তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

টাঙ্গুয়ার হাওরে দুই বোটের সংঘর্ষে আহত ৯

দুর্ঘটনাকবলিত একটি বোট। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত একটি বোট। ছবি : কালবেলা

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরগামী ভ্রমণ তরী হাউস বোট ও পর্যটকবাহী সোনিয়া জল পরিবহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মাঝিসহ ৯ পর্যটক আহত হয়েছেন।

শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় উপজেলার টাঙ্গুয়ার হাওরের ছিলানী তাহিরপুর গ্রাম সংলগ্ন পাটলাই নদীতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ব্যাংক কর্মকর্তা হাবিবুর রহমান, জগন্নাথপুর শাহজালাল কলেজের প্রভাষক আমিনুল হক, নাবিদ হাসান, সাকিন আহমদ, শামসুন্নাহার, শাসছিয়া, রেজুয়ান মিয়াসহ ৯ জন। সোনিয়া জল পরিবহন নৌকার মাঝি কামাল উদ্দিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, ঢাকা থেকে পরিচালিত দোতলা বিশিষ্ট ভ্রমণ তরী নামের হাউস বোটটি পর্যটক নিয়ে ভ্রমণ শেষে সুনামগঞ্জের উদ্দেশ্যে ফিরে আসছিল। অপর দিকে পর্যটকবাহী লোকাল সোনিয়া জল পরিবহন নামের ছোট বোটটি পর্যটক নিয়ে টাঙ্গুয়ার হাওর থেকে নিলাদ্রী লেক পাড়ের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় ছিলানী তাহিরপুরের সামনে পাটলাই নদীতে দোতলা বিশিষ্ট ভ্রমণ তরী হাউস বোটটি বেপরোয়াভাবে এসে পর্যটকবাহী ছোট নৌকা সোনিয়া পরিবহনের উপরে তুলে দেয়। এ সময় সোনিয়া জল পরিবহনে থাকা মাঝিসহ পর্যটকরা আহত হন।

আহত হাবিবুর রহমান বলেন, আমরা ১৬ জনের পরিবার-পরিজন নিয়ে একটি ছোট নৌকায় হাওরে ঘুরতে এসেছি। যখন বড় হাউস বোটটি আমাদের নৌকার উপর তুলে দেয় তখন আমি নামাজে ছিলাম। মারাত্মক ধাক্কায় আমি নামাজ ছেড়ে দেখি বাচ্চাসহ আমার বোটের দুজন পানিতে পড়ে গেছে। আমি ও আমার ড্রাইভার পানিতে ঝাঁপ দিয়ে তাদের বাঁচানোর চেষ্টা করি। এ সময় একটি স্পিডবোট এসে আমাদের উদ্ধার করে। আল্লাহর রহমতে আমরা বেঁচে গেছি। আমাদের পাঁচটি মোবাইল ও দুটি ডিএসএলআর ক্যামেরা হারিয়ে গেছে।

তাহিরপুর নৌ-পর্যটন শিল্প সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ রব্বানী বলেন, বোট দুটি আমাদের সমিতির না। দোতলা বিশিষ্ট হাউস বোটটি অনেক বড়, এটি এ নদীতে চলার মতো না। দোতলা বিশিষ্ট হাউস বোটটির অদক্ষ সুকানির কারণে এ সংঘর্ষ হয়েছে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

ভ্রমণ তরী হাউস বোটের পরিচালক ফয়জুল ইসলাম বলেন, টাঙ্গুয়ার হাওরে আমাদের দুটি হাউস বোট রয়েছে। আমি অন্য একটি বোটে ছিলাম। আমি খবর পেয়ে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত নৌকায় চলে আসি। আহতদের চিকিৎসার ব্যবস্থা করছি। আমি এখন থানায় আছি। স্থানীয়দের নিয়ে আলোচনা হচ্ছে। সমাধান করে চলে যাব।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, পর্যটকবাহী দুই হাউস বোটে সংঘর্ষের খবর পেয়েছি। দুই হাউস বোটের লোকজন থানায় আছে। আমরা বিষয়টি নিয়ে আলোচনায় আছি, সমাধানের চেষ্টা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরুদ্দিন অপুর ধানের শীষকে সমর্থন জানালেন ৩ শতাধিক আ.লীগের নেতাকর্মী

সিজিএস আয়োজিত নীতি সংলাপ / বৈদেশিক নীতির বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যে পৌঁছানোর তাগিদ

দুপক্ষের তুমুল সংঘর্ষ, নারীসহ আহত ৫

আর্জেন্টাইন ভক্তদের দুঃসংবাদ দিলেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার

বিশ্বকাপ ইস্যুতে এবার মুখ খুললেন সাকলায়েন মুশতাক

‎ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : সালাহউদ্দিন আহমদ

পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প, সরিয়ে নিচ্ছেন গ্রেগরি বোভিনোকে

অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা

এটা যেনতেন নির্বাচন নয়, দেশের ভাবমূর্তি ফিরিয়ে আনার নির্বাচন : ইসি সানাউল্লাহ

ঢাকা-৭ আসনকে আধুনিক হিসেবে গড়ে তোলা হবে : হামিদ

১০

পরিবারে কোলেস্টেরলের ইতিহাস আছে? তাহলে কী খাবেন, কী খাবেন না

১১

হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

১২

গালফ ফুড ফেয়ারে তৃতীয়বারের মতো অংশগ্রহণ করছে আকিজ এসেনসিয়ালস লিমিটেড

১৩

চাকরির আশায় রাশিয়া গিয়ে যেভাবে যুদ্ধে জড়িয়ে পড়ছে বাংলাদেশিরা 

১৪

কেবল নেতার পরিবর্তনের মাধ্যমে প্রত্যাশিত পরিবর্তন সম্ভব না : চরমোনাই পীর

১৫

জামায়াতের ছলচাতুরি জনগণ বুঝে ফেলেছে : আমিনুল হক

১৬

ভারত ও ইউরোপীয় ইউনিয়নের ঐতিহাসিক চুক্তি সই

১৭

জাল সনদে বিসিএসে চাকরি, মামলা করবে দুদক

১৮

দেশে ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে চুক্তি

১৯

বিএনপিতে যোগ দিলেন চাকমা সম্প্রদায়ের সহস্রাধিক মানুষ

২০
X