নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ০২ মে ২০২৫, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

অভিযুক্ত জুবায়ের আহমেদ শাকিব। ছবি : সংগৃহীত
অভিযুক্ত জুবায়ের আহমেদ শাকিব। ছবি : সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে এক ব্যবসায়ীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। চাঁদা না দিলে ওই ব্যবসায়ীর দোকান ভেঙে ফেলার হুমকি দিয়েছেন ওই নেতা।

অভিযুক্ত ছাত্রদল নেতার নাম জুবায়ের আহমেদ শাকিব (২৮)। তিনি উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। শাকিব উপজেলার কাশিপুর গ্রামের মো. দিলোয়ার হোসেনের ছেলে। অভিযোগকারী মো. সোহেল রানা একজন ব্যবসায়ী। তিনি উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

শুক্রবার (২ মে) দুপুরে মোহনগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাশিপুর বাজারে একটি মনোহারী দোকান ও একটি রাইসমিল রয়েছে সোহেল রানার। গত ৫ আগস্টের পর থেকে স্থানীয় ছাত্রদল নেতা শাকিব তার লোকজন নিয়ে গিয়ে সোহেল রানার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। সর্বশেষ গত ৩০ এপ্রিল সন্ধ্যায় শাকিব তার সঙ্গীদের নিয়ে সোহেল রানার দোকানে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।

এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল। তবে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোহেলের গলায় ছুরি ঠেকিয়ে হুমকি দিয়ে তারা বলেন, আগামী দুই দিনের মধ্যে টাকা না দিলে তোর দোকানটি ভেঙে ফেলবে। এ ঘটনায় পরদিন থানায় লিখিত অভিযোগ দেন সোহেল রানা।

এতে শাকিবসহ ৬ জনের নাম উল্লেখ করেন তিনি। অন্যরা হলেন- কাশিপুর গ্রামের মো. আরিফ (৩০), মো. বাবলু মিয়া (৩৫), মো. দিলোয়ার হোসেন (৫৮), মো. নান্টু মিয়া (২৪) ও বায়জিদ (১৮)।

সোহেল বলেন, শাকিব গত বছরের ৫ আগস্টের পর থেকে নানা ধরনের হুমকি-ধমকিসহ আমার কাছে চাঁদা দাবি করে আসছে। রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে এলাকায় বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ড করে চলেছে সে। তার অত্যাচারে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় শাকিব তার সঙ্গীদের নিয়ে আমার দোকানে এসে গলায় ছুরি ঠেকিয়ে হুমকি দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। না দেওয়ায় হুমকি দিয়ে বলে যায় আগামী দুই দিনের মধ্যে টাকা না দিলে মেরে ফেলবে। এ সময় দোকানে এলাকার অনেক লোক বসা ছিল। তাদের সামনেই এমন কাজ করেছে। এখন ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি। শেষে বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছি।

এ বিষয়ে উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. কুতুব উদ্দিন বলেন, ঘটনাস্থল আমার বাড়ি থেকে কিছুটা দূরে। তবে এলাকার লোকজনের মাধ্যমে ঘটনাটি শুনেছি। ভুক্তভোগীরাও ঘটনাটি জানিয়েছেন। ঘটনার সত্য মিথ্যা জানি না। যেহেতু থানায় অভিযোগ দিয়েছে, পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে আশা করছি। সত্য হলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আর মিথ্যা হলে অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এতে এলাকায় এমন ঘটনা আর ঘটবে না।

তবে জুবায়ের আহমেদ শাকিব তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এসবের কিছুই জানি না। আমি ওইদিন ঢাকায় ছিলাম। আমার বিরুদ্ধে করা সব অভিযোগ মিথ্যা।

মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান বলেন, অভিযোগ তদন্ত করার জন্য থানার একজন উপ-পরিদর্শককে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের পর এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল পূর্বাচল আর্মি ক্যাম্পের সেনারা

চুক্তি নবায়নের পর মোনাকোয় ধারে গেলেন বার্সা তারকা ফাতি

উড্ডয়নের ৭ মিনিটেই মাটিতে আছড়ে পড়ল বিমান, সব আরোহী নিহত

গণতান্ত্রিক ব্যবস্থাকে দ্রুত প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : খালেদা জিয়া

ঘরে ঝুলছিল বিচারকের স্ত্রীর লাশ

বুমরাহকে নিয়ে ঝুঁকির মুখে ভারত: খেলালে সব শেষ?

জবি শিক্ষকের নামে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ

ইস্টার্ন ইউনিভার্সিটি ও ড্যাফোডিল রেসপন্স সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক সই

পাথর কোয়ারি বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর

ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের কোনো ক্ষতি করতে পারেনি ইসরায়েল’

১০

বিইউবিটিতে বিগ ব্যাং তত্ত্ব নিয়ে সেমিনার

১১

নতুন ভূমিকায় মিরাজ, ব্যাটিং অর্ডারেও আনছেন পরিবর্তন

১২

জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অনুমোদন চক্রান্তের পদধ্বনি : খতমে নবুওয়ত

১৩

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় / সাবেক দুই মন্ত্রীর স্বজনসহ ৫ কর্মকর্তাকে অব্যাহতি

১৪

দুই দফা কমে আবার বাড়ল স্বর্ণের দাম

১৫

বাড়ি ছাড়লেন মুরাদনগরের সেই নারী

১৬

ডিভোর্স নিয়ে মুখ খুললেন সুস্মিতা রায়

১৭

ঢাবিতে রিকশাচালকের মৃত্যু 

১৮

বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ বলে মানছেন আসালাঙ্কা

১৯

জুনে এলো তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

২০
X