বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

অপহরণের পর একই পরিবারের ৬ জনকে কুপিয়ে জখম

কুপিয়ে জখম হওয়া ভুক্তভোগী একই পরিবারের ৩ সদস্য। ছবি : কালবেলা
কুপিয়ে জখম হওয়া ভুক্তভোগী একই পরিবারের ৩ সদস্য। ছবি : কালবেলা

বগুড়ার গাবতলীতে নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার ও তার দলবলের বিরুদ্ধে অপহরণের পর একই পরিবারের ছয়জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের চাকলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বাবুল আকন্দ (৪৫), খুকি বেগম (৭০), আবুল আকন্দ (৫৫), বিউটি বেগম (৪০), আ. হান্নান (৪০) এবং পান্না (৩৮)। আহতদের মধ্যে বাবুল ও খুকিকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাবুলের মাথায় ১৫টি সেলাই দিতে হয়েছে।

এ ঘটনায় রোববার (১৯ জানুয়ারি) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, গাবতলীর সুখানপুকুর ইউনিয়নের চামুরপাড়া গ্রামের মৃত অমেদ আলীর ছেলে সিএনজিচালিত অটোরিকশাচালক আব্দুল হান্নান (৪৫) প্রতিদিনের মতোই শনিবার ভোরে সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হন। সকালে নাড়ুয়ামালা আমতলা এলাকা থেকে হান্নানকে সিএনজিসহ অপহরণ করা হয়। প্যানেল চেয়ারম্যান গোলজার ও তার লোকজন নাড়ুয়ামালা থেকে অপহরণ করে গ্রামের বাড়ি চাকলায় আটকে রেখে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে।

এদিকে অপহৃত হান্নানের পরিবারের লোকজন খবর পেয়ে তাকে ছাড়িয়ে নিতে চাকলা গ্রামে গেলে প্যানেল চেয়ারম্যান গোলজার ও তার লোকজন বিভিন্ন ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে একই পরিবারের ছয়জনকে কুপিয়ে জখম করে এবং নগদ দেড় লাখ টাকা ও ১টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় হান্নানের ছোটভাই জিল্লুর রহমান (৩৩) গাবতলী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ প্রসঙ্গে গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজারের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তা বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল কালবেলাকে বলেন, এ-সংক্রান্ত অভিযোগ হাতে পেয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। হামলাকারীদের গ্রেপ্তারের অভিযান চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে যেসব ইস্যুতে মার্কিন রাষ্ট্রদূতের বিশেষ বৈঠক

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

১০

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

১১

ফুটবল মাঠে বন্দুকধারীদের তাণ্ডব, প্রাণ গেল ১১ জনের

১২

আইইউবিএটির সমাবর্তনে বৈশ্বিক শিক্ষার ওপর গুরুত্ব পররাষ্ট্র উপদেষ্টার

১৩

রাষ্ট্র, ক্ষমতা ও নীরবতার সময় ডাভোসে ট্রাম্প

১৪

ভারত বিশ্বকাপের অ্যাক্রিডিটেশন বাতিল, প্রতিক্রিয়ায় যা বললেন সাংবাদিকরা

১৫

এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি বানানোর নয়, রাষ্ট্র বিনির্মাণের :  রবিউল

১৬

পাগড়ি পরিয়ে ৩৫ কোরআনে হাফেজকে সম্মাননা

১৭

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

১৮

নুরুদ্দিন অপুর ধানের শীষের সমর্থনে এক হলেন শরীয়তপুর ৩ আসনের সব দল

১৯

ডাকসু সদস্য সর্বমিত্র চাকমাকে শোকজ

২০
X