রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বড় বোনের মৃত্যু, ছোট বোনের অবস্থা আশঙ্কাজনক

নীলফামারীর সৈয়দপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত একজন হাসপাতালে। ছবি : কালবেলা
নীলফামারীর সৈয়দপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত একজন হাসপাতালে। ছবি : কালবেলা

নীলফামারীর সৈয়দপুরে উত্তরা ইপিজেড এলাকায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই বোন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে বড় বোন সুইটি আখতার (২২) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ছোট বোন তাজনিমা আখতারের (২০) অবস্থা সংকটাপন্ন।

তাদের বাড়ি নালফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নে। বাবার নাম বাবুল হোসেন। তারা দুজনই নীলফামারী সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। চাকরি করতে উত্তরা ইপিজেডের ৭ নং সেকশনে। ইপিজেড এলাকার হাজিপাড়াতে বাসা নিয়ে থাকতেন।

স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, কাজে যাওয়ার জন্য ভোরে উঠে গ্যাসের চুলায় রান্না বসান দুই বোন। রান্না করার একপর্যায়ে গ্যাস সিলিন্ডারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় পুরো রান্না ঘরে আগুন ছড়িয়ে পড়ায় মুহূর্তেই অগ্নিদগ্ধ হন দুই বোন। পরে প্রতিবেশীরা বাসার দেয়াল ভেঙে তাদের উদ্ধার করে প্রথমে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করান।

অবস্থার অবনতি হলে সকাল ৯টার দিকে রংপুর মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়। দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুইটি।

বাসার মালিক রেজাউল ইসলাম বলেন, ভোরের দিকে তাদের রান্না ঘরে আগুন লেগে যায়। বাসার গেট বন্ধ থাকায় দেয়াল ভেঙে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খুব সম্ভবত গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লেগেছে।

বাবা বাবুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আগুন আমার মেয়ে দুইটাকে শেষ করি দিল। আমি এখন কী নিয়ে বাঁচব। ইপিজেডে কাজ করায় পাশে ভাড়া থাকত। সকালে অফিস যেতে হয় তাই রান্না করছিল। গ্যাসের আগুনে মেয়ে দুইটাকে পুড়ে মারল।’

তাদের ভগ্নিপতি বুলবুল আহমেদ বলেন, ‘লাশ বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। আরেকজনের অবস্থাও বেশি ভাল না। আল্লাহর ওপর ভরসা করে আছি।’

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন, প্লাস্টিক ও কসমেটিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. শাহীন শাহ বলেন, তাদের শরীর শতভাগ পুড়ে গেছে। দুজনের মধ্যে সুইটি মারা গেছেন। অন্যজনের অবস্থাও আশঙ্কাজনক। এজন্য তাকে ঢাকায় পাঠানোর চেষ্টা করছি না। চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ বিশ্বকাপে না থাকায় যা বললেন ডি ভিলিয়ার্স

জেএসডির ৬৩ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

পোস্টাল ব্যালট বাতিলে নতুন নির্দেশনা ইসির

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা 

ঘরে সহজেই যেভাবে ‘বান্নি ইয়ার ক্যাকটাস’ লাগাবেন ও যত্ন নেবেন

বাংলাদেশি ক্রিকেটারদের জন্য আমাদের খারাপ লাগছে : ট্রুডি লিন্ডব্লেড

‘তোর ভাইকে মাথায় গুলি করিয়ে মেরেছি, তোকে মারতে আমি যাব’

বিশ্বকাপ বয়কটের কোনো পরিকল্পনা নেই ডাচদের

৯ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১১৫ বছরে প্রথমবার দলিল ব্যবস্থায় বড় পরিবর্তন

১০

ডাকসু ইস্যুতে সেই নেতার বিরুদ্ধে জামায়াতের অ্যাকশন

১১

চট্টগ্রাম-২ আসনে হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির সারোয়ার

১২

বাংলাদেশকে বাদ দেওয়ায় আইসিসির ওপর ক্ষোভ ঝাড়লেন পাক কিংবদন্তি

১৩

লাগাতার বিতর্কে আলোচনার তুঙ্গে ডাকসু নেতা সর্বমিত্র

১৪

বিশ্বকাপে সুযোগ পেয়েও বিপত্তিতে পড়েছে স্কটল্যান্ড

১৫

চিনি ছাড়া কফি কি স্বাস্থ্যকর, জানাচ্ছেন বিশেষজ্ঞ

১৬

গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

১৭

চাকরি দিচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

১৮

একদিকে গায়ে হাত, অন্যদিকে ফ্যামিলি কার্ড চলবে না : জামায়াত আমির

১৯

বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানের বিশ্বকাপ বর্জনের বিপক্ষে ওয়াসিম আকরাম

২০
X