শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

যুবদল নেতার তোরণ পুড়িয়ে দিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা

পুড়িয়ে দেওয়া তোরণ। ছবি : কালবেলা
পুড়িয়ে দেওয়া তোরণ। ছবি : কালবেলা

শরীয়তপুরের নড়িয়াতে আধিপত্যের জেরে যুবদল নেতার তৈরি করা তোরণের ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রেজাউল হাওলাদারের সমর্থকদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ঘড়িষার ইউনিয়নের পাগলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়, প্রত্যক্ষদর্শী এবং দলীয় সূত্রে জানা যায়, নড়িয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান সাগরের সঙ্গে জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রেজাউল হাওলাদারের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। যুবদল নেতা মতিউর রহমান সাগর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ সহকারী মিয়া নুরউদ্দিন অপুর সমর্থক। অন্যদিকে স্বেচ্ছাসেবক দলের নেতা রেজাউল হাওলাদার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সভাপতি জামাল শরীফ হিরুর সমর্থক বলে জানা যায়।

সম্প্রতি সাগর ঘড়িষার ইউনিয়নের পাগলার মোড় এলাকায় মিয়া নুরউদ্দিন অপু ও জামাল শরীফ হিরুর ছবি সংবলিত একটি তোরণ নির্মাণ করেন। বিষয়টি মেনে নিতে পারেননি স্বেচ্ছাসেবক দলের নেতা রেজাউলের সমর্থকরা। বৃহস্পতিবার রাত দশটার দিকে স্বেচ্ছাসেবক দলের নেতা রেজাউলের নেতৃত্বে সাবেক ছাত্রদল নেতা আলহাজ মাঝী, ঘড়িষার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমানসহ অন্তত ১৫ জন তোরণের ব্যানার সরিয়ে নিয়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ মতিউর রহমান সাগরের। এ ছাড়াও ওই এলাকার কয়েকটি ফেস্টুনও নষ্ট করে দেওয়া হয় বলে জানান যুবদল নেতা সাগর।

এ বিষয়ে জানতে নড়িয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান সাগর বলেন, আমি অপু ভাইয়ের ছবি দিয়ে তোরণ নির্মাণ করায় ক্ষিপ্ত হয় রেজাউল। তাছাড়া হিরু ভাই আমাদের এলাকার লোক বলেই তার ছবি ব্যানারে ব্যবহার করেছি। কিন্তু রেজাউল হাওলাদারের নির্দেশে বেশ কয়েকজন সন্ত্রাসী আমার তোরণের ব্যানার খুলে নিয়ে আগুন ধরিয়ে দেয়। আমি বিষয়টি থানায় অবগত করেছি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রেজাউল হাওলাদার। তিনি বলেন, মতিউর রহমানের কর্মকাণ্ডে স্থানীয় লোকজন ক্ষিপ্ত। ও হিরু ভাইয়ের দল না করেও তার ছবি তোরণে দিয়েছে। তাই স্থানীয় কিছু ছেলে ব্যানার নামিয়ে নিয়েছে। তবে তোরণে কেউ আগুন দেয়নি।

জানতে চাইলে নড়িয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান কালবেলাকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সবাই এখন নির্বাচন নিয়ে ব্যস্ত, কেউ আমাদের খোঁজ নিচ্ছে না’

প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ছে যত

প্রতিহিংসা নয়, ঐক্যের রাজনীতি চাই : হাবিব

সালাম দিয়ে তারেক রহমান জানতে চাইলেন, ‘অনরা ক্যান আছেন?’

এবার পর্দায় বিক্রান্ত ম্যাসির সঙ্গে জেনিফার লোপেজ

বয়সের সঙ্গে বদলায় শরীরের পুষ্টির চাহিদা

কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলমের মনোনয়ন বৈধ ঘোষণা

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় এক সপ্তাহের বিরতি

নির্বাচনের ব্যানার টাঙাতে গিয়ে আহত বিএনপি কর্মী

আধুনিক চিকিৎসা পদ্ধতি স্টেম সেল থেরাপি

১০

ক্ষমতায় এলে বাড়ি বাড়ি স্বাস্থ্যসেবা পৌঁছাতে যে পরিকল্পনা তারেক রহমানের

১১

আমার কোনো হাঁসের ডিম যেন চুরি না হয় : রুমিন ফারহানা

১২

নায়িকা হওয়ার প্রস্তাব পেলেন শহিদ কাপুরের স্ত্রী

১৩

বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় যা বলছে বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

১৪

সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

১৫

‘বয়কট’ গুঞ্জনের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের

১৬

পলোগ্রাউন্ডের মঞ্চে তারেক রহমান

১৭

সাদ্দামের প্যারোলে মুক্তি: যা বলছে যশোরের জেলা প্রশাসন

১৮

ভারতে কেন দল পাঠানো হয়নি, ব্যাখ্যা দিলেন আসিফ আকবর

১৯

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অভিযোগ তুললেন নাহিদ ইসলাম

২০
X