নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

বহিষ্কৃত যুবদল নেতা মনিরুজ্জামান মনির। ছবি : কালবেলা
বহিষ্কৃত যুবদল নেতা মনিরুজ্জামান মনির। ছবি : কালবেলা

নরসিংদীর পলাশে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর এক যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত মনিরুজ্জামান মনির ডাঙ্গা ইউনিয়ন যুবদল সভাপতির দায়িত্বে ছিলেন।

মঙ্গলবার (০৮ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ।

নরসিংদী জেলা যুবদলের সহদপ্তর সম্পাদক নাজমুল ইসলাম সুমন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়।

রোববার (০৭ জুলাই) প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ ও সংগঠন পরিপন্থি কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে নরসিংদী জেলা পলাশ উপজেলা ডাংঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনির উজ্জামান মনিরকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হলো।’

‘নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসীন হোসাইন বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার হাসান ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।’

তবে জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার হাসান সাংবাদিকদের জানান, তিনি বহিষ্কার সম্পর্কে কিছু জানেন না।

এ ব্যাপারে নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসীন হোসাইন বিদ্যুৎ বলেন, মনির উজ্জামানের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগে একটি মামলা হয়েছে, ওই মামলায় সে জেলহাজতে আছে। যা মিডিয়ায় প্রচারিত হলে, কেন্দ্রের নির্দেশনায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ডাঙ্গা ইউনিয়নে নির্মাণাধীন একটি সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় কারখানা কর্তৃপক্ষ বাদী মনিরউজ্জামানের নামে একটি চাঁদাবাজির মামলা করে। এতে ২৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে অভিযুক্ত করা হয়। সেই মামলায় এজাহারভুক্ত এক নম্বর আসামি মনিরুজ্জামানকে জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় নরসিংদী সদর থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

জানা গেছে, গত ৩ জুলাই দুপুরে ডাঙ্গা ইউনিয়নের নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট কারখানায় মনিরউজ্জামানের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি সশস্ত্র দল কারখানায় হামলা চালায়। তারা কারখানার ভেতরে ৬টি কক্ষে ব্যাপক ভাঙচুর করে মোবাইল, ল্যাপটপ ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ৭ শ্রমিক আহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই স্মৃতি ফাউন্ডেশন পুরোপুরি ব্যর্থ: উমামা ফাতিমা

গাজায় সংঘাত / ইসরায়েলের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেবে যুক্তরাজ্য

সাবেক ডিবি প্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত

শাহজালালে বিমানবন্দরে ৮৯৬ গ্রাম সোনাসহ দুজন আটক

জুলাই ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর করলেন আহতরা

ধর্ষণের শিকার কিশোরীর মৃত্যু, যুবক আটক

মুরাদনগরের সেই নারীর ১২ দিন পর ডাক্তারি পরীক্ষা

সাগরে আড়াই ঘণ্টা, মায়ের কোলেই প্রাণ গেল শিশু আব্দুর রহমানের

অবরুদ্ধ ব্যাংক হিসাবগুলো ডিজিএফআইয়ের, সাবেক মহাপরিচালক হামিদুল হকের নয় : দুদক

ভাড়া দিতে দেরি করায় ভাড়াটিয়াকে ভেতরে রেখেই তালা দিলেন মালিক

১০

যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১১

গৃহকর্মীর বিরুদ্ধে পরীমণির মামলা বাতিল 

১২

ষড়যন্ত্রকারীরা যত চেষ্টাই করুক, সফল হবে না : আমিনুল হক

১৩

ভারতীয় নার্সের ফাঁসি হতে যাচ্ছে ইয়েমেনে

১৪

ইসরায়েলের ৫ সামরিক স্থাপনায় সরাসরি আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র : রয়টার্স

১৫

সিলেটের ডিসির সঙ্গে আরিফের সমঝোতা!

১৬

ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কায় সিরিজ হাতছাড়া বাংলাদেশের

১৭

ঢাকা কলেজে উন্মুক্ত পাঠাগার

১৮

প্রতিরক্ষা সচিব পরিচয়ে প্রতারণা, সতর্ক করল আইএসপিআর

১৯

পাকিস্তানে স্বনামধন্য ২৭ ইউটিউব চ্যানেল বন্ধের নির্দেশ

২০
X