আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

এনআইডি করতে গিয়ে রোহিঙ্গা নারীসহ আটক ৩

আটক রোহিঙ্গা নারী ও তার নকল বাবা। ছবি : কালবেলা
আটক রোহিঙ্গা নারী ও তার নকল বাবা। ছবি : কালবেলা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভুয়া তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র করতে গেলে রোহিঙ্গা নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার নির্বাচন অফিসে ছবি তোলার সময় তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন রোহিঙ্গা নারী সুমাইয়া আক্তার (২৬), তার প্রকৃত বাবা রোহিঙ্গা নাগরিক মো. তৈয়ব (৪৫) ও ভুয়া বাবা মো. ইসমাইল (৬৫)। তাদের মধ্যে ইসমাইল উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খুরুস্কুল গ্রামের মৃত সাঁচি মিয়ার ছেলে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আটক রোহিঙ্গা মো. তৈয়ব ২০ বছর ধরে আনোয়ারার জুঁইদন্ডী এলাকায় বসবাস করছেন। তৈয়বের মেয়ে সুমাইয়া ভুয়া তথ্যে পোশাক কারখানা কেইপিজেডে চাকরি করছে। সম্প্রতি চাকরির জন্য তার এনআইডি কার্ডের প্রয়োজন হলে ইসমাইলকে ভুয়া বাবা সাজিয়ে ইউনিয়ন পরিষদ থেকে প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর নিয়ে আবেদনের পর বুধবার ছবি তুলতে নির্বাচন অফিসে আসেন। তাদের আচরণে সন্দেহ হলে নির্বাচন অফিসের কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। এ সময় তারা সব স্বীকার করেন। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া কাগজপত্রের বিষয়ে জুঁইদন্ডী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহীম বলেন, প্রথমে আমার কাছে এলেও আমি তাদের কাগজপত্রে স্বাক্ষর করিনি। পরে হয়তো কারও মাধ্যমে ধরে অন্যজনের কাগজপত্রের ভেতরে করে আমার স্বাক্ষর নিয়ে নিয়েছে।

উপজেলা নির্বাচনী কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, বুধবার এনআইডি কার্ডের ছবি তোলার সময় এক মেয়েকে সন্দেহ হলে তাকে আটক করি। এ সময় তার সব কাগজপত্র তার নকল বাবা ও আসল বাবা করে দিয়েছেন বলে মেয়েটি স্বীকার করেন। পরে তার বাবা পরিচয়ে আসা মো. ইসমাইল ও রোহিঙ্গা মো. তৈয়বকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি বলেন, আটক রোহিঙ্গা ওই নারী চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি জন্মনিবন্ধও জমা দিয়েছেন। আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্তা নিচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কর্মসূচি 

খালেদা জিয়ার অসুস্থতা কারাগারে অপ-চিকিৎসার ফল : মির্জা আব্বাস

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিজিএমইএ’র উদ্যোগে দোয়া

কুষ্টিয়ার দৌলতপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জে মাসুদুজ্জামানের উদ্যোগে দোয়া 

১৩ জনকে বাঁচিয়ে পানিতে তলিয়ে গেলেন হাসান, শেষ ফোনকলে ছিল মাকে দেখার ইচ্ছা

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া চাইলেন ইশরাক

‘মা-ভাই-বোনকে প্লট দিতে খালা হাসিনাকে চাপ দেন টিউলিপ’

প্লট দুর্নীতি / শেখ হাসিনার সঙ্গে এবার রেহানা-টিউলিপের রায় সোমবার

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জগঠন সোমবার

১০

বিএমইউ ‘ছাত্র কল্যাণ পরিষদ’-এর উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১১

জাতির ক্রান্তিলগ্নে খালেদা জিয়ার সুস্থতা অনেক বেশি জরুরি : ব্যারিস্টার অসীম

১২

ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজের দুর্নীতি অনুসন্ধানে দুদকের টিম গঠন

১৩

মশক নিধনে ৫৬ স্প্রেম্যানকে হাতে-কলমে প্রশিক্ষণ দিল চসিক

১৪

চট্টগ্রামে মাস্টার ইন্সট্রাক্টর প্রশিক্ষণ, সড়ক নিরাপত্তায় নতুন উদ্যোগ

১৫

জামায়াত বরাবরই বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে : কাজী আলাউদ্দিন

১৬

ব্রাকসু নির্বাচন / প্রথম দিনে ৭ জনের মনোনয়ন সংগ্রহ, ছাত্রী হলে নেননি কেউ

১৭

বগুড়ায় হাসিনাসহ ২৯৩ জনের বিরুদ্ধে মামলা

১৮

জামায়াত ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ভাতা দেবে : মাসুদ সাঈদী

১৯

৫০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিতে পারবেন প্রধান বিচারপতি

২০
X