

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

১০

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

১১

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

১২

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১৩

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

১৪

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

১৫

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

১৬

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

১৭

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

১৮

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৯

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

২০
X