সিলেট ব্যুরো
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৫:২৯ এএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৫:৩৩ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের পেটাল ছাত্রলীগ

সিলেটে দুই পক্ষের সংঘর্ষে ৩১টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। ছবি : কালবেলা
সিলেটে দুই পক্ষের সংঘর্ষে ৩১টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। ছবি : কালবেলা

সিলেট নগরীতে মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের পিটিয়েছেন নগরের মাছিমপুর এলাকার স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (১১ এপ্রিল) রাত ১০টার দিকে নগরীর মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রাতে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. রেজাউল করিম। তিনি বলেন, শুক্রবার বিকেলে ক্রিকেট খেলা শেষে কোল্ড ড্রিংস খাওয়ার সময় মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ গুরুতর আহত হন। পরে আজিজের অনুসারীরা অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে মাছিমপুর এলাকায় গিয়ে সাবেক নারী কাউন্সিলরের বাসায় হামলা চালায়। পরে স্থানীয়রা একত্রিত হয়ে তাদের প্রতিহত করতে গেলে তারা মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ৩১টি মোটরসাইকেল ভাঙচুর করে।

স্থানীয়রা জানান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজের সঙ্গে নগরীর গার্ডেন টাওয়ার এলাকায় বসা নিয়ে মাছিমপুর এলাকার দিপু নামে এক ব্যক্তির সংঘর্ষ হয়। দিপু নিষিদ্ধ ছাত্র সংঘঠন ছাত্রলীগের রাজনীতের সাথে জড়িত ছিল বলে জানা যায় এবং এলাকায় বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত। হামলায় আজিজ ও যুবদল কর্মী রুম্মান খান মুন্না আহত হন। আহত আজিজ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীর অনুসারী বলে জানা গেছে।

তারা জানান, খবর পেয়ে আজিজের অনুসারী ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে মাছিমপুর এলাকায় দিপুর বাসায় যান। এ সময় এলাকাবাসী একত্রিত হয়ে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া করে। এতে নেতাকর্মীরা দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। তখন এলাকাবাসী বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল ভাঙচুর করেন। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সিসিকের সংরক্ষিত নারী আসনের সাবেক কাউন্সিলর শারমিন আকতার রুমির দাবি, বিএনপি অনুসারী একদল যুবক তার বাসায় অতর্কিত হামলা চালায় এবং তার ঘরে থাকা নগদ অর্থ ও নারীদের শরীরে থাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। তিনি জানান, প্রায় ৫০ লাখ টাকা পরিমাণে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে তাো। এ সময় ঘরে কোনো পুরুষ সদস্য না থাকার কথাও জানান তিনি।

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা আজিজের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে ও মোটরসাইকেল ভাঙচুর হয়েছে, এটা সিলেটের রাজনীতির জন্য মেটেও শোভনীয় নয়। যারা এ কাজ করেছে তারা জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মামলার আসামি। ছাত্রলীগ নেতা দিপু ও মন্জুসহ কয়েকজন মামলার আসামি থাকা সত্ত্বেও প্রশাসন আইনের আওতায় নিয়ে আসতে না পারায় এ ধরনের ঘটনা ঘটেছে। তারা এলাকায় বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে এ ঘটনাটি যারা ঘটিয়েছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনকে অনুরোধ জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রক্তচাপ কমাতে সাহায্য করে যে ৮ খাবার

বিয়ে করেছেন শাকিব-মান্নার নায়িকা

আপনার শিশুকে সবজি খাওয়ানোর সহজ কিছু উপায়

‘সব প্রশ্নের উত্তর দিতে নেই’—মা হওয়ার গুঞ্জনে কি শাকিবের পথেই হাঁটছেন বুবলী

নিজেকে ‘এমএলএ ফাটাকেষ্ট’ বললেন এমপি প্রার্থী

মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র, বহিষ্কার জেলা বিএনপি সম্পাদক

সিলেটে বিএনপির জনসভা শুরু

ঢাকা-১৬ আসন / মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুলের

সিরিয়ায় বিদ্রোহীদের হামলায় ১১ সেনা নিহত

খালেদা জিয়া দেশের জন্য জীবন উৎসর্গ করে গেছেন: মান্নান

১০

বিক্ষোভে নিহতদের সংখ্যা জানাল ইরান

১১

‘আমি একটা পরী’— পরী মণির কড়া জবাব

১২

তারেক রহমানই হবেন আগামীর প্রধানমন্ত্রী : আমান উল্লাহ

১৩

ঢামেকে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর

১৪

থালা-বাসন ধোয়ার সময় এড়িয়ে চলুন এই ৫ ভুল

১৫

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১৬

তারেক রহমানের জনসভায় মানুষের ঢল

১৭

তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় সফরসঙ্গী একঝাঁক ফ্যাসিবাদবিরোধী যোদ্ধা

১৮

বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন

১৯

এবার বিএনপি থেকে বহিষ্কার সাবেক প্রতিমন্ত্রী

২০
X