লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে লক্ষ্মীপুরে বৃষ্টি

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে লক্ষ্মীপুরে বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে লক্ষ্মীপুরে বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে শুরু হওয়া বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় দানা নিয়ে উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর পর্যন্ত কোনো প্রস্তুতিমূলক সভা করেনি জেলা প্রশাসন।

তবে জেলা সিভিল সার্জন আহমেদ কবির জানিয়েছেন, স্বাস্থ্য বিভাগের ৬৪টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে।

অন্যদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘনা নদী উত্তাল থাকায় লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট থেকে বরিশাল-ভোলা রুটের সব নৌযান এবং লক্ষ্মীপুর-ভোলা রুটের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’ উপকূলের আরও কাছে চলে এসেছে। এসব এলাকায় স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি বেড়েছে। এতে করে দুশ্চিন্তায় রয়েছেন উপকূলের মানুষ। তবে, বাংলাদেশের ভূখণ্ডে ‘দানা’র তাণ্ডব চালানোর আশঙ্কা নেই বলে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দানা নিয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ সাংবাদিকদের জানান, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের সমতলে প্রবেশ করার কোনো আশঙ্কা নেই।

তিনি বলেন, ঘূর্ণিঝড় দানা বুধবার (২৩ অক্টোবর) রাত ৩টার দিকে শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে বৃহস্পতি-শুক্রবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তখন বাতাসের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার থাকতে পারে।

বজলুর রশিদ বলেন, ঘূর্ণিঝড় দানা এখন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে। তবে এই ঘূর্ণিঝড় বাংলাদেশের সমতলে আসার কোনো আশঙ্কা নেই। মধ্যরাতে ওড়িশা ও পশ্চিমবঙ্গে আঘাত হানবে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের ৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’ আরও উত্তর- উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় (১৮.৪° উত্তর অক্ষাংশ এবং ৮৮.০° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়টি সকাল ৬টায় (২৪ অক্টোবর) চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৯৫ কিমি দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৫৫ কিমি দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৪৮৫ কিমি দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৭৫ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় দানা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উইন্ডোজ ১১-এ আসছে নতুন ফিচার

মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নাশকতার মামলায় আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

গোপালগঞ্জে আ.লীগের নাশকতা ঠেকাতে বিএনপির অবস্থান কর্মসূচি

ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন

ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রান্স: স্মরণ, শোক এবং নিরাপদ ভবিষ্যতের অঙ্গীকার

গোমতী নদীর চরে গলায় কাপড় প্যাঁচানো কিশোরের মরদেহ

কেউ শোনে না চরাঞ্চলের শিক্ষকদের চাপা কান্না

ঘরেই বানিয়ে নিন সরষে-পোস্তো দিয়ে কাতলা মাছের ঝাল

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভিপি পদে মনোনয়ন নিলেন জবি ছাত্রদল নেতা

১০

মুগ্ধতায় নুসরাত ফারিয়া

১১

বাফুফের চিঠির জবাব দিল বিসিবি, যা লেখা তাতে

১২

২৯ বছরেও শুরু হয়নি খানজাহান আলী বিমানবন্দর নির্মাণের কাজ

১৩

বাবার কোলে চড়ে অনার্স পাস করা হাসি শিক্ষক হতে চান

১৪

হেবরনে ইব্রাহিমি মসজিদ মুসলমানদের জন্য বন্ধ ঘোষণা

১৫

রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

১৬

অবৈধ হ্যান্ডসেট ব্যবহারকারীদের যা জানাল বিটিআরসি

১৭

টোটা’র নতুন চমক

১৮

সাভারে ৫ ঘণ্টার ব্যবধানে দুই বাসে আগুন

১৯

রেলওয়ের সাবেক ডিজিসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

২০
X