অক্টোবরকে ঘিরে বিশ্বব্যাপী পালিত হয় ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাস। সেই ধারাবাহিকতায় চট্টগ্রামে জাঁকজমকপূর্ণ আয়োজনে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। চট্টগ্রাম সিটি করপোরেশন ছাড়াও এ সচেতনতা কার্যক্রমে সম্পৃক্ত হয়েছে বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং স্নাতকোত্তর সার্জিক্যাল শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান পিজিএস একাডেমিয়া।
বুধবার (০১ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে জিইসি মোড়ের বিএমএ ভবনে গিয়ে শেষ হয়। সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে শোভাযাত্রাটি চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন সংগঠনের শত শত মানুষ অংশ নেন।
শোভাযাত্রায় অংশ নেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম রমিজ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জসিম উদ্দিন, উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, সিএসসিআরের চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী, পিজিএস একাডেমিয়ার চেয়ারম্যান অধ্যাপক ডা. খন্দকার এ কে আজাদ ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।
দুপুরে সিএসসিআরের কনফারেন্স হলে উদ্বোধন হয় বিনা খরচে ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং ও পরামর্শ কর্মসূচি। এতে সভাপতিত্ব করেন সিএসসিআরের চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী। এ সময় বক্তব্য দেন সিএসসিআরের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী। প্রথম দিনই ৩৫ রোগী এ সেবা নেন। চিকিৎসক ডা. সায়রা বানু শিউলির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল রোগীদের স্ক্রিনিং করেন।
উদ্বোধন অনুষ্ঠানে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ব্রেস্ট ক্যানসার সচেতনতার এ ধরনের উদ্যোগ চট্টগ্রামের জন্য নতুন দিগন্ত। শুধু নারীদের নয়, পুরুষদেরও সচেতনতার অংশীদার হতে হবে। মাসব্যাপী এ আয়োজন সারা দেশের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।
অক্টোবরজুড়ে প্রতি শনি, সোম ও বুধবার বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত বিনা খরচে ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং ও কনসালটেশন চলবে। নিবন্ধিত রোগীরা পরীক্ষায় ৫০ শতাংশ ছাড়ও পাবেন। নিবন্ধনের জন্য সিএসসিআরের দ্বিতীয় তলার হেল্প ডেস্কে যোগাযোগ করতে হবে।
মন্তব্য করুন