ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাড়ির উঠানে ধান শুকানোকে কেন্দ্র করে চাচাত ভাইয়ের হাতে খুন হয়েছেন সুজন ফকির। বৃহস্পতিবার (১ মে) সকাল ৯টায় কায়েমপুর ইউনিয়নের জাজিসার গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত শাওনকে (২০) আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। নিহত যুবক ও অভিযুক্ত আপন চাচাত ভাই।
সুজনের বাবা খোকন ফকির জানান, বৃহস্পতিবার সকালে বাড়ির উঠানে কে ধান দেবে তা নিয়ে কথাকাটাকাটি হয় দুই ভাইয়ের মধ্যে। একপর্যায়ে শাওন অকথ্য ভাষায় সুজনকে গালাগাল করতে থাকলে সুজন একটি লাঠি নিয়ে প্রতিবাদ করতে যায়। এ সময় শাওন ছুরি দিয়ে আঘাত করলে সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে সুজন।
তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কুমিল্লা মেডিকেলে রেফার করেন কর্তব্যরত চিকৎসক। পরে কুমিল্লা নেওয়ার পথেই মারা যায় সুজন। সুজনের একটি ৩ বছরের ছেলে ও একটি ৭ মাসের মেয়ে সন্তান রয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের জানান, মূলত ধান শুকানোকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শাওনকে আটকের চেষ্টা চলছে।
মন্তব্য করুন