বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা শাখার সভাপতি আবুল হোসেন আজাদ বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ, একটি ‘রেইনবো নেশন’ গড়ে তুলবে বিএনপি ।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় যশোরের কেশবপুর উপজেলার ১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়নের সাতবাড়িয়া-মির্জানগর মাঝেরপাড়া শিমুলতলা সার্বজনীন পূজা মন্দিরে গিয়ে এ কথা বলেন তিনি।
এ সময় আবুল হোসেন আজাদ পূজামণ্ডপ পরিদর্শন এবং হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি বলেন, বিএনপি সব ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল। বিএনপি বিশ্বাস করে- ধর্ম যার যার, উৎসব সবার। আমরা চাই, এ দেশে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে তাদের নিজ নিজ ধর্ম পালন করবে।
আবুল হোসেন আজাদ বলেন, শারদীয় দুর্গাপূজা যাতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সেজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা পূজা পরিষদের নেতাদের সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করছি।
তিনি বলেন, আমরা এ দেশে দীর্ঘকাল ধরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একত্রে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে আসছি। যে কোনো মূল্যে আমরা এই ধারা অব্যাহত রাখব। বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
উপজেলা বিএনপির সহসভাপতি ও ১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও সহসভাপতি আলাউদ্দিন আলা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো. মোকসেদ আলম, পৌর বিএনপির সহসভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, দপ্তর সম্পাদক ফারুক খান, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল আজিজ, উপজেলা যুবদল নেতা আব্দুল গফুর, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার দে, হিন্দু সম্প্রদায়ের শেখর দে ও দৈনিক কালবেলার সিনিয়র রিপোর্টার রাজকুমার নন্দী। এছাড়া ১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুস সাত্তার, ইউনিয়ন কৃষক দলের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, ইউনিয়ন বিএনপি নেতা ও উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি মাস্টার খোরশেদ আলম উপস্থিত ছিলেন।
এর আগে, আবুল হোসেন আজাদ মন্দিরে এসে পৌঁছালে উপস্থিত হিন্দু ধর্মাবলম্বী নারীরা শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে স্বাগত জানান। এদিন বিএনপি নেতা আজাদ এদিন ইউনিয়নের অধীন সব পূজামণ্ডপ পরিদর্শন করেন।
মন্তব্য করুন