লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে লক্ষ্মীপুরে বৃষ্টি

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে লক্ষ্মীপুরে বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে লক্ষ্মীপুরে বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে শুরু হওয়া বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় দানা নিয়ে উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর পর্যন্ত কোনো প্রস্তুতিমূলক সভা করেনি জেলা প্রশাসন।

তবে জেলা সিভিল সার্জন আহমেদ কবির জানিয়েছেন, স্বাস্থ্য বিভাগের ৬৪টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে।

অন্যদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘনা নদী উত্তাল থাকায় লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট থেকে বরিশাল-ভোলা রুটের সব নৌযান এবং লক্ষ্মীপুর-ভোলা রুটের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’ উপকূলের আরও কাছে চলে এসেছে। এসব এলাকায় স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি বেড়েছে। এতে করে দুশ্চিন্তায় রয়েছেন উপকূলের মানুষ। তবে, বাংলাদেশের ভূখণ্ডে ‘দানা’র তাণ্ডব চালানোর আশঙ্কা নেই বলে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দানা নিয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ সাংবাদিকদের জানান, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের সমতলে প্রবেশ করার কোনো আশঙ্কা নেই।

তিনি বলেন, ঘূর্ণিঝড় দানা বুধবার (২৩ অক্টোবর) রাত ৩টার দিকে শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে বৃহস্পতি-শুক্রবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তখন বাতাসের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার থাকতে পারে।

বজলুর রশিদ বলেন, ঘূর্ণিঝড় দানা এখন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে। তবে এই ঘূর্ণিঝড় বাংলাদেশের সমতলে আসার কোনো আশঙ্কা নেই। মধ্যরাতে ওড়িশা ও পশ্চিমবঙ্গে আঘাত হানবে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের ৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’ আরও উত্তর- উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় (১৮.৪° উত্তর অক্ষাংশ এবং ৮৮.০° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়টি সকাল ৬টায় (২৪ অক্টোবর) চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৯৫ কিমি দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৫৫ কিমি দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৪৮৫ কিমি দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৭৫ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় দানা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনারগাঁয়ে বর্ণাঢ্য র‌্যালি 

খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন ভূমিকম্পে বেঁচে যাওয়া আফগানরা, রয়েছে আতঙ্ক 

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উত্তেজনা বিএনপির, সুন্দরগঞ্জে ১৪৪ ধারা জারি

আসছে ‘মহানায়কের গান’ সিজন ২

জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ চেয়ে ইসিতে আবেদন

চিকিৎসার জন্য নুরকে বিদেশ নেওয়া হবে কি না, জানালেন ঢামেক পরিচালক

চীনের কুচকাওয়াজে যোগ না দিয়েই কেন ফিরে এলেন মোদি?

আমরা বিএনপি পরিবারের সহযোগিতায় সুস্থতার পথে ছোট্ট রাতুল 

৭ বছর আগে ‘নিখোঁজ’ স্বামীকে খুঁজে পেলেন ফেসবুকে, সঙ্গে অন্য নারী

ইলিয়ানার কাছে মাতৃত্বই এখন প্রাধান্য

১০

হচ্ছে না সিন্ডিকেট, বাকৃবিতে হল বন্ধের নোটিশ বহাল

১১

চার দিনেও জ্ঞান ফিরেনি ইমতিয়াজের, মামুনকে কেবিনে স্থানান্তর

১২

ম্যানেজিং কমিটিতে থাকলে এমপি প্রার্থী নয়

১৩

ইউআইইউতে স্কিন’ও বিজনেস ইন্টেলিজেন্স অনুষ্ঠিত

১৪

২২০ টাকায় মিলল পুলিশে চাকরি

১৫

মুসাদ্দিককে হত্যা করতে চেয়েছিল নিষিদ্ধ ছাত্রলীগ

১৬

ঘরে মৃত মানুষের ছবি টানানো যাবে কি? যা বলছে হাদিস

১৭

ব্যাট হাতে লিটনের ঝড়ের পর বৃষ্টিতে বন্ধ খেলা

১৮

ভোট চাইতে গিয়ে / ধরা পড়ে ঢাকা কলেজের ছাত্র বললেন, ‘আমি রোকেয়া হলে থাকি’

১৯

‘নীল ডিম’ পাড়ল মুরগি, হতবাক গ্রামবাসী

২০
X