বেলাব (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ক্লাসরুমে টিকটক করার অভিযোগে ৭ শিক্ষার্থীকে বহিষ্কার

নরসিংদীর বেলাবতে কাশিম নগর উচ্চ বিদ্যালয়। ছবি : কালবেলা
নরসিংদীর বেলাবতে কাশিম নগর উচ্চ বিদ্যালয়। ছবি : কালবেলা

নরসিংদীর বেলাব উপজেলার কাশিম নগর উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার করে টিকটক ভিডিও ধারণ ও নাচানাচির ঘটনায় সাতজন শিক্ষার্থীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, শিক্ষার পরিবেশ নষ্ট এবং শৃঙ্খলাবিরোধী কার্যকলাপের দায়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বিদ্যালয় চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, ৮ম শ্রেণির দুজন ও ৯ম শ্রেণির ৫ জন শিক্ষার্থী শিক্ষক অনুপস্থিত থাকার সুযোগে শ্রেণিকক্ষে প্রবেশ করে মোবাইল ফোনে নাচানাচির ভিডিও ধারণ করে, যা পরে টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রুবায়েত হোসেন শিক্ষার্থীদের নাম প্রকাশে অনিচ্ছুক শর্তে বলেন, ‘৮ম শ্রেণির দুজন ও ৯ম শ্রেণির ৫ জন শিক্ষার্থী ক্লাসরুমে ঢুকে মোবাইলে টিকটক নাচানাচি করছিল। এজন্য তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরে ম্যানেজিং কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন থাকা নিয়মবহির্ভূত এবং এটি বিদ্যালয়ের শৃঙ্খলার চরম লঙ্ঘন। বিষয়টি তদন্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণের পক্ষে মত দিয়েছেন তারা।

এ বিষয়ে কথা বলতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ইব্রাহিম খলিলকে সরাসরি না পেয়ে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

তবে কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বললে তারা বলেন, ‘বিদ্যালয় শুধু পাঠদানের জায়গা নয়, এটি একটি নৈতিক শিক্ষার কেন্দ্রও। প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে স্কুলের ভেতরে মোবাইল সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত। আমরা চাই না, একজন শিক্ষার্থীর সামান্য অবহেলায় তার ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হোক। তবে শৃঙ্খলার ব্যাপারে আমরা কোনো আপস করব না।’

জানা যায়, ঘটনার পরপরই বিদ্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয় এবং অভিযুক্ত শিক্ষার্থীদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। এর পাশাপাশি একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা পুরো ঘটনার ভিডিও বিশ্লেষণসহ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণ করে চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করবে।

এ ঘটনার ব্যাপারে বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম বলেন, ‘আপনাদের মাধ্যমে আমি জানতে পারছি। বিষয়টি ভালোভাবে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় মুষলধারে বৃষ্টি, সঙ্গে বজ্রপাত

নাটোরে সড়কে ৮ জন নিহত / ১২ ঘণ্টার মধ্যে ঘাতক ট্রাকচালক গ্রেপ্তার

মাইলস্টোন ট্র্যাজেডি : নিহতদের স্মরণে ঢাকা বারের দোয়া মাহফিল

জবিতে গবেষণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বজ্রপাতে নৈশপ্রহরীর মৃত্যু 

সেই দুয়ারের আইপিও চূড়ান্তভাবে বাতিল

বিমানবাহিনী ও মাইলস্টোনের সমন্বয় সভা

প্রিজনভ্যানে আবেগাপ্লুত পলক, একজন বললেন ‘কাইন্দেন না’

মধ্যরাতে হাসপাতালে খালেদা জিয়া

জুলাইয়ে কোনো রেমিট্যান্স আসেনি এই ১০ ব্যাংকে

১০

সরকারি চাকরি আইন সংশোধন করে অধ্যাদেশ জারি

১১

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

১২

লঘুচাপের আভাস, সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা

১৩

মাইলস্টোন ট্র্যাজেডি / দগ্ধদের চিকিৎসায় ঢাকায় ভারতের মেডিকেল টিম

১৪

বড়পুকুরিয়া কয়লা খনির ২৭৬ আউটসোর্সিং কর্মচারীর আলটিমেটাম 

১৫

অস্ট্রেলিয়া-পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলতে পারে বাংলাদেশ!

১৬

ব্রুনাইতে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ভোলার জামালের

১৭

জামিন নিতে গিয়ে শিবিরের তোপের মুখে গ্রেপ্তার আ.লীগের দুই নেতা

১৮

কর্মীদের ছোট দৈর্ঘ্যের পোশাক বাদ দিতে বলল বাংলাদেশ ব্যাংক

১৯

শিক্ষার্থীরা টাকা দিয়ে যান দাঁড়িয়ে, স্থানীয়রা ফ্রিতে বসে!

২০
X