প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অনেক বছর পর আমরা একটি বাস্তব নির্বাচন দেখতে যাচ্ছি। বিগত ষোলো বছর হাসিনার আমলে আমরা ভুয়া নির্বাচন দেখেছি। এবার আমরা সেই অবস্থান থেকে বের হয়ে এসেছি। ইতিহাসের অন্যতম একটি সেরা নির্বাচন হতে যাচ্ছে এটি।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় প্রেস সচিব বলেন, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। নির্বাচন নিয়ে সব বাধা ও সংশয় ধুয়ে মুছে কেটে গেছে। দেশ এখন একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথে এগোচ্ছে।
তিনি আরও বলেন, এরই মধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে। জামালপুর ও হালুয়াঘাট এলাকায় নেতাকর্মীদের পোস্টার-প্যানা দেখা যাচ্ছে। রাজনৈতিক দলগুলো প্রার্থিতা ঘোষণা করেছে। দুই-তিন সপ্তাহের মধ্যে সব দল আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা শুরু করলে পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠবে।
জুলাই সনদ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, সব রাজনৈতিক দল জুলাই সনদ নিয়ে একমত হয়েছে। আগামী ১৫ তারিখে সব দল ওই সনদে স্বাক্ষর করবে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তিতে ভূমিকা রাখায় প্রধান উপদেষ্টা তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বলেও জানান শফিকুল আলম।
মতবিনিময় সভায় ময়মনসিংহ প্রেস ক্লাবের সহসভাপতি নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন