রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২
বেলাব (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ক্লাসরুমে টিকটক করার অভিযোগে ৭ শিক্ষার্থীকে বহিষ্কার

নরসিংদীর বেলাবতে কাশিম নগর উচ্চ বিদ্যালয়। ছবি : কালবেলা
নরসিংদীর বেলাবতে কাশিম নগর উচ্চ বিদ্যালয়। ছবি : কালবেলা

নরসিংদীর বেলাব উপজেলার কাশিম নগর উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার করে টিকটক ভিডিও ধারণ ও নাচানাচির ঘটনায় সাতজন শিক্ষার্থীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, শিক্ষার পরিবেশ নষ্ট এবং শৃঙ্খলাবিরোধী কার্যকলাপের দায়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বিদ্যালয় চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, ৮ম শ্রেণির দুজন ও ৯ম শ্রেণির ৫ জন শিক্ষার্থী শিক্ষক অনুপস্থিত থাকার সুযোগে শ্রেণিকক্ষে প্রবেশ করে মোবাইল ফোনে নাচানাচির ভিডিও ধারণ করে, যা পরে টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রুবায়েত হোসেন শিক্ষার্থীদের নাম প্রকাশে অনিচ্ছুক শর্তে বলেন, ‘৮ম শ্রেণির দুজন ও ৯ম শ্রেণির ৫ জন শিক্ষার্থী ক্লাসরুমে ঢুকে মোবাইলে টিকটক নাচানাচি করছিল। এজন্য তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরে ম্যানেজিং কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন থাকা নিয়মবহির্ভূত এবং এটি বিদ্যালয়ের শৃঙ্খলার চরম লঙ্ঘন। বিষয়টি তদন্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণের পক্ষে মত দিয়েছেন তারা।

এ বিষয়ে কথা বলতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ইব্রাহিম খলিলকে সরাসরি না পেয়ে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

তবে কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বললে তারা বলেন, ‘বিদ্যালয় শুধু পাঠদানের জায়গা নয়, এটি একটি নৈতিক শিক্ষার কেন্দ্রও। প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে স্কুলের ভেতরে মোবাইল সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত। আমরা চাই না, একজন শিক্ষার্থীর সামান্য অবহেলায় তার ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হোক। তবে শৃঙ্খলার ব্যাপারে আমরা কোনো আপস করব না।’

জানা যায়, ঘটনার পরপরই বিদ্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয় এবং অভিযুক্ত শিক্ষার্থীদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। এর পাশাপাশি একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা পুরো ঘটনার ভিডিও বিশ্লেষণসহ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণ করে চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করবে।

এ ঘটনার ব্যাপারে বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম বলেন, ‘আপনাদের মাধ্যমে আমি জানতে পারছি। বিষয়টি ভালোভাবে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

স্বামী নয়, প্রেমিকের সঙ্গে থাকছেন শিল্পা শেঠি!

ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ওয়াশিংটনে হাজারো মানুষের বিক্ষোভ 

টোডা বিলে লাল শাপলার সমাহার

নাসুমকাণ্ডে এবার মুখ খুললেন মুমিনুল

গ্রেপ্তার শত শত কোরিয়ানদের ‘অবৈধ এলিয়েন’ আখ্যা দিলেন ট্রাম্প

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

কাদের সিদ্দিকীর বাড়ি ভাঙচুরের চেষ্টা

এত উষ্ণ যে আর টিকছে না, ভেতর থেকে ক্ষয়ে যাচ্ছে

১০

জাহ্নবীকে নিয়ে মশকরায় শামিল হয়ে বিপাকে সোনম

১১

চ্যাটজিপিটি ব্যবহার করে ইংরেজিতে দক্ষ হবেন যেভাবে 

১২

সীমান্তের শূন্যরেখায় শেষবার মায়ের মুখ দেখলেন মেয়ে 

১৩

চাঁদপুরে কাঠের মসজিদ ঘিরে মুগ্ধতার শেষ নেই দর্শনার্থীদের

১৪

নারী বাইকারদের ইভেন্ট আয়োজন করায় ক্যাফে সিলগালা

১৫

দুই ঘণ্টার বেশি স্মার্টফোন ব্যবহার নয় : জাপানি মেয়র

১৬

উপুড় হয়ে ঘুমান? জানুন এতে শরীরে কী হয়

১৭

যেসব ফল নিয়মিত খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে

১৮

ঘুমের মাঝে বারবার জেগে উঠছেন? হতে পারে স্বাস্থ্যঝুঁকি

১৯

পাকিস্তানে বন্যায় উদ্ধারকারী নৌকা ডুবে ৫ জনের প্রাণহানি

২০
X